কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
কিছুদিন দিন ধরে কিছু নতুন টিউনার(!) দেখছি যারা ঘন্টায় ঘন্টায় কোটি টাকা ইনকামের টিউন প্রসব করেই যাচ্ছেন। টিউন ডিলেট করার পর আবার টিউন করছেন। তাদের উদ্দেশ্যে বলছি টেকটিউনসর মতো অব্যবসায়ি সাইটে আপনাদের এই সব টিউন করতে লজ্জা করে না? আপনি যদি কিভাবে অনলাইন থেকে সঠিকভাবে ইনকাম করা যায় তা নিয়ে টিউন করতেন তাহলে একটা কথা ছিল। কিন্তু আপনাদের ব্যক্তিগত স্বার্থই টিউনে দেখা যায়। :(এবার আমার টিউনের কথায় আসি।
শিরনামটা আসলে মজার জন্যই দেয়া। কারন বাস্তবে এটা সম্ভব নয়। তবে হতাশ হবেন না। ফটো দিয়ে করা যায় না এমন কিছুই নেই। এটাও তার ব্যতিক্রম নয়।
Abrosoft FantaMorph Deluxe নামের এই সফটওয়্যার দিয়ে খুব সহজেই এক ছবিকে অন্য ছবিতে রুপান্তর করা যাবে। অর্থাৎ দেখবেন বারাক ওবামার ফটো থেকে আস্তে আস্তে আপনার চেহারায় রুপান্তর হচ্ছে। অনেক ফানি ভিডিওতে এই কাজ দেখা যায়। আপনিও ঐ রকম বানাতে পারবেন!
নিচের ছবিতে দেখুন মেয়েটি বাঘিনীতে রুপান্তর হচ্ছে। 😛
ভিডিওতে দেখুন আরও ভাল করে।
এই ভিডিওতে দেখুন কিভাবে ফুল কে ফোটানো হয়েছে!
চিন্তা করছেন বানানো অনেক কঠিন? মোটেও না।
Image 1 লোড করুন।
তারপর Image 2 লোড করুন।
তারপর ছবি ক্রপ করে ফেস চিহ্নিত করে দিন।
ডটগুলো ঠিক মতো এড করে দিন।
এভাবে এডিট করে কাজ শেষ করে সেভ করুন।
আরও বিস্তারিত জানুন এখানে
এভাবেই বারাক ওবামা থেকে আপনার ছবিতে রুপান্তর করুন। অথবা মোনালিসার ছবি দিয়েও তৈরি করতে পারেন আপনার ছবি!
Abrosoft FantaMorph Deluxe v5.0.0
সাইজ মাত্র ১০ মেগাবাইট।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
Nice and different.