আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?নিশ্চই ভালো☺
আমাদের যাদের এন্ড্রয়েড স্মার্টফোন আছে তারা ছবি তুলি না বা পটোগ্রাফি পছন্দ করি না এমনটি খুবই বিরল।তাই আমরা সবসময়ই ভালো ক্যামেরা যুক্ত স্মার্টফোন কিনি বা কিনতে চাই।তবে অনেক সময় ক্যামেরা হলেও ছবির মান অনেক খারাপ আসে।
তাই আমরা মোবাইল ফটোগ্রাফির জন্য সর্বদা ভালো মানের অ্যাপ খুজি,যার মাধ্যমে ভালো মানের ছবি তোলা সম্ভব।কিন্তু অনেক সময়ই দেখা যায় এসব অ্যাপ এর বেশিরভাগই পেইড।অর্থাৎ ডাউনলোড করতে হলে টাকা দিতে হয়;তাই আমরা এসব ভালো মানের অ্যাপ ডাউনলোড করতে পাই না।
তাই আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি এন্ড্রয়েড ছবি তোলার অ্যাপলিকেশন। গুগল প্লে স্টোর থেকে আপনাকে এই অ্যাপ ডাউনলোড করতে আপনাকে 3.40 ডলার এর মতন খরচ করতে হবে অর্থাৎ প্রায় ২৬৮ টাকার মতন।
এখানে ছবি তোলার জন্য বিভিন্ন ইফেক্ট ও অসাধারন সব ফিল্টার পাবেন।এ অ্যাপ ব্যবহার করে দারুন সব Mode ব্যবহার করে অসাধারন ছবি ক্লিক করতে পারবেন।
তবে এটি ব্যবহার করে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন না,এই জন্য আপনাকে Cinema FV-5 নামক আরও একটি পেইড অ্যাপ ডাউনলোড করতে হবে।
তো দেরী কেন এখনই ডাউনলোড করুন Camera FV-5 android app
download "camera fv-5"
আশা করি ডাউনলোড এ কোন প্রকার সমস্য হবে না।আশা করি ভবিষ্যতে আরও সুন্দর টিউন করতে পারব।আল্লাহ হাফেজ।
কিছু জানতে বা জানাতে আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায় [email protected]
আশা করি ডাউনলোড এ কোন প্রকার সমস্য হবে না।আশা করি ভবিষ্যতে আরও সুন্দর টিউন করতে পারব।আল্লাহ হাফেজ।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।