যারা একদম নতুন ছবি সম্পাদনার (PHOTO EDIT) কাজ করেন তাদের জন্য মোটামুটি উপকারী একটি সফটওয়্যার হলো Photo Instrument 5.1 . বিশেষ করে যারা স্টুডিও ব্যবসা করেন অথবা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত তাদের উপকারে আসবে।
সফট টি ইন্সটল করার পর যখন চালু করবেন তখন প্রতি বারই একটি ভিডিও টিউটোরিয়াল বক্স আসবে - যার মাধ্যমে আপনি এই সফট দিয়া কি করতে চান - তা কিভাবে করবেন তা স্পষ্ট ভাবে দেখানো হবে।
সফটওয়্যার টির Buy Now এ গিয়ে রেজিষ্টার এ প্রবেশ করে তারপর শুধু ই-মেইল ও ইউজার নেম দেন এবং ফুল ভার্সন ব্যবহার করুন।
বিঃ দ্রঃ- রেজিষ্ট্রেশান করার সময় ও সফটওয়্যারটি ব্যবহারের সময় অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন করে নিয়েন। তারপর রেজিষ্ট্রেশন হয়ে গেলে / ব্যবহার করা হয়ে গেলে তারপর আবার িইন্টারনেট সংযোগ দেন। কারণ এটি অটো-আপডেট হয় আর তাই পাইরেট করা লাইসেন্স ওয়েব সাইট কতৃক ডি-রেজিষ্ট্রার / ডিসমিস হয়ে যায়।
তারপর নিজেই দেখুন - এর দ্বারা আপনি কতটুকু উপকৃত।
নিচের ছবিটিতে ক্লিক করে ডাউনলোড করুন = মাত্র ৩ মেগাবাইট
এটি আমার টি.টি. তে প্রথম (১ম) টিউন। - সবাই (টিউনারদের) কে শুভেচ্ছা ও ধন্যবাদ।
আমি bachelorzone। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে দেখুন এটি নিয়ে মোটামুটি দেড় ডজন টিউন হয়েছে (https://www.techtunes.io/index.php?cx=007702995746109916244%3A4kpkx6tg1g0&cof=FORID%3A11&ie=UTF-8&q=PHOTOINSTRUMENT&sa.x=35&sa.y=13&sa=%C2%A0&s=Search&submit=&banglakb=unijoy)
আর এর KEY xp2তে অনেক ঝামেলা করে , কী টি অ্যাকটিভ করতে হয় নেক কানেকশন অফ করে , হাললে কিছূটা উপকার পাওয়া যায় , তবে আবার রেজি চাইবে অর্থাৎ কখোনোই ফূল ভার্সন হয় না ।
এটি আমার অত্যন্ত পছন্দের একটি সফট আমি এটার ক্রাক, পোর্টে বল, সবকিছূই নামিয়েছিলাম কিন্তু ভুল কোন ভাবেই করতে পারিনি , অপনাকে ধন্যবাদ!!