লং এক্সপোসার এ কিভাবে ঝর্নার ছবি তুলবেন ?

আজ বলব long exposure দিয়ে কিভাবে এই ধরণের  মনোমুগ্ধকর ঝর্নার ছবি তোলা যায়। ঝর্নার ছবি বা চলমান কোনকিছুর গতি ছবিতে ফুটিয়ে তুলতে হলে আপনাকে অবশ্যই ক্যামেরার অটোমেটিক সেটিং পরিহার করতে হবে। পানি পড়ার গতি বা ওই ধরণের চলমার কোন কিছু যদি হয় আপনার ছবির সাবজেক্ট তাহলে আপনাকে Long Exposure ব্যবহার করতে হবে। Long Exposure হল দীর্ঘক্ষণ ক্যামেরার মুখ খুলে রেখে যে ছবি তোলা হয় সেই উপায়। এই পদ্ধতিতে ক্যামেরার চোখ দীর্ঘক্ষণ খুলে রাখতে হয়, যেমন শাটার স্পীড ১ সেকেন্ড থেকে শুরু করে ৬০ সেকেন্ড বা তারও বেশি হতে পারে।

Long Exposure এর প্রয়োজনীয়তাঃ যখন দীর্ঘক্ষণ ধরে চলমান কোন জিনিসকে একটি মাত্র ছবির মাধ্যমে ধারণ করার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন Long Exposure ব্যবহার করা লাগে। অনেকক্ষণ ধরে চলমান কোন বিষয়কে এর মাধ্যমে ধারণ করা সম্ভব হয় বলে ছবিটি অনেক আকর্ষণীয় লাগে।

Long Exposure এর জন্য প্রয়োজনীয় জিনিশসমূহঃ

Long Exposure ছবি তোলার একটি সহজ প্রক্রিয়া, কিন্তু সে জন্য আপনাকে কয়েকটি অতীব গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি দরকার পড়বে। যেমন -

  1. ক্যামেরাঃ যেকোনো ক্যামেরা দিয়ে Long Exposure ছবি তোলা যায় না। যে সকল ক্যামেরাতে ম্যানুয়াল সেটিং ব্যবহার অর্থাৎ শাটার স্পীড নিয়ন্ত্রণ করা যায় সেগুলা দিয়ে Long Exposure ছবি তোলা সম্ভব।
  2. ক্যামেরা স্ট্যান্ডঃ অনেকে এটাকে ট্রাইপড বলে থাকে। Long Exposure ছবির জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান যদিনা আপনার ক্যামেরাটা সনি সম্প্রতি তৈরিকৃত ৫ স্টপ ইমেজ স্টাবিলাইজার ক্যামেরা না হয়ে থাকে। দীর্ঘক্ষণ ক্যামেরার চোখ খুলে রাখার ফলে ক্যামেরার সামান্য ঝাঁকি ছবির গুনগত মানের উপর বিরাট প্রভাব ফেলে, সেজন্য দরকার একটি মজবুত ট্রাইপড। যদি ট্রাইপড না থাকে, তাহলে আশে পাশে থাকা ওয়াল, চেয়ার, টেবিল ট্রাইপড হিসাবে ব্যবহার করা যেতে পারে।
  3. রিমোটঃ সামান্য ঝাঁকিতে ছবির মানহানি রোধে রিমোট ব্যবহার করা বাঞ্ছনীয়। অনেকের রিমোট নেই, নো টেনশন, মোবাইল এ সফটওয়্যার ব্যবহার করেও রিমোটের কাজ করতে পারবেন, মোবাইলে অবশ্যই inferred থাকতে হবে।
  4. ND ফিল্টারঃ দীর্ঘক্ষণ ক্যামেরার মুখ খুলে রাখলে দিনের বেলাতে অনেক আলো ক্যামেরার মধ্যে প্রবেশ করে, ফলস্বরূপ ছবিতে আত্তাধিক আলো প্রবেশ করে পুরা ছবিটি সাদা হয়ে যেতে পারে। সুতরাং ছবিতে এত নিয়ন্ত্রণের জন্য লেন্সের চোখে সানগ্লাস পরিয়ে দিতে হবে, ক্যামেরার সানগ্লাসের নাম ND ফিল্টার। যা দিয়ে ঠিক কি পরিমাণ আলো ক্যামেরাতে ঢুকবে তা নিয়ন্ত্রণ করা যায়। ND ফিল্টার শুধুমাত্র দিনের বেলাতে Long Exposure ছবি তোলার ক্ষেত্রে প্রযোজ্য হয়।

ক্যামেরা সেটিং:

এখন দেখে নেওয়া যাক Long Exposure এর জন্য প্রযোজ্য ক্যামেরা সেটিং।

  • প্রথমেই ক্যামেরাটি সম্পূর্ণ ম্যানুয়াল মোডে দেই।
  • যেহেতু আমরা প্রাকৃতিক দৃশ ধারণ করব সেহেতু ISO ১০০ তে রাখব।
  • তারপর ছবির বিষয়বস্তু চলমান জিনিসটার গতি প্রকৃতি অনুসারে শাটার স্পীড নির্ধারণ করব। সাধারণত ৫ ~ ৩০ বা তার থেকে বেশিও হতে পারে। আমরা উদাহরণের ছবির জন্য শাটার স্পীড ৩০ নির্ধারণ করেছিলাম।
  • ছবির সব জাইগা যাতে করে পরিষ্কার দেখা যায় সেজন্য F ভ্যালু সর্বোচ্চ ৩২ নির্ধারণ করব।
  • তারপর ক্যামেরাটি একটি শক্ত স্ট্যান্ডের উপরে বসিয়ে ফ্রেমিং ঠিক করে নিব।
  • ছবির যেকোনো গুরুত্বপূর্ণ স্থানে ফোকাস করে লেন্স ম্যানুয়াল ফোকাস এ দেই।
  • ছবিতে সেটিং হিসাবে RAW+JPEG নির্ধারণ করি, যাতে করে পরবর্তীতে এডিট করতে সুবিধা হয়। (না হলেও চলবে)।
  • ক্যামেরার চোখে সানগ্লাস ND ফিল্টার লাগিয়ে পরিমাণমত আলোর মাত্রা নির্ধারণ করে দেই।
  • পরিবেশ অনুসারে white balance ঠিক করে নেই, অটোমেটিক হলেও চলবে।
  • শাটার রিলিসের জন্য রিমোট ব্যবহার করে ছবিটি তোলার কাজ সম্পন্ন করি।

ব্যাস, ৩০ সেকেন্ড পর আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাবেন। যা কিছুটা এডিট করার পড় আমাদের উদাহরণের ছবির মতই হবে আশা করি।

টিউনটি আগে আমার বেক্তিগত ফটোগ্রাফি ওয়েবসাইটে প্রকাশিত।

Facebook এ আমি

 

Level 0

আমি মোস্তাক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I born in Magura, I have completed my undergraduate from University of Dhaka. Now I'm doing MBA at University of Science & Technology Beijing. Facebook: mostakdu WeChat: mostakdu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

joss.