মুজিবনগর মেমরিয়ালের একটি অসাধারন! ভিডিও

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, ভাল থকেন সব সময় এই দোয়া করি!  আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ক্যামেরায় ধারনকৃত মুজিবনগর মেমরিয়ালের একটি ভিডিও।

ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন.

ঢাকা থেকে সড়কপথে সরাসরি মুজিবনগর যাওয়া যায়। এছাড়া বাসে মেহেরপুর জেলা সদর, সেখান থেকে সহজেই যাওয়া যায় মুজিবনগর। মেহেরপুর সদর থেকে মুজিবনগরের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।

ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে জে আর পরিবহন, মেহেরপুর ডিলাক্স, চুয়াডাঙ্গা ডিলাক্স এবং শ্যামলী পরিবহনের বাস সরাসরি যায় মেহেরপুর ও মুজিবনগর। ভাড়া ৩৫০-৫০০ টাকা।

নিজস্ব বাহন নিয়ে গেলে পাটুরিয়ার ফেরি পারাপারের ঝক্কি এড়িয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা অতিক্রম করে লালনশাহ সেতু (পাকশী সেতু) পেরিয়ে মেহেরপুর যাওয়া যায়।

মুজিবনগরে থাকার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল ‘মুজিবনগর’ নির্মাণ করা হলেও সেখানে নেই পানি ও বিদ্যুত। তবে মুজিবনগরে আছে মেহেরপুর জেলা পরিষদের ডাকবাংলো 'সূর্যোদয়'। কক্ষ খালি থাকলে এখানে থাকা যায়। মেহেরপুর জেলা সদরেও সাধারণ মানের কিছু হোটেল আছে।

বাস স্টেশনের কাছে আছে ফিন টাওয়ার হোটেল, নাইট বিলাস হোটেল এবং শাহজাদী আবাসিক হোটেল। বড় বাজারের কাছে আছে হোটেল মিতা, হোটেল অবকাশ, হোটেল অনাবিল ইত্যাদি। এসব হোটেলে ১শ’ থেকে ১ হাজার টাকায় কক্ষ পাওয়া যাবে।

জানিনা এ টিউনটি আপনারা কিভাবে নেবেন তবে যদি কারো ভাল লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ। Subscribe করতে.

এই লিংকে যাবেন. (Bangla Tutorial ইউটিউব চ্যানেলে)
এখন দেখুন ডানপাশে হেডারের নিচে লাল ব্যাকগ্রাউন্ডে Subscribe অপশন দেখতে পাবেন.
টিকদিয়ে Subscribe করতে পারবেন. Subscribe করলে পরবর্তি টিউটোরিয়াল গুলি আপনার গুগুল একাউন্টে পৌছে যাবে। তবে Subscribe করতে হলে অবশ্যই আপনার গুগুল একাউন্টে লগইন করতে হবে।

Level 2

আমি ওয়েবস্ বিডি ডটনেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস