এবার পারলাম না…তাতে কি? থাকব তোমাদের সাথে চিরদিন(ছবি টিউন)

ক্রিকেট নিয়ে আমাদের মাতামাতির শেষ নেই। আর হবেই না বা কেন? এই একটি খেলায় আজ আমরা বিশ্বকাপে খেলছি। আন্তর্জাতিক অঙ্গনে খবরের শিরোনাম হতে পারছি। বন্যা-ঘূর্ণিঝড়ের দেশ হবার পাশাপাশি ভাল কিছুর মাধ্যমে নিজেদের দেশকে চেনাতে পারছি। তাই বলি কি, বিশ্বকাপ থেকে বাদ পড়েছি তো কি হয়েছে, সময় আছে, একদিনে ভাল করা যায়না-বিশ্বকাপও জেতা হয়না। আমাদের ছেলেদের পাশে আমাদের থাকতে হবে, ওদের খুশিতে যেমন আমরা আনন্দ করব, ওদের মলিন বদনেও আমরা ওদের সাহস যোগাব। আমাদের ছেলেরা ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার সাথে খারাপ খেললেও বাকি অন্যদের ঘাম ঝরিয়েছি সেটাও খেয়াল রাখা দরকার। আসুন, আমরা আমাদের ছেলেদের সাথে সুখে-দুঃখে থাকব বলে অঙ্গীকার করি।

বিশ্বকাপ ক্রিকেটে আমাদের দলের কিছু ছবি দেয়া হল। ইএসপিএন থেকে নেয়া। কোন ছবি বড় করে দেখতে হলে, ছবিতে ক্লিক করুন।

 

 

 

 

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবশ্যই থাকব ।

Level 0

বাংলাদেশ ২ টি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ প্রত্যাশা অনুযাই খেলেছে। এখোনো শেখার আছে অনেক কিছু।
সাথেই আছি। 😀

ছিলাম, আছি, থাকব।

Level 0

সব খেলাতেই হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। আমাদের ভাইয়েরা যা অর্জন করেছেন তা আমাদের বাঙ্গালীর অবদান। বাংলাদেশের টিমকে আমাদের সবারই ধন্যবাদ দেয়া উচিত কারণ তারা চেষ্টা করেছে শুধু আমাদের জন্য। শুধু আমাদের জন্যই।

তারপরও সাথে আছি।

ভাই অনেক কষ্ঠ পেলাম, তবে আশা করি আগামী দিন গুলোতে ভাল খেলবে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সব সময় শুভ কামনা। এগিয়ে যাও বাংলাদেশ

যাই ঘটুক ৫৮ এবং ৭৮ এটা কোন ভাবে মেনে নেওয়ার না আর বাকী ম্যাচ গুলোর কথা যদি বলা হয় তাহলে কোনটাই জেতার মতো করে জেতা হয় নি। বলতে পারবেন দোয়া করে মানে আল্লা বিল্লা করে জেতানো ম্যাচ।

সাথে ছিলাম, আছি, থাকব । বাজে পারফর্মেন্স ছিল, আছে, থাকবে

একমত হতে পারলাম না । বাংলাদেশের বাজে খেলা গুলো অন্তত বিশ্বকাপে আশা করিনি ।

Level New

ব্যাপার না ।পরাজয়ের গ্লানিতে ডরেনা বীর ।''আমাদের ছেলেদের পাশে আমাদের থাকতে হবে, ওদের খুশিতে যেমন আমরা আনন্দ করব, ওদের মলিন বদনেও আমরা ওদের সাহস যোগাব।,,

amra korbo joy akdin !!!!!!!!!

Level 0

সবাই যা শুরু কারলো মনে হলো এরা জীবনে আর জতীয় টিমে খেলবেনা । ধন্যবাদ টিউনের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য !!

ছৈয়দ জাফর উ্লাহ
কাতার, দোহা ।

thank u

Level 0

বাংলাদেশ দল হল ডিজিটাল দল । হয় খুব ভাল নয়তো খুব খারাপ । [ হয় 1 নয় 0 ]
মাঝামাঝির মদ্ধে নেই । এইটা অবশ্য এক দিক দিয়ে খারাপ না । কষ্ট করে সময় নিয়ে খেলা দেখা লাগে না । অতি অল্প সময়েই ফিনিস ।

Level 0

আমার পাচমিশালি মন খারাপের পরেও রে তোর সঙ্গে আছি … দেশ নয় মা …