আপনারা নতুন যারা ফ্রি হোষ্টিং ব্যবহার করেন (যেমন : 000webhost, dhmart ইত্যাদি) এবং নেটের স্পিড স্লো তারা অনেকে হয়তো হোষ্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস ফাইল আপলোড করতে সমস্যায় পড়েন । যেহুতু ফ্রি হোষ্টিং সার্ভারে সিপ্যানেল সাধারনত থাকে না , আর ফাইল ম্যানেজার ও ততটা উন্নত নয় এবং সার্ভারেরআপলোড স্পিড ও জঘন্য । আর এই হোষ্টিং এ এফটিপি সফটওয়ার দিয়ে এক এক করে ফাইলগুলি(ওয়ার্ডপ্রেস / জুমলা বা অন্যন্য ফাইল) আপলোড করতে হয় তারপর সেটি ইনষ্টল করতে হয়। এটি অনেক টাইমসাপেক্ষ ব্যাপার হয়ে দাড়ায় । তাই ফ্রি হোষ্টিং এ সহজে ওয়ার্ডপ্রেস / জুমলা সেটাপ দেওয়ার একটা ট্রিক শেয়ার করছি আপনাদের সাথে।
পি এইচ ফাইলটি এবার কোন নোটপ্যাড এ ওপেন করে ১ নম্বর লাইনে $file এর ভেলুতে আপনার ওই আপলোড করা ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টটির লিংক দিন ।
যেমন ধরুন
আপনার ওই আপলোড করা ফাইলটির লিংক xyz.com/wordpress.zip
তাহলে ১ম লাইনটি এরকম করবেন
$file = ' xyz.com/wordpress.zip';
এবার দ্বিতীয় লাইনটিতে ফাইলটির নাম লিখুন ।(উদাহরন স্বরুপ আমাদের ফাইলটির লিংক xyz.com/wordpress.zip হলে শেষের ফাইলটির নাম ও ফরমেট সহ লিখলে দ্বিতীয় লাইনটি হবে $newfile = 'wordpress.zip')
এবার আপনার হোষ্টিং সার্ভারে এই ১ কেবির ফাইলটি আপলোড করে জাষ্ট রান করুন ।
(এটি আপনার হোষ্টিং এর publichtml এ আপলোড করলে ব্রাউজ করবেন yoursiteurl/copyandextract.php লিংকটি দিয়ে )
ব্যস সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে মেসেজ দিবে এই ফাইলটি ডিলেট করতে । এই ফাইলটি তারপর ডিলেট করে দিবেন । আর দেখবেন আপনার হোষ্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস.জুমলা স্ক্রিপ্টটি আপলোড হয়ে গেছে । এবার ওয়ার্ডপ্রেস কিভাবে সেটাপ দেয় জানা থাকলে তো ওয়ার্ডপ্রেস খুব সহজে সেটাপ দিয়ে দিবেন ।
লিংক : https://www.dropbox.com/s/ly28t29yxlh67cq/copyandextract.php বা
https://dl.dropboxusercontent.com/s/ly28t29yxlh67cq/copyandextract.php?dl=1&token_hash=AAGpOmsR2KQ2T9g6wD1hrwrETfdzIKT3-tLOAtxE_4TBVg
আমার বানানো সাইটম্যাপ প্লাগইনস :
আমি অ অ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+
kajer post