ফটো ইন্সট্রুমেন্ট ৫.১ ফুল ভার্সন (নতুন ছবি এডিটরদের জন্য)

যারা একদম নতুন ছবি সম্পাদনার (PHOTO EDIT) কাজ করেন তাদের জন্য মোটামুটি উপকারী একটি সফটওয়্যার হলো Photo Instrument 5.1 . বিশেষ করে যারা স্টুডিও ব্যবসা করেন অথবা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত তাদের উপকারে আসবে।

সফট টি ইন্সটল করার পর যখন চালু করবেন তখন প্রতি বারই একটি ভিডিও টিউটোরিয়াল বক্স আসবে - যার মাধ্যমে আপনি এই সফট দিয়া কি করতে চান - তা কিভাবে করবেন তা স্পষ্ট ভাবে দেখানো হবে।

সফটওয়্যার টির Buy Now এ গিয়ে রেজিষ্টার এ প্রবেশ করে তারপর শুধু ই-মেইল ও ইউজার নেম দেন এবং ফুল ভার্সন ব্যবহার করুন।

বিঃ দ্রঃ- রেজিষ্ট্রেশান করার সময় ও সফটওয়্যারটি ব্যবহারের সময় অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগটি বিচ্ছিন্ন করে নিয়েন। তারপর রেজিষ্ট্রেশন হয়ে গেলে / ব্যবহার করা হয়ে গেলে তারপর আবার িইন্টারনেট সংযোগ দেন। কারণ এটি অটো-আপডেট হয় আর তাই পাইরেট করা লাইসেন্স ওয়েব সাইট কতৃক ডি-রেজিষ্ট্রার / ডিসমিস হয়ে যায়।


তারপর নিজেই দেখুন - এর দ্বারা আপনি কতটুকু উপকৃত।

নিচের ছবিটিতে ক্লিক করে ডাউনলোড করুন = মাত্র ৩ মেগাবাইট

এটি আমার টি.টি. তে প্রথম (১ম) টিউন। - সবাই (টিউনারদের) কে শুভেচ্ছা ও ধন্যবাদ।

Level 0

আমি bachelorzone। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখানে দেখুন এটি নিয়ে মোটামুটি দেড় ডজন টিউন হয়েছে (https://www.techtunes.io/index.php?cx=007702995746109916244%3A4kpkx6tg1g0&cof=FORID%3A11&ie=UTF-8&q=PHOTOINSTRUMENT&sa.x=35&sa.y=13&sa=%C2%A0&s=Search&submit=&banglakb=unijoy)

আর এর KEY xp2তে অনেক ঝামেলা করে , কী টি অ্যাকটিভ করতে হয় নেক কানেকশন অফ করে , হাললে কিছূটা উপকার পাওয়া যায় , তবে আবার রেজি চাইবে অর্থাৎ কখোনোই ফূল ভার্সন হয় না ।

এটি আমার অত্যন্ত পছন্দের একটি সফট আমি এটার ক্রাক, পোর্টে বল, সবকিছূই নামিয়েছিলাম কিন্তু ভুল কোন ভাবেই করতে পারিনি , অপনাকে ধন্যবাদ!!

    Level 0

    @প্রিন্স মাহমুদ:

    ভাই, আমিতো ভালভাবেই এইটার Portable use করছি অনেকদিন থেকে। আর নতুন একজন টিউন করেছে, কোথায় তাকে অভিন্দন জানাবেন, তা না করে প্রথম কমেন্টেই ঝাড়ি ?

    টিউনারকে ধন্যবাদ।

    @প্রিন্স মাহমুদ: ধন্যবাদ ।

আমার কাচেও আগে থেকে আচে…তবুও ধন্নবাদ চালিএ জান

ভাই আমার কাছেও অনেক আগে থেকে আছে……তবুও অনেকের কাজে লাগবে………শেয়ার করার জন্য ধন্যবাদ

সৃষ্টি কর্তা যদি সহায় থাকে এবং আমার যদি মনোবল অটুট থাকে – তাহলে একদিন না একদিন টপ টিউনারের তালিকায় আমার নামও থাকবে ! এই প্রত্যাশায় টেকটিউনস ২.০ আমার ১ম পোষ্ট করলাম।
সকল পুরাতন (টপ) / নতুন এবং টিউনার ছাড়াও অন্যান্য পাঠক-পাঠিকাদের উৎসাহ প্রত্যাশী।
(ব্যাচেলর জোন) – ধন্যবাদ।

চেষ্টা চালিয়ে যান।চেষ্টা করলে অবশ্যই সফল হবেন।আমার যতটূকূ মনে পড়ে আমার প্রথম টিউন এ মোবাইল গেম নিয়ে টিউন করেছিলাম।অনেক চেষ্টা করেও কোন image অ্যাড করতে পারি নাই।:) 🙂
চেষ্টা চালিয়ে যান।একটা গান আপনাকে dedicate করছি
“যদি লক্ষ থাকে অটুট
বিশ্বাস হৃদয়ের
হবেই হবেই দেখা
দেখা হবে বিজয়ের”…………………………

    @সাবিহা: দেখি পারি কিনা ! (চেষ্টা করে)……….
    আপনি একজন পুরাতন টিউনার । আর আমি সদ্য নবজাতক টিউনার। আমার পোস্টে কমেন্ট করার জন্য — ধন্যবাদ (*টিউনার হিসেবে*)

Level 0

2 bachelorzone: dada serial key ta to fake bol6e..edit korte par6i kintu edit kora pic ta save ho66e na..:O

Level 0

Anvsoft iPod Photo Slideshow version 1.0 /////dada parle ai softwere tar original registration name or original lisensekey diben////[email protected]এই ইমেইল টাতে পাঠিয়ে দিবেন..ধন্যবাদ,,,,