আমরা সাধারনত ছবি এডিটিং এর জন্য এডব ফটোশপ এবং লাইটরুম এর ব্যবহার করে থাকি। কিন্তু আজ আমি যে সফটওয়্যার নিয়ে আলোচোনা করব তা হল ON1 Photo 10
সফটওয়্যারটিতে কাজ করা অনেক সহজ এবং এর কাজ অনেক সুন্দর হয়। সফটওয়্যারটি এডব ফটোশপ এর প্লাগইন্স হিসেবেও ব্যবহার করা যায়। এই সফটওয়্যার এর ইন্সটলেশন, এক্টিভেশন আর কয়েকটা কাজ আমি দেখিয়ে দিচ্ছি।
System Requirements For ON1 Photo Softtware
.Operating System: Windows 7/8/8.1
Memory (RAM): 4GB of RAM required.Hard
Disk Space: 1.5GB of free space required.
Processor: Intel Core 2 Duo or later.
বি.দ্রঃ সফটওয়্যারটি (x64) বিট এর জন্য।
সফটওয়্যার ডাউনলোড
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন। ফাইলটি ৫৮২ এমবি।
এক্টিভেশন এর জন্য এখান থেকে কি-জেন ডাউনলোড করুন। ফাইলটি ৩০৩ কেবি।
ইন্সটলেশন এবং এক্টিভেশন
১. প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন।
২. ইন্সটল কম্পিলিট হওয়ার পর সফটওয়্যারটি রান করুন। নিচের ছবির মত এক্টিভেশন ডায়লগ আসবে।
৩। এরপর ডায়লগ বক্সের লাইসেন্সে ক্লিক করুন
৪। তারপর ডাউলোড দেওয়া কি-জেন টি আনরার করুন এবং কি-জেন এডমিন্সট্রেটর হিসেবে রান করুন। গেট লাইসেন্স এ ক্লিক করুন তাহলে দেখবেন উপরে একটি নাম্বার পাবেন নিচের ছবির মত
৫। তারপর এই লাইসেন্স নাম্বারটি কপি করে রান করা সফটওয়্যারে লাইসেন্স নাম্বারে পেস্ট করুন এবং অফলাইন এক্টিভেশনে ক্লিক করুন
৬। এরপর যেকোনো এক ড্রাইভে নিউ টেক্সট ক্রিয়েট করুন এবং সেটা ওপেন করুন। এরপর অফলাইন এক্টিভেশনের কোডগুলো কপি করে ক্রিয়েট করা টেক্সটে পেস্ট করে সেভ করুন।
৭। এখন কিজেনে গিয়ে জেন একটিভাশন কার্ট এ ক্লিক করুন। দেখবেন আপনার ক্রিয়েট করে সেভ করা ফাইলটি চাচ্ছে। ওই ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। এরপর দেখুন এক্টিভেশন সার্টিফিকেট নামে একটি টেক্সট সেভ করতে বলছে, সেভ করুন। এখন একটিভ এ ক্লিক করুন।
৮। দেখুন অয়ানলক কোড চাচ্ছে। সেভ করা এক্টিভেশন সার্টিফিকেট নামে টেক্সট ফাইলটি ওপেন করুন এবং কোডগুলো কপি করে আনলক কোডে পেস্ট করে আনলক এ ক্লিক করুন।
ব্যাস, এক্টিভাশন কম্পিলিট।
এরপর আপনি আপনার তোলা ছবি ওপেন করে বিভিন্ন প্রিসেট এবং ফিল্টার দিয়ে মনের খুশিতে ইডিট করুন।
কোনো সম্যসা হলে টিউমেন্ট করুন বা ফেসবুকে মেসেজ করুন। সবাই ভালো থাকবেন।
ফেসবুকে আমিঃ আশিকুল স্বদেশ
আমি আশিকুল স্বদেশ। Intern, Metrocem Cement, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Windows 10 এ কি চলবে এইটা?