Adobe Lightroom আপডেট করা এবং কিছু প্রিসেটস

ফটোগ্রাফি প্রেমিদের  একটি পছন্দের  সফটয়্যার তা হল এডব লাইটরুম এবং  কিছু প্রিসেট।

আমরা প্রতিনিয়ত অনেক ছবি তুলে থাকি এবং সেগুলো আমাদের অনেক কাজে দরকার হয়। আর যারা ফটোগ্রাফি করে তাদের ত এই সফটওয়্যার অনেক দরকার হয়ই। তাই আজ আমরা লাইটরুম আপডেট করার কৌশল এবং কিছু প্রিসেট নিয়ে কথা বলব।

প্রথমে আমরা এখান  থেকে পুরাতন লাইটরুম ডাউনলোড দিয়ে ইন্সটল দিন। আগেই বলে রাখি Adobe Lightroom 6.0.1  থেকে আপডেটেড পর্যন্ত সব ৬৪ বিট এ কাজ করবে। আপনার কাছে যদি আগেই Adobe Lightroom 6.0.1  থাকে তাহলে ইন্সটল করে নিন। এরপর আপডেট করার জন্য এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন(244mb)। এরপর জিপ ফাইল থেকে পুনরায় ইন্সটল দিন (নেট কানেকশন অন করে)। কিছুক্ষন ওয়েট করুন। আপডেট শেষ হওয়ার পর এখান  থেকে Crack এর ফাইলটি  ডাউনলোড করুন এবং এবং আনজিপ করুন। এরপর ইন্সটল হওয়া ডিরেক্টরিতে “amtlib.dll”(Crack) ফাইলটি পেষ্ট করুন। এরপর আপনার আপডেট হওয়া লাইটরুম রান করুন।

এবার আসি লাইটরুমের প্রিসেট সম্পর্কে। লাইটরুম এর মাধ্যমে আমরা যেমন আমদের ছবিকে করি সুন্দর তেমনি এর প্রিসেটগুলো আমাদের কাজকে আরো সহজ করে দেয়। ধরুন আপনার একটা ছবি ইডিট করতে অনেক বেশি সমইয় লাগে।কিন্তু আপনি যদি আপনার প্রিসেট সেভ করে রাখেন বা আপনি বিভিন্ন প্রিসেট ইউস করেন তাহলে আপনার ছবি ইডিট করতে অত বেশি সময় লাগবে না। আমি কিছু প্রিসেটের লিংক নিচে দিয়ে দিচ্ছি এবং এগুলো খুব দরকারি।

  1. 3500+Lightroom Presets
  2. 800  Adobe Lightroom Presets 

প্রিসেট কেমনে ইউস করে তা নিচের লিংকের ভিডিও দেখলে বুঝতে পারবেন।

https://www.youtube.com/watch?v=Ir5zXh5kBkM

আজ এ পর্যন্তই, আশা করি অনেক অনেক ভালো ছবি তুলবেন এবং ইডিট করবেন। কোনো সম্যাসা হলে নিচে টিউমেন্ট করবেন।

এবং ফেসবুকে আমি ঃ আশিকুল স্বদেশ

Level 0

আমি আশিকুল স্বদেশ। Intern, Metrocem Cement, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস