ফটোশপ ছাড়াই চমকপ্রদ ডিজাইন এখন অনলাইনে photofunia দিয়ে

ফটোশপ এর নাম শুনেননি বা এর কাজ পারেননা এমন কথা যদিও শুনতে বেমানান লাগে, তারপরও বিভিন্ন সীমাবদ্ধতার কারনে অনেকেরই ফটোশপের উপর কাজ করা হয়ে উঠেনা। কারন গুলো অনেক রকম হতে পারে যেমন কেউবা অন্য অপারেটিং সিষ্টেম ইউজ করছেন যাতে ফটোশপের এক্সিকিউটিভ ফাইল সাপোর্ট করেনা, আবার কেউবা সঠিক জ্ঞানের অভাবে এতে কাজ থেকে বঞ্চিত হয়। কিন্তু তাই বলে কাউর ছবি এডিট বা একটু ডিজাইন করতে মন চায়না, তা ভুল কথা। তাই আজকে তাদের কথা চিন্তা করেই পোষ্টটা সাজিয়েছি যারা কোন রকম কাজের জ্ঞান ছাড়াই ছবিকে করে তুলতে পারবেন চমৎকার সব ডিজাইন দিয়ে, তাও একটা নয় দুইটা নয় মোট ১৯৫টা ডিজাইনে!! যা আশা করি সকলেরই কাজে লাগবে।


http://www.photofunia.com নামের ওয়েবসাইটটি  তে প্রথমে গেলেই দেখতে পাবেন মোট ১৯৫ টি ডিজাইন আপনার সামনে পরিবেশন

করা হয়েছে। যাতে বিভিন্ন ডিজাইনের আউটপুট দেওয়া আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ফটো এক্সটেন্সান সাপোর্ট করে এবং আউটপুট দেয় যেগুলো হলঃ JPG/JPEG(Joint Photographic Experts Group), GIF, PNG(Portable Network Graphics). আর ফাইলটা মানে ছবিটা বা ভিডিওটা ১০ মেগাবাইটের ভিতরে হতে হবে। এখন আমি পুরো কাজটা কিভাবে করবেন তা স্ক্রীনশট দিয়ে বুঝানোর চেষ্টা করছি।

প্রথমে ফটোফানিয়া সাইটে যান, তারপর ১৯৫ টা ডিজাইন থেকে যেকোন একটা ডিজাইন সিলেক্ট করুন।

এ ক্ষেত্রে আমরা New ডিজাইনটা সিলেক্ট করেছি।

ডিজাইনটির ডানে Choose File  বা ছবি নির্বাচন আছে, ছবি বা ষ্টিল পিকচার হলে Browse চাপুন আর তা না হলে যদি ভিডিও কে ডিজাইন করতে চান তাহলে ভিডিও এর চিহ্নটা ডানেই আছে ক্লিক্করুন। আমরা ছবি নিয়েই আগালাম। তবে হা ভুলে যাবেননা ১০ মেগা লিমিটের কথা।

আপলোড হতে থাকবে, এবং আপনার নেট স্পীড ও ফাইল সাইজ অনুযায়ি সময় ক্ষেপন হবে।

আপলোড শেষে স্কয়ার সাইজে ক্রপ করারর অপশান দিবে। তবে মনে রাখবেন রেশিও ১:১

ক্রপ শেষে আপনাকে ক্রপকৃত অংশ দেখাবে, ভালো লাগলে GO চেপে এগিয়ে যান আর অন্য অংশ ক্রপ করতে চাইলে EDIT করে নিন

আপনার আউটপুট চলে এসেছে। দেখুন কি চমৎকার একটা ডিজাইন হয়ে গেল খুব সহজে

আপনি ইচ্ছে করলে আপনার পিসিতে সে ফাইলটা সেইভ করে রাখতে পারেন বা পোষ্টকার্ড হিসেবেও কাউকে পাঠাতে পারেন। আবার ইচ্ছে হলে এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার কতে পারেন। সাইট গুলো হলঃ ফেইসবুক, মাই-স্পেস, হায়৫, টুইটার, অরকুট, ফ্রেন্ডষ্টার সহ যেকোন ব্লগ বা ওয়েব সাইট বা যেকোন ফোরামে। আবার পেতে পারেন ডিরেক্ট লিঙ্ক ও

http://www.rajonspi.blogspot.com

Level 0

আমি রাজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

name:rajon ahmed studen:diploma engineering(SPI) city:sylhat


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কি দিলেন ভাই?এটা তো অনেক পুরানো জিনিশ।৩বছর আগে থেকেই ব্যবহার করছি।ফেসবুক এ ছবিও আছে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    মনে হয় তিনি এটা নতুন দেখেছেন। তাই ওনার কাছে নতুন মনে হচ্ছে

    Level 0

    টিউনার ভাই নতুন, আমাদের উচিৎ তার ভুল ধরিয়ে দিয়ে তাকে সাহায্য করা । এ জন্যই বলছি …………..

    ১/ বহুত পুরান টিউন
    ২/ খুবই দরকারী কিছু আপশন বাদ! (যেমন : ওটাতে স্লো নেট স্পীডের জন্য আলাদা একটি অপশন আছে )
    ৩/ ডিসপ্লে এর ১৯৫টি ছাড়াও বিভিন্ন ক্যাটাগড়ীতে আরো কিছু ছবি আছে ।

    আর এই সাইটগুলো ও দেখতে পারেন আশা করি উপকার হবে । ফটোফুনিয়া সাইটের সুবিধা ছাড়াও এখানে পাবেন ছবি এডিটিং , মিক্সিং. ফ্রেম…মোজাইক, ফ্রেন্ডদের গ্যলারী ইত্যাদী তৈরী , আলাদা আলাদা বৈশিষ্ট সম্বলিত সাইট ।

    * http://www.befunky.com
    * http://www.dumpr.net
    * http://www.fotocrib.com
    * http://www.fototrix.com
    * http://funny.pho.to
    * http://funphotobox.com
    * http://jpgfun.com
    * http://www.hairmixer.com
    * http://www.loonapix.com
    * http://www.magmypic.com
    * http://www.picartia.com
    * http://www.photo505.com
    * http://www.photovisi.com
    * http://www.pizap.com/application.php
    * http://www.writeonit.org

    সবগুলো সাইটের a2z জানার চেষ্টা করেছি এবং প্রায় সবগুলো সাইট আমার প্রিয়। আশা করছি আপনাদের ও ভালো লাগবে

জানা ভাল নতুন রাতু জানে না ।

এ সব সাইড জানি ভাই আমার একটা post আসে http://www.rajonspi.blogspot.com এ ।আর আমি প্রায় ৭ বছর থেকে টেকটিউন use করি কিনতু আমি বাংলা লেখতে পারি না এর জন post করি না। ভাই ভোল হলে মাপ করবেন

আর photofuni আমি অনেক আগে থেকে use করি। আপনা রা ছাইলে আমি আর post করবনা
আমি এর জন্য post করি না

    টিউন করবেন না তা একদম ঠিক না। আপনার যদি মনে হয় যে বিষয় নিয়ে টিউন করবেন সেটা পুরাতন হয়ে গিয়েছে তাহলে একটা টিউন করে সবার কাছে আগে জেনে নিন এ বিষয়ে টিউন করলে ভাল হবে কিনা। যেমন টিউনের হেদ লাইন টা এরকম হতে পারে : PHOTOFUNIA নিয়ে একটা টিউন করতে চাছিলাম।

ধন্যবাদ রাজন ভাই । দরকারি টিউন । আপনি নিশ্চই আরো টিউন করবেন । আমি নিজেও এটা ব্যবহার করি । অনেকে হয়ত এই ব্যপারটা জানেন কিন্তু অনেকেই হয়ত ব্যপারটা জানে না । তাই তাদের জন্য এটা প্রয়োজনীয় ।
ধন্যবাদ ।

Level 0

পুরাতন জিনিস মাঝে মাঝে ঝালাই করা ভাল। রাজন ভাই , রেগে গেলেন তো হেরে গেলেন (পুরান ডায়ালগ)

ধন্যবাদ অরুপ and কিরন ভাই

যারা জানেনা তারা আবার দেখে নিবেন সাইট গুলু-ধন্যবাদ।

হুম ভালো ই