ফটোগ্রাফির আদ্যোপান্ত : “অ্যাপারচার Aperture”

টিউন বিভাগ ফটোগ্রাফি
প্রকাশিত
জোসস করেছেন

আগের লেখায় এক্সপোজার এবং এর গুরুত্ব নিয়ে কথা বলেছি। এই পর্বে কথা বলবো অ্যাপারচার নিয়ে।

এক্সপোজার কন্ট্রোল করতে যে তিনটি বিষয়ের (অ্যাপারচার, শাটার স্পিড এবং ISO) উপর নির্ভর করতে হয়, তাদের প্রথমেই আসে অ্যাপারচার। আপনি যদি ফটোগ্রাফি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাপারচার সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে।

অ্যাপারচার কি?

অ্যাপারচারের শাব্দিক অর্থ খোলা। ছবি তোলার সময় বস্তু থেকে আসা আলো ক্যামেরার সেন্সরে প্রবেশের জন্য লেন্সের Hole  কতখানি খুলবে তা নির্ণয়ের জন্যই অ্যাপারচার ব্যবহার করা হয়।

লেন্সের অ্যাপারচার কিছু অস্বচ্ছ ব্লেডের সিরিজ দিয়ে গঠিত যাকে ডায়াফ্রাম বলে। f এর মান পরিবর্তনের সাথে সাথে এই ব্লেডগুলো খোলা বা বন্ধ হওয়ার মাধ্যমে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে। যার ফলে, নির্ধারিত আলো ভিতরে প্রবেশের পাশাপাশি বাকি আলোর প্রবেশপথ রুদ্ধ হয়ে যায়।

অ্যাপারচারকে f number দিয়ে প্রকাশ করা হয়, যা f-stops নামে পরিচিত। লেন্সে অ্যাপারচার কতটা খোলা বা বন্ধ থাকবে তার একটি রেফারেন্স হল এই f number বা f-stop। f-স্টপ নম্বরগুলো একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে। যেমন: f/1.4, f/2, f/2.8, f/4, f/5.6, f/8, f/11, f/16, f/22 ইত্যাদি।

অ্যাপারচার ফটোগ্রাফির ক্ষেত্রে দুটি বিষয়কে নিয়ন্ত্রণ করে।

  •  এক্সপোজার
  • ডেপথ অব ফিল্ড

অ্যাপারচার কীভাবে এক্সপোজারকে নিয়ন্ত্রণ করে?

সহজভাবে বলতে গেলে ক্যামেরা হচ্ছে একটা অন্ধকার প্রকোষ্ঠ এবং লেন্সের অ্যাপারচার হচ্ছে সেই প্রকোষ্ঠে আলো ঢুকার একটা রাস্তা। কোন অন্ধকার ঘরে যদি আলো ঢুকার জন্য একটি ছিদ্র থাকে, সেই ছিদ্র বড় করলে যেমনি ঘরে আলো প্রবেশের পরিমাণ বাড়বে আর ছোট করলে যেমনি আলো প্রবেশের পরিমাণ কমে যাবে, লেন্সের অ্যাপারচারের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে।

নিচের ছবিটি লক্ষ্য করুন; তাহলে বুঝতে সুবিধা হবে, f stop বা অ্যাপারচার কীভাবে এক্সপোজারকে নিয়ন্ত্রণ করে।

f stop এর মান যত কমতে থাকে, অ্যাপারচার তত বড় হয়। যার ফলে লেন্সের ভিতর দিয়ে আলো প্রবেশের পরিমাণ বাড়ে এবং সেই সাথে ছবিতেও এক্সপোজার বাড়তে থাকে।

f stop এর মান যত বাড়তে থাকে, অ্যাপারচার তত ছোট হয়। যার ফলে লেন্সের ভিতর দিয়ে আলো প্রবেশের পরিমাণ কমে যায় এবং সেই সাথে ছবিতেও এক্সপোজার কমতে থাকে।

অ্যাপারচার কীভাবে ডেপথ অব ফিল্ড নিয়ন্ত্রণ করে?

f stop এর মান যত কমতে থাকে ডেপথ অব ফিল্ড তত কমে যায়। এর ফলে ক্যামেরায় ফোকাসড অংশ শার্প হওয়ার পাশাপাশি ছবির বাকি অংশটুকু ব্লার হয়ে যায়। এটাকে বলা হয় Shallow Depth of Field। সাধারণত পোর্ট্রেইট ছবি তোলার সময় এ ধরনের ডেপথ অব ফিল্ড ব্যবহার করা হয় যাতে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়। এবং এক্ষেত্রে f-stop এর মান f/2.8 বা তার চেয়ে কম রাখতে হয়।

আবার, f stop এর মান যত বাড়তে থাকে ডেপথ অব ফিল্ড তত বেড়ে যায়। এর ফলে ক্যামেরার ফ্রেমে আসা সবটুকু অংশই সমানভাবে শার্প দেখায়। এটাকে বলা হয় Large Depth of Field। সাধারণত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে এ ধরনের ডেপথ অব ফিল্ড ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে f-stop এর মান f/8 বা তার চেয়ে বেশি রাখতে হয়।

সঠিক অ্যাপারচার বাছাইয়ের পদ্ধতি

 যেহেতু লেন্সে ছিদ্রের আকার বড় হলে বেশি আলো প্রবেশ করতে পারে, তাই কম আলোতে বড় অ্যাপারচার অর্থাৎ যথাসম্ভব কম f-stop এ (f/2.8 বা এর কম) ছবি তোলার চেষ্টা করুন। সাধারণত পোর্ট্রেইট ছবি তোলার সময় Shallow Depth of Field রাখার জন্য f-stop এর মান f/2.8 বা তার চেয়ে কম রাখতে হয়।

যদি আলো বেশি থাকে তাহলে ছোট অ্যাপারচার অর্থাৎ যথাসম্ভব বেশি f-stop এ (f/8 বা এর বেশি) ছবি তোলার চেষ্টা করুন। এতে ছবিতে এক্সপোজার ঠিক থাকবে। সাধারণত ল্যান্ডস্কেপ ছবি তোলার সময় Large Depth of Field রাখার জন্য f-stop এর মান f/8 বা তার চেয়ে বেশি রাখতে হয়।

অ্যাপারচার কন্ট্রোল করার উপায়

অ্যাপারচার কন্ট্রোলের প্রধানত দু’টো উপায় আছে।

এক. অ্যাপারচার প্রায়োরিটি মোড

এই মোডে ডায়াল ঘুরিয়ে নিজের প্রয়োজনমতো অ্যাপারচার কন্ট্রোল করা যায়। এবং ক্যামেরা এক্সপোজার ঠিক রাখার জন্য অটোমেটিক শাটার স্পিড ও ISO সেট করে নেয়।

দুই. ম্যানুয়াল মোড

এই মোডে ডায়াল ঘুরিয়ে অ্যাপারচার কন্ট্রোল করা যায়। এমনকি শাটার স্পিড ও ISO ম্যানুয়ালিই কন্ট্রোল করতে হয়।

তবে ইদানীং অনেক লেন্স কোম্পানি তাদের লেন্সে অ্যাপারচারের জন্য আলাদা রিং রাখে। এটা ঘুরিয়েও ম্যানুয়ালি অ্যাপারচার কন্ট্রোল করা যায়।

বলে রাখা ভালো অ্যাপারচার কন্ট্রোল করতে পারলেই আপনি এক্সপোজার মাস্টার হয়ে গেলেন এমনটা ভাবার কোন কারণ নেই। এর পাশাপাশি শাটার স্পিড আর ISO কন্ট্রোল করতে জানতে হবে। তবেই আপনি পারফেক্ট এক্সপোজারের একটা ছবি পাবেন।

সামনের লেখাগুলোতে শাটার স্পিড এবং ISO নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করবো ইন শা আল্লাহ।

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি সাইফুল্লাহ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

I am a Mechanical Engineer. Besides my profession, I like writings and do photography.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস