কি ভাবে ডিজিট্যাল ক্যামেরা দিয়ে 3d ছবি তুলবেন ?

আপনি যেকোন ডিজিট্যাল ক্যামেরা ব্যবহার করে খুব সহজে আপনার নিজের 3d ছবি তৈরি করতে পারেন যা কিনা আশ্চর্যকর এবং খুব মজার।
নিচের সহজ ধাপগুলা অনুসরন করে আপনিও নিতে পারেন 3d ছবির মজা।

ধাপ ১: আপনি আপনার দৃশ্যের একটি ছবি গ্রহণ করুন, এবং তারপর ক্যামেরা ডানে দুই থেকে তিন ইঞ্চি সরিয়ে একই দৃশ্যের অন্য একটি ছবি গ্রহণ করুন।নিচের ছবি দুটো দেখুন -

ধাপ ২: এবার আপনাকে ফ্রি callipygian3d সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।

ধাপ ৩: এবার সফটওয়্যারটি চালু করে file মেনু থেকে open left এ ক্লিক করে প্রথম ছবিটি তারপর open right এ ক্লিক করে পরের ছবিটিও ওপেন করুন।

ধাপ ৪: এবার প্রথম ছবিটিতে left ক্লিক (drag) করে আপনার যে টুকু দরকার তা (defining) নির্বাচন করে নিন।

ধাপ ৫: এবার Preview 3D থেকে Anaglyph এ ক্লিক করুন।

ধাপ ৬: এবার আপনার লাল এবং নীল 3D Glasses চোখে দিয়ে ছবির left or right সমন্বয়সাধন (adjust) করুন।

ধাপ ৭: আপনি সন্তুষ্ট হলে file মেনু Save Anaglyph ক্লিক করে ছবির নাম গুনমান (image quality) নির্বাচন করে ছবিটি সংরক্ষণ করুন।

নিচে একটা নমুনা ছবি দিলাম যদি আপনার 3D Glasses থাকে চোখে দিয়ে দেখতে পারেন।

আর যদি আপনার 3D Glasses না থাকে তবে আমার পরবর্তী টিউন কি ভাবে 3D Glasses তৈরি করবেন ? দেখতে টিটির সাথেই থাকুন।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবি গুলো পরিস্কার না ।

…………………………………..ধ্যনবাদ মঈন ভাই

ভাল লাগসে…লাল নীল প্লাস্টিক দিয়া এক্তা গ্লাস বানিতে দেখি কেমন লাগে

Level 0

WELLCOME BACK ক্যাপ্টেন হ্যাডিক……………….
আশা করি এভাবে নিয়মিত টিউন পাব।
ধন্যবাদ………….

ফটোগ্রাফারদের জন্য ভাল একটা টিপস,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
ছবি গুলু ঝাপসা হইছে অনেক।
আর আপনি ভাই কোথায় আরো নিয়মিত কি হওয়া যায় না?

Thanks for your nice tune.Welcome to back again.

অনেক সুন্দর। কন্টিনিউ

নিয়মিত টউন চাই। ডিজিটাল ক্যামেরার উপর। নিয়মিত করুন। তাহলে আরো বেশি খুশি হব। টিউনের জন্য ধন্যবাদ