পিএইচপি ভিডিও টিউন এর ১১তম পর্বে আপনাদের সকল কে Vision Tutorial এবং BD Big Bazar এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে ঈদের ছুটির ঘড়মুখো মানুষের আনন্দে ঈদ উপভোগ করার প্রত্যাশা জানাই।
আজকের পর্বের ধারাবাহীক ভিডিও টিউটোরিয়্যালে থাকছে কিভাবে আমরা পিএইচপিতে ডাটাবেজ কানেক্ট ফাইল তৈরি করতে পারি। এবং ডাটাবেজ কানেক্ট ফাইল দ্বারা তৈরিকৃত ডাটাবেজ এর সাখে কিভাবে কানেক্ট করানো যায়।
কোর্সে যে বিষয়গুলা থাকছেঃ
১) এইচটিএমএল-৪।
২) সি এস এস-৩ ।
৩) জাভাস্ক্রিপ্ট ব্যাসিক।
৪) পিএইচপি ব্যসিক।
৫) ওয়ার্ডপ্রেস।
৬) টেমপ্লেট ডিজাইন।
৭) ডোমেইন এবং হোস্টিং।
৮) সিপ্যানেল ।
ভিশন টিউটোরিয়্যাল এর পক্ষ থেকে উক্ত কোর্সটি সম্পূর্ন বিনামূলে সিমিত সংক্ষক শিক্ষার্থির জন্যে করানো হবে। ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে।
ভিশন টিউটোরিয়্যাল এর উদ্দেশ্য:
আমাদের উদ্দেশ্য হল প্রফেশনাল মানের ডেভেলপার তৈরি এবং তাদের সঠিক গাইডলাইনর মাধ্যমে আর্নিংস নিশ্চিত করা। আমাদের তৈরিকৃত ভিডিও টিউটোরিয়্যাল সম্পূর্ন ফ্রি তে বিতরণ করা। যে কেউ আমাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন। মূলত প্রযুক্তি জ্ঞানের প্রসারই আমাদের টিমের প্রধান উদ্দেশ্য।
এইচটি এম এল, সি এস এস, পি এইচপি, ওয়ার্ডপ্রেসস,অফিস, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট লিনাক্স লোগো ডিজাইন ইত্যাদি টিউটোরিয়াল আমরা প্রকাশ করতে যাচ্ছি। এছাড়াও ধীরে ধীরে বিভিন্ন প্রকার নতুন বিষয়াবলী আমাদের বিভাগে যোগ করা হচ্ছে।
ফ্রি ভিডিও টিউটোরিয়্যাল বিতরণ সহ আমরা সার্বক্ষনিক সাপোর্ট দিয়ে থাকি। এবং আমাদের ফেসবুকের ভিশন টিউটোরিয়্যাল গ্রুপে লাইভ হেল্প এবং সোর্স ফাইল সবার জন্যে উন্মুক্ত। বিডি বিগ বাজার এবং ভিশন টিউটোরিয়্যাল টিমের সাথেই থাকুন।
আমরা নতুন ভাবে সম্পূর্ন নতুন আঙ্গিকে ভিশন টিউটোরিয়্যাল এর আয়োজনে ফ্রি ২মাস ব্যাপী “প্রফেশনাল ওয়েব ডিজাইন” কোর্সের আয়োজন করেছি পাবনা জেলার শহরের নিকটে পলিটেকনিক বাইপাস রোড সং লগ্ন।
কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য এবং রেজিষ্ট্রেশন করতে ক্লিক করুন এই লিঙ্কে। বিস্তারিত জানুন
আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।
khub valo laglo