আমরা এই কোর্সে পি এইচ পি এর বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে এ্যাডভান্স লেভেলে যাবো।
মোট ক্লাসের সংখ্যা থাকবে ৩০ - ৩৫ টি। এখানে মূলত আমরা বাস্তব প্রজেক্ট ভিত্তিক কাজ করবো।
প্রথমে আমরা দেখবো কিভাবে একটি স্ট্যাটিক এইচ টি এম এল ওয়েব সাইটকে পি এইচ পি কোডিগনিটার
ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডাইনামিক করতে পারি। তারপর একটি ব্লগ সাইট ডাইনামিক করে কিভাবে এ্যডমিন
প্যানেল থেকে ফ্রন্ট এন্ডকে কন্ট্রোল করা যায় অনেকটা একটি সি এম এস এর মত। তারপর একটি কমপ্লিট
ই-কমার্স সাইট তৈরি করা দেখবো। কোর্সটি যারা করতে আগ্রহী তারা কমেন্ট এ জানাবেন। কমেন্ট এর সংখ্যা
নুনতম 10০ হলে কোর্সটি শুরু করবো।
১. বেসিক এইচ টি এম এল
২. বেসিক সি এস এস
৩. বেসিক জেকুয়েরি
৪. বেসিক Raw পি এইচ পি
৫. ওয়েব ফর্ম ডিজাইন
৬. বেসিক মাই এস কিউ এল ডাটাবেজ
৭. এইচ টি এম এল ফর্ম ভেলিডেশন
৮. কিভাবে এইচ টি এম এল, সি এস এস, জাভাস্ক্রিপ্ট, পি এইচ পি এর কোডিগনিটার ফ্রেমওয়ার্ক ব্যাবহার করে একটি
কমপ্লিট ওয়েব ডেভেলপ করতে হয়।
৯. একটি ব্লগ সাইট তৈরি এবং
১০. একটি ই-কমার্স সাইট তৈরি।
১ - ৫ এই ক্লাসগুলোতে আমরা দেখবো বেসিক এইচ টি এম এল, সি এস এস এবং জেকুয়েরি এর ব্যবহার।
৬-১৩ এই ক্লাসগুলোতে আমরা Raw পি এইচ পি শিখবো।
১৪-৩৫ এই ক্লাসগুলোতে আমরা কোডিগনিটার ফ্রেমওয়ার্ক ব্যাবহার করে বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক কাজ করবো।
সবাই আমার ফেসবুক পেজ এ একটি লাইক এবং গ্রুপে জয়েন করে সহযোগিতা করুনঃ
আমার ফেইসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/750595571679285/
আমার ফেইসবুক পেজ:
https://www.facebook.com/shantoelectricdhaka
আমি নাজমুল ইসলাম স্বপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, This is Nazmul Islam Swapan from Dhaka the capital of Bangladesh. I have completed my graduation from Jahangirnagar University in department of Philosophy. Now I am doing masters from the same department. Besides that I'm a professional web designer and developer. I'm expert in HTML, HTML5, CSS, CSS3, Javascript,...
আমি করতে চাই