প্রথমেই বলে রাখা ভাল যে ফটোগ্রাফী জগতের আমি একজন একদম নবীন ছাত্র। আমার শেখাটা এখনো শূ্ন্যের কোটায়। তবে শূন্য থেকেই শুরু করি। একটা DSLR ক্যামেরা থাকার সুবাধে অনেকে এসে ধরেন তাদের ফটোগ্রাফী শিখানোর জন্য। আমি টাসকী খাই। ক্যামেরার ব্যবহার না হয় শেখাতে পারতাম কিন্তু আলো যেটা শতভাগ ফিজিক্সের বিষয় সেটা আমি কেমন করে বুঝাই যেখানে আমি নিজেই অজ্ঞ। নিজের দূর্বলতা প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকেনা। অনেকে হয়তো এটাকে ভাব বলেন। আমি ভাবুক হয়ে যাই।
অত:পর ফিরে যাই নিজের ক্যামেরা কেনার দিনগুলিতে যখন আমি একদম অসহায় ছিলাম। যে যা বলতো তাই সঠিক মনে হত। আমার অসহায় মুখের অসহায়ত্ব ক্যামেরা কেনার পরও কিন্তু শেষ হয়নি। অনেকের কাছে ঘুরেছিলাম একটু বেসিকের জন্য। সত্যি কথা বলতে গেলে ক্যামেরা দিয়ে ছবি তোলাটা জানার জন্য। বই কিনেছিলাম অনেকগুলো। কিন্তু সেইগুলি যে জটিল এবং কুটিল ভাষায় রচিত। তো কি আর করা। খেলাম মহা ধরা। ধরা খেতে খেতেই ফটোগ্রাফীর উপর অনলাইন এবং অফলাইনে অনেকগুলো কোর্স করা। সেই কোর্সগুলোর আলোকে এবং আরো শেখার প্রয়াসে এই কোর্সে লেগে পড়া।
আলো আমার আলো ওগো..। চমৎকার একটা গান। অন্য ভাষায় DSLR এর প্রান। কেমনে কি ভাই? তবে শুনুন। প্রথমেই একটা প্রশ্ন। ক্যামেরা জিনিসটা আসলে কি করে? ধুর মিয়া এতো একদম সিম্পল।ক্যামেরা তো শুধু ছবি তুলে। আমি আবার টাসকী খাই। কথা না বাড়িয়ে দুই নাম্বার প্রশ্নে চলে যাই। আচ্ছা প্রখর রোদে যদি ছবি তুলেন তাহলে কি হয়? গোমড়া মুখে উত্তর আসে বেশিরভাগ সময় ছবি জ্বলে যায়। ওকে শেষ একটা প্রশ্ন তাহলে। যদি অন্ধকার রাতে ফ্লাস ছাড়া ছবি তুলেন আপনার ক্যামেরা দিয়ে (হোক সেটা মোবাইলের ক্যামেরা) তবে কি আসবে? আরো একটু গোমড়া মুখে উত্তরটা মিলে অন্ধকারই আসবে।
এবার হিসাবটা মিলান। যদি ক্যামেরা জিনিসটা ছবিই তুলে এবং অন্ধকারে অন্ধকার আসে তবে কেন প্রখর রোদ্রে ছবি না এসে ওটা জ্বলে যায়? কি মাথায় প্যাঁচ লেগে গেল। আবারো গান ধরি আলো আমার আলো ওগো..।
ঘুরে আসি ফিজিক্সে। ক্লাস নাইন-টেনে ফিজিক্স যাদের সাবজেক্ট ছিল অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তারা নিশ্চয়ই জানেন পৃথিবীতে যে কোন বস্তু দুই রকম। হয় দীপ্তমান নতুবা দীপ্তিহীন। যে সকল বস্তুর নিজস্ব আলো আছে অর্থা যারা আলো ছড়ায় তারা হল দীপ্তমান।এই যেমন সূর্য মামা। যার আলোতে আলোকিত হয় সমগ্র ধরা। আর যাদের কোন আলো নাই তারা দীপ্তিহীন। যেমন আমরা মানুষ। আমাদের শরীর থেকে কোন প্রকার আলো বের হয়না বা আমাদের নিজস্ব কোন আলো নেই। আর তাই অন্ধকারে আমরা কাউকে দেখতে পাইনা।
সূর্য বা আর্টিফিশিয়াল লাইট (বৈদ্যুতিক বাল্ব বা ফ্লাস অথবা অন্য কিছু) যখন আলো ছড়ায় তখন সেই আলো আমাদের শরীরে অথবা অন্য কোন বস্তুর উপর লেগে তা আবার বিচ্ছুরিত হয়। আমরা দেখতে পাই। হ্যাঁ আমরা বিচ্ছুরিত আলোটাই দেখতে পাই (নিচের ছবির মত)। ক্যামেরার চোখও বা লেন্সও সেটাই দেখে।ছবি বিশ্লেষন: উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সূর্য থেকে আলো এসে পেন্সিলে পড়ছে। তারপর ওই বস্তুর উপর থেকে ওই আলো এসে আমাদের চোখে ধরা পড়েছে।
মাথায় প্যাঁচলাগা সেই প্রশ্নের উত্তরটা এবার দিয়ে দেই। প্রখর রোদে আমরা যখন ছবি তুলি তখন কি হয় জানেন। হ্যাঁ অতিরিক্ত সেই বিচ্ছুরিত আলো এসে ছবিটা নষ্ট করে দেয় বা জ্বালিয়ে দেয়। আমরা বুঝলাম ছবি তাহলে আলো। আরো সহজ ভাষায় বিচ্ছুরিত আলো।
তাহলে নরমাল ক্যামেরা আর DSLR ক্যামেরার মধ্যে পার্থক্য কি? কেনইবা আমাকে এত দাম দিয়ে DSLR কিনতে হবে? হ্যাঁ নরমাল ক্যামেরা দিয়ে আপনি ওই বিচ্ছুরিত আলোটাকে কন্ট্রোল করতে পারবেননা। আলো তার ইচ্ছেমত সেন্সরে প্রবেশ করবে এবং অতিরিক্ত এই আলোয় আপনার ছবি আপনার ভাষায় জ্বলে যাবে। কিন্তু DSLR ক্যামেরা দিয়ে বিচ্ছুরিত ওই আলোর পরিমান (Aperture), আলো ধারনের সময় (Shutter) নিয়ন্ত্রন করতে পারবেন।অতিরিক্ত আলোয় আপনার ছবি কখনোই জ্বলে যাবেনা।
ডি.এস.এল.আর ক্যামেরা কিনবেন। থামুন। হ্যাঁ আপনাকেই বলছি। কেন DSLR কিনবেন? সৌখিন ফটোগ্রাফারদের কাছে এই প্রশ্নের কোন উত্তর নাই জানি। হয়তো বলবেন ছবি তোলা শেখার জন্য। আপনাকেই বলছি আপনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ছবি তোলার জন্য DSLR নয় আপনার মোবাইলের ক্যামেরা বা নরমাল ক্যামেরাই যথেষ্ট। যদি আপনি পয়সাওয়ালা হোন তবে আমার আপত্তি নাই। আমার পরামর্শ হচ্ছে প্রথমে মোবাইল দিয়ে বা নরমাল ক্যামেরা দিয়েই আলোটাকে ধারন করুন। বুঝতে চেষ্টা করুন। প্রকৃতিটাকে চিনতে শিখুন। আলো কিন্তু প্রকৃতিতেই থাকে। আপনি যখন আলোটাকে বুঝতে পারবেন এবং প্রকৃতিতে আলোর খেলা ধরতে পারবেন তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিন।
ক্যামেরার বেসিক চালনা শেখার জন্য প্রথমে একটা সেকেন্ডহ্যান্ড DSLR ক্যামেরা নিতে পারেন। তারপর শিখতে শিখতে আপনার রিকোয়ারমেন্টগুলো আপনিই ধরে ফেলতে পারবেন। প্রথমেই ৫০ হাজার টাকা খরচ করে অন্যের কথা শুনে ক্যামেরা কেনার কোন মানে হয়না। যখন নিজেকে বুঝতে পারবেন তখন মনে হবে এটা ছিল একটা ভুল ডিসিশান।
আরেকটা সমস্যা লেগে থাকে নাইকন আর ক্যাননের মাঝে। কোনটা কিনবেন? ওই যে আগেই বললাম নিজেকে চিনতে হবে। আপনি যদি শুধু ফটো তুলতে চান তবে নাইকন আর ফটো এবং ভিডিও দুটোই ধারন করতে চাইলে ক্যানন। মূলত সহজ ভাষায় স্টিল ছবির জন্য নাইকন আর ভিডিওর জন্য ক্যানন। অনেকেই ফটো এবং ভিডিও দুটোর জন্য অনেক টাকা খরচ করে ক্যানন কিনে। আফসোস যদিও তারা পরে আর কখনো ভিডিও করেনা।
আজ এ পর্যন্ত। আগামী পর্বে আলোর পরিমান আর আলো ধারনের সময় নিয়ে কথা হবে। সবাই ভাল থাকুন।
আমি Abdullah Al Amran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় Abdullah Al Amran,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।