মডেল রিলিজ/প্রোপার্টি রিলিজ। স্টক ফটোগ্রাফি এক্সটেন্ডেড।

টিউন বিভাগ ফটোগ্রাফি
প্রকাশিত
জোসস করেছেন

স্টক ফটোগ্রাফি আসলেই অর্থ উপার্জনের একটি মজার রাস্তা তাইনা? কাজে ও মজা আছে আর টাকার মজা তো বলাই বাহুল্য! 😀 আজকে আমরা স্টক ফটোগ্রাফির দুটি গুরুত্তপুর্ন বিষয় নিয়ে কথা বলব; মডেল রিলিজ/প্রোপার্টি রিলিজ। স্টক ফটোগ্রাফি নিয়ে এখনও যারা বিস্তারিত যানেন না তারা আমার আগের টিউন টি পড়ে নিতে পারেন।

এখানেঃ স্টক ফটোগ্রাফির বিস্তারিত

আমরা হাজারো বস্তু এবং মানুষের ছবি তুলি। ছবি তোলার সময় আমরা সাধারনত মাথায় রাখি না যে যার ছবিটি তুললাম তার কোন আপত্তি আছে কিনা? রাস্তায় হাঁটি; যা ই ভাল লাগে ধুমধাম তার ছবি তুলে ফেলি। কোন অনুমতি ছাড়াই অনেকের ছবি তুলি। মাঝে মাঝে কোন বাড়ির কাঠামো দেখতে ভাল লাগলে তার ও একটা ছবি তুলতে মিস করি না। আর কথা চলছে যখন স্টক ফটোগ্রাফি নিয়ে তখন তো ছবি তোলার আরও ধুম পরে যায় কেননা ছবি তুললেই টাকা! হ্যা স্টক ফটোগ্রাফিতে যেমন অনেক ছবি তুলতে হবে তেমনি অনেক বিষয় মাথায় ও রাখতে হবে। বিশেষ করে মডেল রিলিজ এবং প্রোপার্টি রিলিজ।

মডেল/প্রোপার্টি রিলিজ কি?

মডেল রিলিজঃ

মডেল রিলিজ হল যার (সাধারনত কোন মানুষ; কোন কোন ক্ষেত্রে অন্যান্য প্রানির জন্যও প্রযোজ্য) ছবি তোলা হয়েছে তার অনুমতি। অনুমতি হিসেবে একটা দলিলে (মডেল রিলিজ ফর্ম) তার সাইন লাগবে।

প্রোপার্টি রিলিজঃ

প্রোপার্টি রিলিজ হল যার মালিকানাধীন কোন কাঠামোর (সাধারনত বাড়ি-ঘর) ছবি তোলা হয়েছে তার অনুমতি। অনুমতি হিসেবে একটা দলিলে (প্রোপার্টি রিলিজ ফর্ম) মালিকের সাইন লাগবে।

কখন মডেল রিলিজ দরকার?

প্রথম কথা হল, যখন আপনি কোন মার্কেটপ্লেস এ ছবিটি বেচতে যাবেন তখনি আপনার মডেল রিলিজ দরকার হবে। প্রশ্ন থাকতে পারে, সব ছবির জন্য মডেল রিলিজ লাগবে? না সব ছবির জন্য না! শুধুমাত্র সেই ছবিগুলির জন্য লাগবে যেই ছবিতে কোন মানুষের চেহারা আছে এবং তাকে চেনা যায়। যদি ছবিতে থাকার পরও তাকে চেনা না যায় তাহলে তার মডেল রিলিজের দরকার নাই। যদি কোন গ্রুপ ফটো হয় এবং সবাইকেই স্পষ্ট চেনা যায় তাহলে সবার ই মডেল রিলিজ লাগবে।

কিন্তু যদি এমন হয় ছবিতে ১০জন আছে, ৭জন কে চেনা যায় এবং বাকি ৩জন পেছনের দিকে কোন এক কোণে ব্লার হয়ে আছে; চেহারা চেনা যায় না তাহলে ওই ৩জন এর মডেল রিলিজের দরকার নেই, বাকি ৭জনের হলেই হবে। সাধারনত পোর্ট্রেইট ছবি গুলার জন্য আপনার মডেল রিলিজের দরকার হয়। মাঝে মাঝে মানুষ ছাড়াও অন্যান্য প্রানীর জন্যও মডেল রিলিযের দরকার হতে পারে। এক্ষেত্রে মডেল রিলিজ দিবে সেই প্রানিটির মালিক। সাধারনত পোষ্য (Pet) প্রানিদের জন্য এই মডেল রিলিজ।

Need Model Release

কখন প্রোপার্টি রিলিজ দরকার?

ছবিতে যদি কোন প্রাইভেট প্রোপার্টি থাকে যা ছবি দেখে চেনা যায় সেগুলির জন্য প্রোপার্টি রিলিজের দরকার হয়। যেমনঃ কারো বাড়ি, প্রাইভেট মনুমেন্ট মোট কথা মালিকানাধীন কোন কাঠামো। পাবলিক প্রোপার্টির জন্য সাধারনত কোন রিলিজের দরকার হয় না। যেমনঃ ব্রিজ, রাস্তা, মনুমেন্ট, বাজার ইত্যাদি।

Need Property Release 

মডেল/প্রোপার্টি রিলিজ না থাকলে কি করনীয়?

এমন প্রায় সময়ই হয় যে, একটা ভাল ছবি তুলেছেন কিন্তু রিলিজের জন্য দিতে পারছেন না! তখন চেষ্টা করবেন রিলিজ যোগাড় করতে। যদি তা একেবারেই সম্ভব না হয় তাহলে সেগুলি এডিটোরিয়াল ফটো হিসাবে আপলোড করতে পারেন। এডিটোরিয়াল ফটোর জন্য কোন রিলিজের দরকার হয় না।

এডিটোরিয়াল সেকশন টা বানানোই হয়েছে এধরনের ছবিগুলোর জন্য। সাধারনত নিউজ অথবা ডিজাইনের জন্য এডিটোরিয়াল ইমেজগুলি ব্যবহার হয়। এডিটোরিয়াল ইমেজ কমার্শিয়ালি ব্যবহার করা যায় না। এডিটোরিয়াল ইমেজ এর দাম কমার্শিয়াল/ক্রিয়েটিভ ইমেজ এর থেকে কম হয়না কিন্তু এডিটোরিয়াল ইমেজ এর সেল তুলনামূলক কম।

কোথায় পাবেন রিলিজ ফর্ম?

প্রতিটা মার্কেটপ্লেস এই তাদের নিজস্ব রিলিজ টেম্পলেট থাকে। ওই টেমপ্লেট ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হল। প্রায় সব ধরনের মার্কেটপ্লেস এর রিলিজ ফর্মে একই ধরনের তথ্য চাওয়া হয়। তাই অনেক মার্কেটপ্লেস অন্য মার্কেটপ্লেস এর রিলিজ ও গ্রহন করে। তবে প্রতিটা মার্কেটপ্লেস এর জন্য আলদা ভাবে রিলিজ ফর্ম নেওয়াই ভাল।

কি কি থাকে রিলিজ ফর্মে?

রিলিজ ফর্মে বলে দেয়া থাকে যে কি কি কাজে ছবিটা ব্যবহার করা যাবে। ফর্মে ফটোগ্রাফারের কিছু তথ্য দেয়া লাগে এবং মডেল বা প্রোপার্টির কিছু তথ্য দেয়া লাগে। যদি মডেল এর বয়স ১৮ এর নিচে হয় তাহলে মডেল রিলিজ মডেল এর বাবা/মার কাছ থেকে সাইন করিয়ে নিতে হবে। নিচের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন একটা মডেল/প্রোপার্টি রিলিজ কেমন হয়?

মডেল/প্রোপার্টি রিলিজ আসলেই খুব গুরুত্বপূর্ণ স্টক ফটোগ্রাফির জন্য। যখনি ছবি তুলতে বের হবেন কয়েকটা রিলিজ ফর্ম সাথে করে নিয়ে বের হবেন। বলা যায় না কখন একটা ভাল ছবি তুলে বসলেন কিন্তু রিলিজ নিতে পারলেন না!

© Md. Abdun Nahid
18 September 2017

Level 0

আমি মোঃ আবদুন নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for Sharing.