আমরা বিগত দুইটি টিউনে দেখেছি কিভাবে কোডইগনিটার কনফিগার করতে হয়, মডেল ভিউ এবং কন্ট্রোলার এর উপর তাত্ত্বিক আলোচনা করেছি। আজকে আমরা দুইটা বিষয়ই হাতে কলমে দেখব। নিচে একটি ভিডিওর লিংক দেয়া আছে। পুরো কাজটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে যতটুকু সাধ্য সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কখন কি করছি, কেন করছি প্রত্যেকটা কোড লেখার সময় কমেন্টে সেটা লিখে বুঝানোর চেষ্টা করেছি।
ভিডিওটি দেখার আগে শুধু কিছু কথা মাথায় রেখে দিন। অর্থাত বেসিক্যালি আমরা ভিডিওটিতে যা করেছি।
সুতরাং আমাদের ডাটাবেজের সাথে কোন কাজ নেই তাই আমাদের মডেল লাগছে না এই মুহূর্তে।
সুতরাং আর দেরী না করে ভিডিওতে প্রবেশ করে ফেলুন।
অথবা এখান থেকেও নামাতে পারেন:
http://hanabookbd.com/files/ci_mvc.wmv
কারো কোন সমস্যা হলে কমেন্টে জানান। আর সবাইকে অনুরোধ করছি অফিস টাইমে ফোন না করার জন্য। অফিস টাইমের পর ফোন করতে পারেন কোন সমস্যা নেই।
আমি নাজমুল হাসান নিরো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
টেকটিউনসে ভিডিও যোগ করা খুবই সোজা। টিউনে ভিডিও যোগ করার জন্য টেকটিউনস সজিপ্র https://www.techtunes.io/faq/ এর এর ৪.৩ ও ৪.৪ বিষয় দুটো দেখুন।
আমাদের পরামর্শ হচ্ছে, যেহেতু এখনও আমাদের দেশে ইউটিউব বন্ধ রয়েছে তাই আপনি http://www.vimeo.com তে আপনার ভিডিওটি আপলোড করুন ও উপরের উল্লেখিত পন্থায় টিউনে ভিডিও যোগ করুন। এতে টিউডার ও টিউজিটররা নির্ঝঞ্ঝাটে আপনার ভিডিওটি দেখতে পাবে।
নিয়মিত টিউন করুন ও মেতে থাকুন প্রযুক্তির সুরে। ধন্যবাদ।