short film এর সম্বন্ধে জানুন, সাথে দেখুন আমার তৈরি করা একটা বাংলা সর্ট ফিল্ম

বর্তমান এ প্রায় সবাই কম বেসি সর্ট ফিল্ম সম্বন্ধে খোঁজখবর রাখি। আমাদের দেশের তৈরি সর্ট ফিল্ম গুলো  শুধু   যে দেশের মাটি তে সুনাম কুরাচ্ছে তা নয়, বিভিন্ন দেশ থেকে বয়ে নিএ আসছে প্রশংসা সহ নানা পুরষ্কার। সাধারণত সর্ট ফিল্ম বলতে বুঝানো হয় অই সব ফিল্ম এর কথা যেঁগুলো খুব অল্প সময় নিয়ে  তৈরি হয় কোন  পারটিকুলার গল্প কে কেন্দ্র করে, এবং বেশিরভাগ সর্ট ফিল্ম এর কাহিনি গুলোতে শিক্ষামুলক দিক এবং সমাজের নানা সমস্যা ও সমাধানের দিক গুল ফুটে ওঠে।সাধারণত সর্ট ফিল্ম এর সর্বোচ্চ সময় বা দৈর্ঘ্য হয়ে থাকে  ৪০ মিনিট এর ভিতরে  আর সর্বনিম্ন কত তা জানা নাই । তবে  আমার মতে আদর্শ দৈর্ঘ্য   ৩ থেকে ৯ মিনিট হওয়া উচিত। আপনি যদি সর্ট ফিল্ম তৈরি তে সত্তি আগ্রহি হয়ে থাকেন তবে আমার প্রথম উপদেশ থাকবে বেশি  করে মুভি ও বিভিন্ন পুরষ্কার জেতা সর্ট ফিল্ম গুলো ইউটিউব থেকে দেখা। সর্ট ফিল্ম তৈরি র জন্য সবার আগে যে জিনিসটি খেয়াল রাখতে হবে  সেটি হচ্ছে গল্পের সেটিং বা জায়গা নির্বাচন। যেহেতু সর্ট ফিল্ম গুল সাধারণত অলাভজনক তাই অর্থের বিষয়টা মাথায় রাখবেন । আপনার গল্পে এমন কোন জায়গা রাখবেন না যেখানে জেতে অনেক ট্রান্সপোর্ট খরচ লাগে। চেষ্টা করবেন আপনার আশেপাশের কোন জায়গায় শুটিং করার, এবং সেই ভেবেই গল্পের প্লট তৈরি করবেন  । আর যে জিনিসটা সবচেয়ে আগে আসে সেতা হল ক্যামেরা ...। হয়ত ভাবছেন ভাল মানের ডিএসএলআর  বেবহার করবেন। সেটা কোন ফ্যাক্ট না। আপনি চাইলে ভাল মানের ডিজিটাল ক্যামেরা অথবা সেমি এসএলআর বেবহার করতে পারেন। এগুলোর গড় দাম সাধারণতর১৪ থেকে ১৯ হাজার এর ভিতর হয়ে থাকে। আর যদি তাও না থাকে তবে আপনার স্মার্ট ফোনের ক্যামেরা দিয়েই সুরু করে দিন। মনে রাখবেন আপনার গল্প ই হচ্ছে প্রধান,  আপনার গল্পে কি মেছেজ  উঠে  এসেছে দর্শক তাই দেখবে ... কতটা ভাল এডিটিং  করলেন তার উপর কম। কম বলতে ঠীক কম না...আসলে সর্ট ফিল্ম এর প্রধান উদ্দেশ্য ই হছে কোন এক টি বিষয় কে তুলে ধরা আর কিভাবে ক্যামেরা দিয়ে ভিডিও করবেন আসা করি তা আর আমার বলা লাগবে না

কারন এটা আপনি বোঝেন আর এর উপর ভিত্তি করেই আপনার এই পথে আসা আর সব শেষ যে বিষয় টা বলব তা হচ্ছে ভিডিও এডিটিং। এখনি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে  সুরু করে দিন। some editing software names : adobe premire pro, corel, sony vegus, etc

Wondershare video editing software  টা ব্যবহার করে দেখতে পারেন এটার জন্য তেমন কোন টিউটোরিয়াল দেখার প্রয়োজন হয় না। এটা দিয়েও মোটামুটি ভাল কাজ করা জায়

এবার হাতে সময় থাকলে আমার তৈরি করা সর্ট ফিল্ম টা দেখতে পারেন এই লিঙ্ক এ- https://www.youtube.com/watch?v=hOR1wCVGo2Q

সর্ট ফিল্ম টা ভাল লাগলে আমার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না

আমার পরবর্তী টিউনে এ সম্বন্ধে আরও ভাল কিছু নিয়ে লিখব

আর কোন কিছু জানতে বা কোন হেল্প এর জন্য আমাদের ফেসবুক পেজ

https://www.facebook.com/PcmobileSolutiontips/

 

 

Level New

আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুপ্রিয় অপূর্ব , আপনার Believe Creative Arts ইউটিউব চ্যানেলে ঘুরে এলাম, ভালো করেছেন শর্ট ফ্লিম গুলা,
তবে আপনাকে একটা কথা বলতে চাই আপনাদের ফ্লিমের সাউন্ড এডিটিং এর প্রয়োজন আছে।
যেমন ইচ্ছেপুরন এর ছেলেটির হাটার সময় পায়ের শব্দ আর আপনার ব্যাক গ্রাউন্ড মিউজিক মিক্সিং ঠিক নয় হঠাৎ পরিবর্তন খুব ভালো শোনাচ্ছে না। তারপর Absence ওই জম্বি মুভির ক্ষেত্রে, হররর ফ্লিমে সাউন্ড একটা খুব বড় ফ্যাক্টর হয়।
আপনি ভালো করে শুনবেন রাতের দিকে গাড়ির হর্ন ওই রকম হয়না আর এটাতেও ব্যাক গ্রাউন্ড মিউজিক মিক্সিং ঠিক নয় হঠাৎ পরিবর্তন খুব ভালো শোনাচ্ছে না। মিক্সিং ঠিক হলে আমি ১০ এ ৮ নম্বর দিতাম,
তবে আপনাদের চেষ্টাকে আমি স্বাগত জানাই, আরো এই রকম শর্ট ফ্লিম দেখার অপেক্ষায় রইলাম।

মতামত একান্ত ব্যক্তিগত , যদি খারাপ লেগে থাকে তো আমি দুঃখিত।

প্রত্যুত্তরের জন্য আগাম ধন্যবাদ আর টেকটিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ মেতে থাকুন প্রযুক্তির সুরে, ভালো থাকবেন ।

vai ..sekhar kono ses nei, apnar ei comment er maddhome really onek kichu janlam.. dhonnobad vai…