আশা করি আপনারা সবাই ভালো আছেন।
এখন চলুন শুরু করা যাক আজকের টপিকঃ Photography Apps for Smartphone
বর্তমানে তরুনদের মাঝে মোবাইল ফটোগ্রাফি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মোবাইল ফোন সমূহের ভার্সেটাইল আকার ও ক্যামেরা চিপসের ক্রমাগত আধুনিকিকরণ এর প্রধাণ কারন। এরই সাথে তাল মিলিয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্যে প্রতিনিয়ত তৈরি হচ্ছে শত শত ফটোগ্রাফি রিলেটেড অ্যাপস। আজ আমরা এখানে সেগুলোর মধ্যে সেরা ১০ টি Mobile Photography Apps নিয়ে আলোচনা করব। যেহেতু মোবাইল ফটোগ্রাফি অ্যাপস গুলো প্রধানত দুই ধরনের হয়ে থাকে, (ক্যামেরা অ্যাপস ও প্রসেসিং অ্যাপস) আমরা এখানে সেরা দশের তালিকাকে দুটি ভাগে ভাগ করেছি। এর মাঝে আজ শুধু শেরা ৫টি Camera App নিয়ে আলোচনা করব। Next টিউনে ৫টি প্রসেসিং অ্যাপ নিয়ে আলোচনা করব।
সেরা পাঁচ এনড্রয়েড ক্যামেরা অ্যাপসঃ যেমনটা আগেই বলেছিলাম শত শত মোবাইল ফটোগ্রাফি অ্যাপস তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এসবের সবগুলোই কিন্তু কার্যকরী নয়। আমরা এখানে সেরা পাঁচটি ক্যামেরা অ্যাপস জনপ্রিয়তা ও কার্যকারীতার ভিত্তিতে নির্বাচন করেছি। তবে সব অ্যাপস সব ফোনে একই ধরনের পারফরমেন্স দেয়না এটাও আমাদের মাথায় রাখতে হবে।
১. DSLR Camera Pro
অন্যান্য ক্যামেরা অ্যাপ এর তুলনায় DSLR Camera Pro অনেক বেশি হালকা। ফাস্ট এক্সিকিউশন সুবিধা সম্বলিত অ্যাপটি মাত্র 400KB সাইজের। এই অ্যাপটির সব থেকে বড় এডভান্টেজ হল “ফোকাস লক” সুবিধা। বারবার অটো ফোকাস এডজাস্ট অনেক সময় বিরক্তির কারন হয়ে দাঁড়ায়, বিশেষ করে সল্প আলোতে। Pre-AF মোড দিয়ে খুব সহজেই এই অ্যাপএ ফোকাস লক করা যায়। এছাড়াও সাইলেন্ট ক্লিক, বার্স্ট ক্যাপচার, মিটারিং মোড ইত্যাদি সহ আরো নানান প্রয়োজনীয় ফিচার রয়েছে এতে।
তবে এই অ্যাপটির একমাত্র ডিসএডভানটেজ হল এতে কোন ভিডিও রেকর্ডিং সুবিধা নাই।
এই ক্যামেরা অ্যাপটি বর্তমানে সবথেকে বেশি ব্যাবহৃত থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ। এতে রয়েছে RAW ক্যাপচার থেকে শুরু করে Shutter Priority মোডের মত সব প্রোফেশনাল ফিচার। Camera API-2 ফার্মওয়্যার বিশিষ্ট্য অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই এপ দিয়ে ফোকাস, সাটার স্পিড সহ অন্যান্য প্যারামিটার ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়।
গুগলের এই ক্যামেরা অ্যাপটি ফাস্টনেসের জন্য বেশ জনপ্রিয়। এতে Photo Sphere, Panorama এর পাশাপাশি নতুন একটি গুরুত্বপূর্ন ফিচার রয়েছে, সেটি হল Lens Blur. এই ফিচারের মাধ্যমে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে একট্রা ব্লার (Bokeh) পাওয়া যাবে যেটা পোট্রেট ছবি গুলোকে দেবে অনেকটা প্রফেশনাল লুক। এই অ্যাপ দিয়ে নেক্সাস ডিভাইস গুলোতে 240fps পর্যন্ত স্লোমো ভিডিও ধারন করা যায়।
যারা শখের বসে মোবাইলে ছবি তোলেন তাদের জন্যে আরেকটি অসাধারণ ক্যামেরা অ্যাপ হল A Better Camera. 360 degrees to 100 MPix Panorama, Multishot: Group portrait, Sequence shot, Removing unwanted objects with one click, Video and photo time lapse, Pre-shot: pictures are taken before pressing, Burst and Expo-bracketing, RAW capture, Focus and expo metering by separate points, Manual controls ইত্যাদি সহ আরো অনেক প্রয়োজনিয় ফিচার রয়েছে অ্যাপটিতে।
সম্পূর্ন ফ্রি এই ক্যামেরা অ্যাপটিতে রয়েছে অটো স্ট্যাবিলাইজেশন সুবিধা, যা আপনাকে সাহায্য করবে ডিসটরশন ফ্রি ছবি তুলতে। ভয়েস রেকগনিশন সুবিধা থাকায় দূর হতে শব্দ করে ছবি তোলা যায় অ্যাপটি দিয়ে। এর ফাইল কমপ্রেশন সিস্টেম সত্যিই অসাধারণ। এছাড়াও ক্যামেরা অ্যাপটিতে রয়েছে ফুল ম্যানুয়াল কন্ট্রোল সুবিধা। Manual focus distance; manual ISO; manual exposure time (Experimental support for Android 5 Camera2 API)
আমার টিউনটি আপনাদের ভালো লাগলে আমার Website থেকে ঘুরে আসতে পারেন।
আমার টিউনে আপনাদের উপকার হবে কিনা জানিনা। কিন্তু ক্ষতি যে হবে না তা তে আমি ১০০% সিউর।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
‘টেকটিউনস টিউন গাইডলাইন’ সেকশন ৬ অনুযায়ী
৬.১ সফটওয়্যার, অ্যাপ, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট, মিউজিক, মুভি এর পাইরেটেড, ক্র্যাক, প্যাচ, কী-জেন, ফুল ভার্সন, লাইসেন্স, কপি রাইট ভঙ্গ করে এমন জাতীয় কোন টিউন টেকটিউনসে প্রকাশ করা যাবে না।
৬.২ টিউনের যে কোন লিংক হতে হবে নন-রিডাইরেক্ট। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে, উদ্দেশ্যমূলক ভাবে ডাউলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে না দিয়ে ডাউনলোড করতে নিজেস্ব সাইট, ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়া, অনলাইন নিউজ মিডিয়া, ভিডিওতে গিয়ে ভিডিও এর ডেসক্রিপশনে ডাউনলোডের লিংক দেওয়া যাবে না। যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে।
৬.৩ যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট অন্য সাইটে, নিজের সাইটে, যে কোন ধরনের ফাইল হোস্টিং ও ফাইল শেয়ারিং সার্ভিসে হোস্ট করে বা অন্য কোথাও আপলোড করে ডাউনলোড করার জন্য লিংক দেওয়া যাবে না। যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট ডাউনলোডের জন্য অবশ্যই এবং অবশ্যই নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক দিতে হবে। ফ্রিওয়্যার ডাউনলোডের জন্য অব্যশ্যই নির্মাতার ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজের ডাউলোড লিংক দিতে হবে।
৬.৪ যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। অর্থাৎ টিউজিটর ও টিউডার ডাউলোড লিংক এ ক্লিক করলে সেটি যেন মূল প্রোডাক্ট পাতা / মার্কেট প্লসে থেকে ডাউনলোড করতে পারে। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে নিজেস্ব বা এমন ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়ার ভিডিওতে গিয়ে ডাউনলোড করতে হয়, এমন ডাউনলোড এর লিংক দেওয়া যাবে না।
৬.৫ গান, মিউজিক, মুভি ডাউনলোডের জন্য কোন প্রকার টিউন টেকটিউনসে করা যাবে না। শুধু মাত্র সাইন্সফিকশন মুভি, প্রযুক্তির কোন বিষয় আলোতপাত করা মুভি নিয়ে পূর্ণ রিভিউ প্রকাশ করা যাবে অথবা যে কোন মুভির ট্যাকনিক্যাল দিক, মুভিতে বিশেষ কোন প্রযুক্তির ব্যবহার ইত্যাদি নিয়ে পূর্ণাঙ্গ টিউন করা যাবে।
টেকটিউনস গাইডলাইন অনুযায়ী টিউন করুন
আপনি যদি কোন সফটওয়্যারের রিভিউ করতে চান তবে প্রথমত সফটওয়্যার, অ্যাপ, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট, মিউজিক, মুভি এর পাইরেটেড, ক্র্যাক, প্যাচ, কী-জেন, লাইসেন্স, কপি রাইট ভঙ্গ করে এমন জাতীয় কোন টিউন করা থেকে বিরত থাকুন।
দ্বিতীয়ত আপনি যে সফটওয়্যারের রিভিউ করতে চান সে সফটওয়্যারের পূর্ণ রিভিউ করুন। সফটওয়্যার ও অ্যাপ এর পূর্ণ রিভিউ ফরমেট, এই স্যাম্পল টিউন গুলো থেকে ধারনা নিন।
যদি সফটওয়্যার ও অ্যাপ ফ্রিওয়্যার হয় তবে আপনি টেকটিউনস গাইডলাইন মেনে ডাউনলোড লিংক দিন।
আর যদি সফটওয্যারটি ট্রায়ালওয়্যার, শেয়ারওয়্যার, ফ্রিমিয়াম বা পেইড সফটওয়্যার হয় তবে সফটওয়্যারটি কত দিনের ট্রায়াল, ট্রায়াল ও ফুল ভার্সনের কি কি পার্থক্য রয়েছে, আরও অন্য কোন কোন ভার্সন রযেছে কিনা, থাকলে কোন ভার্সনে কী সুবিধা তা বিস্তারিত টিউনে উল্লেখ করুন। ফুল ভার্সন এর মূল্য কত, কিভাবে ফুল ভার্সন কেনা বা Purchase করা যাবে, বাংলাদেশি টাকায় কত দাম পড়বে, ফুল ভার্সনের প্রাইজিং পেইজ ইত্যাদি বিস্তারিত টিউনে উল্লেখ করুন।
এরপর ডাউনলোডের জন্য অন্য আনঅফিসিয়াল/থার্ডপার্টি সাইটে, নিজের সাইটে, যে কোন ধরনের ফাইল হোস্টিং ও ফাইল শেয়ারিং সার্ভিসে হোস্ট করে বা অন্য কোথাও আপলোড করে ডাউনলোড করার জন্য লিংক না দিয়ে অবশ্যই এবং অবশ্যই নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক দিন। অর্থাৎ মূল নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের অফিসিয়াল ডাউনলোড পাতার লিংক দিন যেখানে গিয়ে টিউডার/টিউজিটর ডাউনলোড করতে পারে।
টেকটিউনস ‘ট্রাসটেড টিউনার’ দের টিউন ফলো করে টিউন করুন:
আদর্শ টিউন হিসেবে টেকটিউনস ট্রাসটেড টিউনারদের ডাউনলোড টিউন গুলো ফলো করে টিউন করুন। টিউন করতে সবসময় টেকটিউনস ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, টিউডার/টিউজিটর ড্রাইভাট ও রিডাইরেক্ট মু্ক্ত অরিজিনাল ও ইউনিক টিউন করুন।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি যদি চান যে টিউডার/টিউজিটর আপনার ওয়েব সাইট ভিজিট করুক
আপনি যদি চান যে টিউডার/টিউজিটর আপনার ওয়েব সাইট ভিজিট করুক তাহলে প্রথমত ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ মেনে সম্পূর্ণ টিউন করুন।
এরপর নিজের সাইটের লিংক দেবার জন্য সম্পূর্ণ টিউনের শেষে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন এই টিউনটি মত করে যেখানে টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে লিংক দেয়া হয়েছে।
এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।