চমৎকার একটি Portrait ছবি তুলতে আপনার ক্যামেরার সেটিং কেমন হবে! ISO, Shutter Speed Aperture

টিউন বিভাগ ফটোগ্রাফি
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব একদম ভিন্ন একটি টপিক নিয়ে, আজকে কথা হবে ফটোগ্রাফি সম্পর্কে।

ভাল ছবি তুলা একটি আর্টের মধ্যে পড়ে৷ সবাই কিন্তু ভাল ছবি চাইলেই তুলতে পারে না, কেউ কেউ জন্মগত ভাবে এই গুনটি অর্জন করে আবার কেউ কেউ দীর্ঘ সময় চর্চার মাধ্যমে এটি রপ্ত করে। বিভিন্ন ধরনের ছবি রয়েছে তবে আজকে আমি Portrait ছবি নিয়ে আলোচনা করব। কিভাবে অন্য সবার চেয়ে দারুণ একটি Portrait শট নিতে পারেন এই বিষয়টি নিয়েই কথা বলব।

সেরা ছবিটি তুলতে প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কিছু ইকুইপমেন্ট আছে কিনা যেমন DSRL এর পাশাপাশি, একটি 85mm লেন্স লাগবে যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে আরও ভাল ভাবে ফোকাস করতে পারবেন সাথে একটি ট্রাইপড থাকলে ভাল হয়।

আপনার ক্যামেরাটিকে অবশ্যই ম্যানুয়াল মুডে সেট করে নেবেন যাতে করে প্রয়োজনমত কনফিগারেশন করতে পারেন। ক্যামেরাটি ম্যানুয়াল মুডে নেয়ার পর চলুন সেরা Portrait ছবি তুলতে বাকি কোন সেটিংস গুলো ব্যবহার করব।

ISO

ফটোগ্রাফির ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ISO খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণভাবে বলতে গেলে আপনার ছবিটা কতটা ব্রাইট হবে এটা নির্ধারণ করা ISO এর কাজ। কিন্তু ISO বাড়িয়ে ছবি অতিরিক্ত ব্রাইট করার চেষ্টা করা যাবে না। সেরা ছবির জন্য আপনার ISO কম রাখার চেষ্টা করুন। মনে রাখবেন ISO যত কম রাখবেন আপনার ছবির কোয়ালিটি তত ভাল হবে, ISO যত বাড়বে আপনার ছবিতে তত Noise আসা শুরু করবে। আর এজন্যই সব সময় বেশি লাইট রয়েছে এমন জায়গায় ছবি তুলতে হয়। সুতরাং ভাল আলোর ব্যবস্থা আছে এমন জায়গা বাছাই করুন ISO কম রাখুন। পর্যাপ্ত আলো রয়েছে এমন জায়গায় সেরা Portrait ছবি তুলতে আপনার ISO হবে, 100-400।

তবে আলো স্বল্পতা থাকলে প্রয়োজন মত কিছুটা ISO বাড়িয়ে নিতে পারেন এবং Noise আসলে সেটা এডিট করে নিতে পারেন। তবে চেষ্টা করুন পর্যাপ্ত আলোতে কম ISO দিয়ে ছবি তুলতে।

Aperture

আমরা সবাই জানি Aperture এর মাধ্যমে নির্ধারিত হয় ছবিটি কতটা Blur হবে। Portrait ইমেজের ক্ষেত্রে Aperture কতটা হবে এটা নির্ভর করবে আপনি কি ধরনের ইফেক্ট চাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনার মডেলকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড সেরা ব্লার করতে Aperture f/1.8 থেকে f/4 এর মধ্যে রাখা ভাল।

Aperture এর মাধ্যমে নির্ধারিত হয় আপনার লেন্সে কতটা জায়গা জুড়ে আলো প্রবেশ করবে। আপনার লেন্সে যখন বেশি জায়গা জুড়ে আলো প্রবেশ করবে তখন ব্যাকগ্রাউন্ড বেশি ব্লার হবে এবং ছোট অংশ ফোকাস হবে। যখন কম জায়গা দিয়ে আলো প্রবেশ করবে তখন ছবিতে বেশি সাবজেক্ট ফোকাস করা যাবে।

আপনার Aperture যখন বেশি কমিয়ে দেবেন তখন ফোকাস করা জায়গার পরিমাণ কমে যাবে, এমনও হতে পারে আপনার সাবজেক্ট বা মডেলের কিছু অংশও ব্লার হয়ে যেতে পারে। আপনি যদি সঠিক ভাবে পুরো ব্যক্তিকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেক্ষেত্রে আপনার Aperture, f/4 এর মধ্যে থাকাই ভাল।

আপনি যখন গ্রুপ ছবি তুলবেন তখন আপনার Aperture কিছুটা বাড়িয়ে রাখুন কারণ কমিয়ে দিলে দেখবেন ছবিতে থাকা অন্য ব্যক্তিরা ব্লার হয়ে যেতে পারে। এজন্য সকল ব্যক্তিকে ফোকাসে আনতে প্রয়োজন মত Aperture বাড়িয়ে নিন। চিন্তার কারণ নেই আপনার ব্যাকগ্রাউন্ড তখনও কিন্তু ব্লারই থাকবে।

Shutter Speed

শুধু মাত্র Portrait ছবি নয় যেকোনো ছবির ক্ষেত্রে Shutter Speed খুব বেশি গুরুত্বপূর্ণ। Shutter Speed সব সময় আপনার সাবজেক্ট কি হবে সেটার উপর নির্ভর করবে। ধরুন আপনি যখন চলমান কোন সাবজেক্টের ছবি তুলবেন সেক্ষেত্রে আপনার এটি বাড়িয়ে দিতে হবে। ধরুন কেউ পুকুরে লাফ দিচ্ছে, তো সেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে আপনাকে দ্রুত সময়ের মধ্যে ছবিটি তুলতে হবে আর তাই Shutter Speed বাড়িয়ে দিতে হবে। শিশুদের ছবি তুলার ক্ষেত্রে Shutter Speed 1/125 অথবা আরও বেশি হওয়া ভাল।

তবে আপনি যদি স্থির কোন বস্তু বা ব্যক্তির ছবি তুলতে চান সেক্ষেত্রে Shutter Speed কমিয়ে নিতে পারেন। Shutter Speed কমিয়ে নিলে লেন্সের ভেতরে অনেক সময় নিয়ে আলো প্রবেশ করবে এবং চমৎকার ছবি উঠানো যাবে। একটা বিষয় মাথায় রাখবেন Shutter Speed কমিয়ে ছবি তুলার ক্ষেত্রে অবশ্যই ট্রাইপড ব্যবহার করতে হবে, তা না হলে ছবি ব্লার হয়ে যেতে পারে।

মানুষ সব সময় চলমান যেমন, আমাদের চোখের পাতা। তো চলমান বস্তু গুলোর ক্ষেত্রে আপনি Shutter Speed বাড়িয়ে রাখুন। তবে আপনি যদি মোশন ব্লার ইমেজ চান সেক্ষেত্রে অবশ্যই আপনার Shutter Speed কমিয়ে নিন সেক্ষেত্রে ট্রাইপড ব্যবহার নিশ্চিত করুন যাতে পুরো ছবি কেপে গিয়ে ব্লার না হয়ে যায়।

White Balance

আপনি ছবিতে কোন ধরনের লাইটিং সিচুয়েশন চাচ্ছেন এটি নির্ধারণ করবে White Balance। ক্যামেরাতে আগে থেকেই কিছু Presets দেয়া থাকে। আপনার অবস্থার সাথে মিলিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন।

আপনি যদি বাইরে শুট করেন সেক্ষেত্রে Daylight অথবা Cloudy সেটিংস ভাল কাজ করতে পারে। তবে ইনডোর শুটের ক্ষেত্রে দেখুন আলো কতটা আছে বা আপনার কতটা লাগবে, চাইলে আপনি Presets গুলো ব্যবহার করতে পারেন যদি ম্যাচ করে, আর না করলে কাস্টম White Balance ও তৈরি করে নিতে পারেন।

Auto White Balance আপনার চাহিদা মত ছবি নাও ক্যাপচার করতে পারে সেক্ষেত্রে আপনি নিজের মত কাস্টমাইজ করে নিন।

Focus

Portrait ছবি তুলার ক্ষেত্রে হয়তো আপনি অটো ফোকাস ব্যবহার করেন, সেরা Portrait ছবি তুলতে আপনি নিশ্চিত হোন আপনার Single Point Focus আছে কিনা। হতে পারে আপনার ক্যামেরা শুধু মাত্র ফেসকে ফোকাস করবে, এটি বুঝতে পারবে না আপনার কোন অংশটি ফোকাস করা দরকার আর তাই Single Point Focus থাকা জরুরি।

আপনার ক্যামেরায় মাল্টিপল পয়েন্ট সেট করা থাকলে এটি হয়তো বুঝতে পারবে না আপনি কোন জায়গাটি ফোকাস করতে চাচ্ছেন।

একই সাথে আপনার ক্যামেরা One Shot এ রাখবেন যাতে করে ঠিক মত ফোকাস হয়, মাল্টিপল শটে ছবি তুললে একাধিক জায়গায় ফোকাস হতে পারে। যাই হোক যেহেতু Portrait ছবির ক্ষেত্রে সাবজেক্ট বেশি নড়াচড়া করবে না, এক জায়গায় স্থির থাকলে সুতরাং আপনি ফোকাসের বিষয়টা নিতে থেকেই নির্ধারণ করতে পারবেন।

Single-Shooting

ছবি তুলার সময় হয়তো আপনি Continuous Shooting এ ছবি তুলতে চাইবেন যাতে করে অনেক ছবি থেকে সেরা ছবিটি বাছাই করতে পারেন৷ তাছাড়া ছবি তুলার সময় অনেক অপ্রস্তুত মোমেন্টও চলে আসে যেমন চোখের পাতা বন্ধ করা ইত্যাদি।

তো এই বিষয় গুলো ঠিক রাখার জন্য Portrait ইমেজের ক্ষেত্রে Single Shooting এ ছবি তুলুন, কারণ এর মাধ্যমে সাবজেক্ট যখন রেডি হবে তখনই ক্যামেরা ছবি তুলবে। এর মাধ্যমে আপনাকে অতিরিক্ত ছবি তুলতে হবে না বা পরে বাদ দেয়ার ঝামেলাও পোহাতে হবে না।

সুতরাং যখন Portrait ছবির কথা আসবে তখন স্থির হয়ে সাবজেক্ট রেডি হলে তখনই ছবি ক্যাপচার করুন।

শেষ কথাঃ

তো আশা করছি উপরের সেটিং গুলো ব্যবহার করে আপনি একটি চমৎকার Portrait ছবি তুলতে পারবেন। তবে আপনাকে অবশ্যই পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে এমন জায়গা বাছাই করতে হবে।

কেমন হল এই ভিন্ন টিউন অবশ্যই জানান, আর আমি প্রফেশনাল কোন ফটোগ্রাফার নই, জানি টেকটিউনসে অনেক ভাল ভাল ফটোগ্রাফার রয়েছেন, অবশ্যই আপনার জানা সেরা সেটিং টি টিউমেন্ট করুন।

আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউনে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস