বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশকে প্রোমোট করুন

 

 

অষ্টম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’। ডব্লিউএলএম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা যা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে। এ বছর প্রতিযোগিতাটি আয়োজনে উইকিপিডিয়াকে সহযোগিতা করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘ইউনেস্কো’, জনপ্রিয় আলোকচিত্র শেয়ারিং ওয়েবসাইট ‘ফ্লিকার’ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সংস্থা ‘ইউরোপা নোস্ট্রা’।

উইকি লাভস মনুমেন্টস সম্পর্কে কিছু তথ্য:
* পুরো প্রতিযোগিতাটি উইকিপিডিয়ার তত্ত্বাবধায়ক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখাগুলো কর্তৃক এবং সারা বিশ্বের অসংখ্য স্বেচ্ছাসেবক দ্বারা আয়োজন ও পরিচালিত হয়।
* যেহেতু নিজের দেশকে বিশ্বের কাছে উপস্থাপণ করার জন্য উইকিপিডিয়া একটি ভালো প্লাটফর্ম সুতরাং প্রতিযোগিতার ছবিগুলো স্ব-স্ব দেশ বিষয়ক আর্টিকেলে যুক্ত করে সংশ্লিষ্ট দেশকে ভালোভাবে উপস্থাপণ করা যায়। বোনাস হিসেবে নিজের ছবিটি মিলিয়ন মিলিয়ন লোক দেখছে সেটাও একটা ব্যাপার।
* গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী এটিই এখন পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা। এ বছর বাংলাদেশসহ ৫৬টি দেশ এই আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
* ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের স্থাপনার ১৬ লখের বেশি ছবি যুক্ত হয়েছে। ২০১৬ সালের প্রতিযোগিতায় ৪৩ দেশের ১০,৭০০ জন অংশগ্রহণকারী মোট ২,৭৭,০০০টি ছবি জমা দিয়েছিলেন।
* প্রতিযোগিতাটি সবার জন্য উন্মোক্ত ও অংশগ্রহণের জন্য কোন যোগ্যতা বা ফি-এর প্রয়োজন নেই।
* প্রতি বছর প্রতিযোগিতার বিজয়ী ছবিগুলো স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার কাভারেজ পায় ও বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ছবি ও ফটোগ্রাফারের নাম শেয়ার করা হয়ে থাকে। উদাহরণ: bbc.com। এছাড়া ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিগুলো টিউন করে থাকে।
* সবশেষে বিজয়ীদের জন্য স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কারতো থাকছেই।

প্রতিযোগিতাটি কোথায় ও কিভাবে?
প্রতিযোগিতাটি উইকিমিডিয়া কমন্সে আনুষ্ঠিত হয়। কমন্স হলো উইকিপিডিয়ার মিডিয়া রেপোজেটরি যেখানে মুক্ত লাইসেন্সের ছবিগুলো আপলোড করা হয় ও সেখান থেকেই উইকিপিডিয়া আর্টিকেলের বিভিন্ন ছবি যুক্ত করা হয়। এটি মূলত উইকিপিডিয়ার ছবির সেন্ট্রাল ড্যাটাবেজ হিসেবে কাজ করে। বাংলাদেশ দ্বিতীয় বারের মত এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। স্থানীয় প্রতিযোগিতাটি ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ কর্তৃক আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতায় প্রতিটি দেশ স্থানীয় মনুমেন্টস নিয়ে অংশগ্রহণ করে। এরপর স্থানীয় প্রতিযোগিতা থেকে প্রতিটি দেশ ১০টি সেরা ছবি নির্বাচন করে ও সেই দশটি ছবিকে আর্ন্তজাতিক প্রতিযোগিতায় পাঠানো হয়।

প্রয়োজনীয় লিংকসমূহ:
বাংলাদেশের জন্য ছবি আপলোড ও বিস্তারিত: wikiloves.org/monuments
আন্তর্জাতিক ওয়েবসাইট: wikilovesmonuments.org
এই প্রতিযোগিতা সম্পর্কে উইকিপিডিয়া আর্টিকেল: Wiki Loves Monuments
২০১৬ সালের বিজয়ী ছবিসমূহ: Wiki Loves Monuments 2016 winners

Level New

আমি মোহাম্মদ গালিব হাসান আবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য 🙂