ছবির লাইসেন্সিং অনেক গুরুত্বপূর্ন একটা বিষয়, অনেকেই আপনারা দেখি এটা এড়িয়ে যান। ফেসবুকে আপলোড করা কোন ছবি কোন মাধ্যমে লিগ্যালি ব্যবহার করতে পারবে না। এতে করে আপনার ছবি শুধুমাত্র নির্দিষ্ট কোন গ্রুপ এর সদস্যদের কাছেই প্রচারিত হচ্ছে অথবা আপনার গুটিকয়েক বন্ধুরা এটা দেখতে পারছে।
আমি উইকিমিডিয়া কমন্স এ ছবি আপলোড করি, এখান থেকেই মূলত উইকিপিডিয়া আর্টিকেল সমূহে ছবি ব্যবহার করা হয়। এছাড়াও কমন্স এ আপলোড করা ছবি যে কোন মিডিয়া বা অর্গানাইজেশান কার্টেসি সহ লিগ্যালি ব্যবহার করতে পারে। এতে করে ছবির সাথে সাথে ফটোগ্রাফার এর নাম ও বিশ্ব মিডিয়াতে ব্যবহুত হয়।
© উইকিমিডিয়া কমন্স, সিসি-বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত
যখন আপনি উইকিডিপডিয়াতে কোন ছবি যুক্ত করতে চাইবেন কিংবা উইকিমিডিয়া কমন্স এর সংগ্রহে আপনার আপনার ছবিটি দান করতে চাইবেন, তখন সে ছবিটি উইকিমিডিয়া কমন্স এর ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং ছবি সম্পর্কে আমাদের কে কিছু তথ্য দিতে হবে।
1. যে ছবিটি আপনি আপলোড করতে চাইছেন তা আপনার কম্পিউটারে থাকতে হবে।
2. উইকিপিডিয়া অথবা উইকিমিডিয়া কমন্সে আপনার একটি নিবন্ধিত একাউন্ট থাকতে হবে।
জানুন কি ধরনের আপলোড উইকিমিডিয়া কমন্সে গ্রহনযোগ্য হবে। যে ছবিটি উইকিমিডিয়া কমন্সে আপলোড করবেন সেটা "শিক্ষনীয়" এবং "মুক্ত লাইসেন্সযুক্ত" হতে হবে।
উইকিমিডিয়া কমন্স সম্পূর্ণরূপে আপনার নিজের দ্বারা নির্মিত চিত্র গ্রহণ করতে পারি। উদাহরণ »
উইকিমিডিয়া কমন্স অন্যদের দ্বারা অনুপ্রাণিত বা তাদের তৈরি ছবি অনুমতি ছাড়াই গ্রহণ করে না।
উইকিমিডিয়া কমন্স ব্যক্তিগত ছবি গ্রহণ করে না এবং উইকিমিডিয়া কমন্স কোন ওয়েব হোষ্টিং কোম্পানি নয়।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner