বিখ্যাত ক্যামেরা ও ক্যামেরা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিফিল্ম নতুন একটি ক্যামেরা বাজারে ছেড়েছে। এই ফ্লাগশিপ ক্যামেরাটির মডেল ফুজিফিল্ম এক্স-টি১ আইআর। এটি ফুজিফিল্মের এক্সটি সিরিজের। এই ক্যামেরাটির বড় বিশেষত্ব হলো এতে ইনফ্রারেড সেন্সর রয়েছে। ফলে মানুষের চোখে যা ধরা পড়ে না তাও এই ক্যামেরাটি দিয়ে ধারণ করা যাবে।
ফুজির নতুন ক্যামেরার উচ্চমানের শুটিং ফিচারের পাশাপাশি ইনফ্রারেড টেকনোলজি সংযু্ক্ত করা হয়েছে। এতে করে ঘুটঘুটে অন্ধকারের ভালো মানের ছবি পাওয়া যাবে। ক্যামেরাটির মেগাপিক্সেল ১৬.৩। এতে এপিএস-সিএক্স-ট্রান্স সিএমওএস ২ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ক্যামেরাটির আইএসও রেঞ্জ ২৫৬০০ পর্যন্ত। এটি ওয়েদার রেসিট্যান্ট শেল আছে।
ফুজিফিল্ম জানিয়েছে, যারা ক্রাইম ফটোগ্রাফি করেন কিংবা ল্যাবরেটরিতে কাজ করেন এটি তাদের জন্য বিশেষ সহায়ক। এছাড়া রাতের বেলায় ছবি তোলার জন্য ক্যামেরাটি বেশ উপযোগী।
ক্যামেরাটি শুধু বডির দাম ১ হাজার ৭০০ ডলার। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার ২২৫ টাকা।
আমি রাসেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্যটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।