» স্নিগ্ধতার প্রতিচ্ছবিজলের আয়নায় দেখি মুগ্ধতা মোবাইলগ্রাফী

স্নিগ্ধতার প্রতিচ্ছবি.জলের আয়নায় দেখি মুগ্ধতা। এর আগেও এসব বৃষ্টি ভেজা পাতার ছবি দিয়েছি। কিন্তু পাতা তো সারা বছরই ভিজে। করবাম টা কি.ভাল্লাগে যে. ছবি উঠায়ে ফেলি। অবশ্য মোবাইল কেমরায়. (এ সেভেন)।  কেনো জানি সবুজ সবুজ পাতায় বৃষ্টির ফোটা দেখলেই ভাল লাগে। ছুঁয়ে দিলেই ঝরে যায় যেনো আমার সুখগুলো ভেজা মাটিতে লুটিয়ে পড়ে।

১। মনটা তো আমার সবুজই ছিলো-সবুজের ভিতর লাল রক্ত
তোমার দেয়া কষ্টে রক্ত হলো জল. ভাল নেই এ বেলা এ অক্ত
ক্ষত চিহ্ণে ব্যথার  জ্বলন-চুয়ে চুয়ে হয় কষ্টের স্খলন
তুমি মুখ ফিরিয়ে থাকো সদা-হয় না কিছু মন খুলে বলন।

https://i.imgur.com/dTIrCEs.jpg

২।  তোমার দেয়া কষ্টে দেখো আমি লাল হয়ে গেলাম-দেখো -দেখো-না
দোহাই লাগে বুক ক্যানভাসে আর ব্যথার ছবি এঁকো না
সময়গুলো ফুরিয়ে গেলে-তুমি হারাবে মধ্য বয়স, শক্তি
বিষন্নতায় তবে তোমার বেড়ে যাবে খুব ভক্তি
তবে কি তাই চাও?

https://i.imgur.com/TI2DcWY.jpg

৩।  চোখ চুয়ে যে জল গড়ায়, মুছে নেই না তা সহসা-তুমি দেখে যাও
আঙ্গুলের ডগায় তুলে নাও অশ্রু-নাও কষ্টগুলো গামে মেখে নাও
কিছু কষ্ট কিছু ব্যথা না হয় ঝরুক তোমার কপোল বেয়ে
এবেলা তুমি অশ্রুর বন্যায় নিজেকে নিয়ো নেয়ে।

https://i.imgur.com/0rqrN02.jpg

৪। গোলাপের পাতায় বসে আছি নিরবে-মুক্তোর  দানা আমি
তুমি এ পথেই হেঁটে যাও, তাই এখানেই এসে থামি
এসো-ছুয়েঁ দাও, মুগ্ধতা দিবো-দিবো এক ফুঁটা প্রেম
শুনো-না প্রেম বড় দামী, নয় দামী হিরে মতি কিংবা হেম।

https://i.imgur.com/Tfih1Ow.jpg

৫। লাল শাড়ীতে বৃষ্টির ফোঁটা-পাড়ে সবুজ আলো
এই দেখো-না মুগ্ধতার ক্ষণ-বইছে হাওয়া নিরিবিলি
বসো পাশে-গল্প করি-লাগবে তোমার ভালো।
ধুর বাবা-ক্যালকুলেটর দাও থুয়ে-ক্লান্তি দিবো সব তোমার ধুয়ে।
https://i.imgur.com/JiSSVPG.jpg

৬। পাতায় পাতায় লেগে আছে-হাজার মুক্তো দানা
এই চলো-না দুজন মিলে গাই-দু:খ সুখের গানা
মনের মাঝে বসল এসে-সুখের প্রজাপতি
কি-যে করি আবোল তাবোল-ঠিক নেই আর মনের গতি।

https://i.imgur.com/NYSrKv8.jpg

৭। উষ্ণ হাওয়ায় যাচ্ছো গলে-কষ্ট দেহ মনে?
কাঁপবে নাকি এবেলাতে প্রেমের শিহরণে?
আকাশ ভেঙ্গে নাম বৃষ্টি ঝমঝমাঝম
টিনের চালে হচ্ছে আওয়াজ গমগমাগম
চলো ভিজি-কি ভিজবে?

https://i.imgur.com/nMBnXgH.jpg

৮। সবুজ বরণ দেহ আমার-মনটা গোলাপ কুড়িঁ
ডাকছি তোমায় মন বাড়িয়ে- কুঁড়াবে সুখ নুড়ি?
যদি তুমি ভালোবাসো-দিবো গোলাপ মালা
দুজন মিলে থাকবো না হয়-ছনের ছাউনি চালা।

https://i.imgur.com/87dnrit.jpg

৯।  সুখের নুড়ি বসে আছে গাছের পাতায় পাতায়
লিখবো কাব্য তোমায় নিয়ে-মন ডায়রিটার পাতায়
শিরোনামে থাকবে তুমি-তুমি কাব্যের দেহ
বৃষ্টির ফোঁটা মতই ছুবো -দেখবে নাতো কেহ।

https://i.imgur.com/JysFckF.jpg

১০। পাতায় পাতায় লেগে আছে-স্নিগ্ধ সুন্দর বৃষ্টির ফোঁটা
জীবন বড় সুন্দর মোদের-নয় তো কুশ্রী কি ঝোঁটা
এসো দুজন সুন্দর কুঁড়াই-বুকের বামে রাখি
সুন্দর এই দিনগুলো যে দিবে মোদের ফাকিঁ।

https://i.imgur.com/IYhyV2w.jpg

১১।  চোখের ঔষধ দিবো তোমায়-যদি থাকো রাজি
লাগবে ভালো-বাড়বে জ্যুতি, রাখতে পারি বাজি
তাকাও তাকাও দৃষ্টি জুড়ে-সবুজ সবুজ পাতায়
ঝরবে দেখো সুখের বৃষ্টি-বুদ্ধু তোমার মাথায়।

https://i.imgur.com/c0oYBG4.jpg

১২। তুমি আমার ময়না তোতা-যদি বলি টিয়া
উচ্ছ্বাস উঠবে তোমার মনে-নাচবে সুখে হিয়া?
তুমি হবে সবুজ পাতা -আমি হবো বৃষ্টি
বৃষ্টি পাতায় মাখামাখি-ক্ষণ যে হবে মিষ্টি

https://i.imgur.com/xDOHY1p.jpg

১৩। সবুজে রাখো চোখ- বসো সবুজ ঘাসে
চলো দুজন স্বপ্ন দেখি-মত্ত হই প্রেম চাষে
নগ্ন পায়ে হেটে হেটে-হাঁটবে পথে সাথে
রাখবে ধরে আলগোছে গো-শক্ত লোহার হাতে?

https://i.imgur.com/YI4s2Ye.jpg

১৪। বৃষ্টি হয়ো তুমি কভু-আমি হবো সবুজ
ঝরে পড়ো যখন তখন-হয়ো যেয়ো অবুঝ
তুমি আমি মিলেমিশে-প্রেমের বাড়ি গড়ে
সাজাবো প্রেম ভালবাসা-আর সুখ থরে থরে।

https://i.imgur.com/JfMsJm8.jpg

১৫। এমন একটি ভেজা দিনে তুমি কি আমার চলার সাথী হবে? যাবে হেটে হেটে সারি সারি বৃক্ষের পথ মাড়িয়ে?
লাল নীল শত রঙ বুনোফুলে মেলা দেখে, মুগ্ধ আবেশে-চলতি পথে হঠাৎ যাবে কি দাড়িয়েঁ?
কিছু ফুল কিছু ভুল হাতের মুঠোয় পুরে-দিবে কি পরিয়ে আমায়
এই শুনো না- তোমার মনের যত রং আছে ছড়িয়ে দিবে কি আমার নীল জামায়?
https://i.imgur.com/ex0qxx9.jpg
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু.

Level 2

আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস