অনলাইনে বেশ কিছু ছবি প্রদর্শনী দেখছি ইদানিংকালে। ঠিক ছেলেখেলার মতো বেশিরভাগ ই। ছোটকালে ধুলা আর গাছের পাতা দিয়ে যেমন টা খেলতাম তেমন। ২-৩ জন এডমিন মিলে একটা ইভেন্ট খুলে হেব্বি ওয়েট কোন নাম দিয়ে। তারপর ২০০-৩০০ টাকা রেজিস্ট্রেশান ফি দিয়ে সবাই ছবি জমা দেয়। হাজার খানেক লাইক/জয়েনিং ও পায় ইভেন্ট এর পাতাতে। মূল প্রদর্শনীতে ২০ টা ছবি দেখতে ছবির মালিক সহ দর্শক হয় ৮-১০ জন মাত্র।
ছবি তোলার ব্যাপারে নতুন ফটোগ্রাফার রাও হতাশ হচ্ছে বলে আমার মনে হয়। ছবি গুলো কপিরাইট ইনফরমেশান ছাড়াই বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। যারা নতুন করে ছবি তুলতে আসছে তারা এরকম করে তাদের ছবির স্বত্ব হারাচ্ছে। আসুন দেখি স্বত্ব চুরি আর স্বত্ব দান সম্পর্কে একটু আলোচনা করি।
স্বত্ব চুরি:
আপনি যদি কোন কন্টেন্ট প্রফেশনাল কোন কাজে তৈরি করেন আর সে কন্টেন্ট যদি অন্য কেও তার নিজের নামে সেটা প্রচার করে তাহলে কি করবেন? আপনি নিশ্চয় ই কপিরাইট লংঘনের জন্য মামলা করবেন? কিন্তু প্রমান কি সেটা আসলেই আপনার কাজ? কোন প্রমান ছাড়া আপনি কেবল বসে বসে দাঁত দিয়ে আংগুল ই কামড়াতে পারবেন।
স্বত্ব নিবন্ধন:
আপনি কোন নতুন জমি কিনলে ভূমি অফিসে রেজিস্ট্রেশান করান, নতুন বাইক কিনলে বিটিআরসি অফিসে রেজিস্ট্রেশান করান। এর পরে সেটা কেও চুরি বা দাবী করলে সেই রেজিস্ট্রেশান পেপার এর কাছে টিকবে না কিছু।
তেমনি আপনি নতুন ফটোগ্রাফার হিসেবেও আপনার তোলা ছবিসমূহ রেজিস্ট্রেশান করিয়ে রাখতে পারেন। আর আপনার মিডিয়া বা ফটোগ্রাফি রেজিস্ট্রেশান এর দায়ীত্ব নিবে এরকম কিছু কোম্পানীরে নাম বেশ সবার ই জানা। ফ্লিকার, 500px, Commons হলো বিশ্বের জায়ান্ট কিছু কোম্পানী যা আপনার ছবির রেজিস্ট্রেশান করতে সহায়তা করবে। এর পরে আপনার ছবি কেও কোনখানে ব্যবহার করলে আপনি সে ছবির মূল রেজিস্ট্রেশান বা প্রধান আপলোড দেখাতে পারবেন। এমনকি প্রয়োজনে কোর্ট নিয়ম মেনে জরিমানা ও আদায় করতে পারবেন।
স্বত্ব দান:
বিষয় টা আমার কাছে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার এবং বিষয় টা নতুন ফটোগ্রাফারদের জন্য অন্যতম গুরুত্বপূর্ন একটি টপিক্স। ব্র্যান্ড তৈরির জন্য কত কোম্পানী ই না কত কত কোটি টাকা খরচ করে। আপনি যদি ফটোগ্রাফিতে একদম ই নতুন হন তাহলে বড় কোন ব্যান্ড আপনার ছবি নিশ্চয় বিনে পয়সাতেও শেয়ার করতে চাইবে না। কিন্তু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্ট এর আওতায় বিশেষ একটি লাইসেন্স ছবির জন্য বেশ গুরুত্বপূর্ন একটি অধিকার প্রদান করে। এতে বলা আছে, ছবি বা মিডিয়াটি যে কেও যে কোন কাজে ব্যবহার করতে পারবে, তবে অবশ্যই মূল প্রণেতার নাম কার্টেসি তে ব্যবহার করতে হবে।
কপিরাইটেড ছবির পাশাপাশি ফ্লিকারে, 500px এ অনেক ক্রিটিভ কমন্স লাইসেন্স এর ছবি নিয়মিত শেয়ার হয়। এসব ছবি বড় বড় মিডিয়া যেমন বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন দেশি বিদেশি গনমাধ্যম নাম সহ ব্যবহার করে। এতে করে তার ছবিটি হার্ডডিস্ক এ পড়ে না থেকে তার প্রোফাইল কে পরিচিত করায় এবং তার ব্র্যান্ড মান ও বাড়ায়।
বিশ্বের সবচাইতে বেশিবার দেখা ওয়েবসাইট উইকিপিডিয়াতে দেখা সকল ছবিই প্রায় উন্মুক্ত লাইসেন্স মানে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় প্রকাশিত। commons.wikimedia.org ওয়েবসাইটে আপলোড করা ছবিসমূহ উইকিপিডিয়া পাতাতে ব্যবহার করা হয়। আর ছবিতে ক্লিক করলেই বেরিয়ে আসছে ছবির মূল প্রণেতার নাম এবং তার সম্পর্কিত পাতাটি। আপ নিজেও চেষ্টা করে দেখতে পারেন বিষয় টা। আমার তোলা কোন ছবি কয়েক কোটি বার এমনকি কয়েকশো কোটি বার দেখা হবে এটার যে একটা মজা আছে সে মজা সবাই নিতে পারে না নিশ্চয়।
ছবি প্রতিযোগিতা:
অনলাইনে যত ছবি প্রতিযোগিতা আছে সেসব ক্ষেত্রে খেয়াল রাখুন ছবির স্বত্ব আপনার থাকছে কি না। বা ছবির ব্যবহার সম্পর্কে স্পষ্ট আকারে কিছু বলা আছে কি না। কারন আপনার তোলা যে কোন ছবিই আপনার জন্য সমান গুরুত্বপূর্ন। আমি আপনাদের কে এই মাসে মানে সেপ্টেম্বর ২০১৬ তে হচ্ছে এরকম একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা এর খবর দিয়ে শেষ করবো আজকের লিখা।
উইকি লাভস মনুমেন্টস:
উইকি লাভস মনুমেন্টস (ইংরেজি: Wiki Loves Monuments; সংক্ষেপে WLM) হল সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভের জন্য একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। এই ইভেন্টের লক্ষ্য হল অংশগ্রহণকারী দেশের ঐতিহ্যবাহী স্থানসমূহ তুলে ধরা ও সেই সাথে এই সকল স্থাপনার ছবি তুলতে উৎসাহিত করা। গিনেজ রেকর্ডের বই অনুযায়ী, এই প্রতিযোগিতার ২০১১ সালের সংস্করণটি সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতার বিশ্ব রেকর্ড ভাঙে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকেউ অংশ নিতে পারবেন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে পুরু সেপ্টেম্বর মাসজুড়ে।
প্রতিযোগিতার সময়সূচী
শুরুঃ ১ সেপ্টেম্বর, ২০৬
শেষঃ ৩০ সেপ্টেম্বর, ২০১৬
বিজয়ী নির্ধারণঃ অক্টোবর ২০১৬
উইকি লাভস মনুমেন্টস এর পুরস্কার:
আন্তর্জাতিক পুরস্কার:
# প্রথম পুরস্কার:
২০১৭ এর আগস্টে কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হতে যাওয়া উইকিপিডিয়ার কনফারেন্সে যোগদানের স্কলারশীপ (সর্বোচ্চ ২০০০ ইউরো)।
# দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার:
১০০০ ইউরো নগদ অর্থ
# চতুর্থ ও পঞ্চম পুরস্কার:
৫০০ ইউরো নগদ অর্থ
স্থানীয় পুরস্কার
প্রথম পুরস্কার:
২০,০০০ টাকা + ক্রেস্ট + সার্টিফিকেট + অন্য উপহার
দ্বিতীয় পুরস্কার:
১৫,০০০ টাকা + ক্রেস্ট + সার্টিফিকেট + অন্য উপহার
তৃতীয় পুরস্কার:
১০,০০০ টাকা + ক্রেস্ট + সার্টিফিকেট + অন্য উপহার
চতুর্থ থেকে দশম পুরস্কার:
প্রশংসিত বাকী সাতটি ছবির জন্য রয়েছে বিভিন্ন ধরণের উপহার।
লিংক সমূহ:
বিস্তারিত: commons.wikimedia.org/wiki/COM:WLMBD2016
নিয়ম ও প্রাজিপ্র: https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2016_in_Bangladesh/Rules_and_FAQ/bn
ছবি আপলোড টিউটোরিয়াল: https://www.youtube.com/watch?v=Q2wKoXGAHlY
**বিদ্র: এই টিউন টি কেবল মাত্র টেকটিউনস এর জন্য নতুন করে লিখা একটি টিউন। অন্য কোথাও এই লিখা প্রকাশ করলে তাকে অবশ্যই লেখকের বা টেকটিউনস এর ক্রেডিট দিতে হবে।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner