মাত্র এক ক্লিকেই ASCII কোডে রুপান্তর করুন আপনার ছবি!

প্রথমেই টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছু দিন আগে টেকটিউনসের সমস্যা নিয়ে টিউন করেছিলাম। তারপরে দেখছি গতি অনেক বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ পদক্ষেপ নেয়ার জন্য।
বর্তমানে অনেকেরই দেখছি টেকটিউনসের প্রফাইলে ছবি নেই। হয়তো ছবি দেয়ার সিস্টেম জানেন না। হিমায়িত দিহান ভাই খুব সুন্দরভাবে প্রফাইলে ছবি দেয়ার পদ্ধতি নিয়ে টিউন করেছেন। টিউনটি এখানে।
আরেকটা কথা কিছু দিন ধরে দেখছি সবাই মন্তব্য খুব কম করছে। এত কষ্ট করে সবাই টিউন করে আপনার একটা ধন্যবাদ পাওয়ার জন্য। তাহলে সেই ধন্যবাদ দিতে এত কার্পন্য কিসের? এবার কাজের কথায় আসি।

আমার আজকের টিউনের বিষয় হলো ফটোকে ASCII কোডে রুপান্তর। খুব সহজেই আপনার ছবিকে আসকি কোডে দেখতে পারবেন। সোজা ভাষায় আসকি কোড বলতে আপনার ছবি বর্ণ দিয়ে তৈরি হবে। অর্থাৎ অসংখ্য বর্ণ দিয়ে আপনার ছবি তৈরি হবে। নিচের ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে।

আপনি ইচ্ছা করলে কোন বর্ণ দিয়ে ছবি তৈরি হবে তা সিলেক্ট করে দিতে পারবেন। এমনকি আপনার নামের অক্ষর দিয়েও ছবি বানাতে পারেন। এছাড়া ছবির কালার,সাইজ ইত্যাদি পরিবর্তন করতে পারেন।

ছবিকে HTML, TXT, BMP, JPG, GIF, PNG ফরম্যাটে সেভ করতে পারেন। ব্যবহার করা খুব সহজ। ছবির সাইজ 120x120 পিক্সেলের চেয়ে কম হলে ভাল হয়। এখান থেকে ছবি রিসাইজ করতে পারেন।
আরও বিস্তারিত দেখুন এখানে

ডাউনলোড লিঙ্কঃ

Ascii Art Maker 1.71 সাইজ মাত্র ১মেগাবাইট।
আশা করছি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে
আল্লাহ হাফেয।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম, মজার জিনিস।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

WOW চমতকার টিউন !

খুবই উপকারের জিনিস দিছেন ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ।

খুবই ভালো

আপনার লেখা গুলি খুব সুন্দর । ধন্যবাদ ।

Level 0

JOTILLLLLLLLLLLLL hoise vai

চমৎকার

    আরে টিনটিন ভাই নাকি???????? অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
    ভাই তাড়াতাড়ি প্রফাইল ছবিটা দেন।

    টিনটিন ভাই কোত্থেকে এসে পড়লেন? ভুলেই তো গেছিলেন

    এখন বিশ্বাস হইতে শুরু করতেছে টিনটিন ভাই আবার আমাদের মাঝে ফিরে আসতেছেন।

Level 0

আমার ASCII আর্ট এর উপর একটি ছোট্ট খাট বল্গ আছে http://freeasciiart.blogspot.com/ ধন্যবাদ, কাজের জিনিস

এই বিষয়ে আরো আগেই টিউন হয়ে গিয়েছে। কষ্ট করে সার্চ করে নিবেন টিউন করার আগে।

তবে হ্যাঁ , আগের টিউন থেকে যে সফটওয়ার ডাউনলোড করেছিলাম সেটি কাজ করেনি আমার পিসি তে।

আপনার টা কাজ করছে। ধন্যবাদ

    আপনার মন্তব্য দেখে অবাক না হয়ে পারলাম না। আপনি বলছেন টিউন আগে হয়েছে তাই এই টিউন না করলেও চলতো। আবার আপনি নিজেই বলছেন আগের টিউনে ডাউনলোড করতে পারেননি। তাহলে আপনিই বলেন এ টিউনের কোন প্রয়োজন ছিল কিনা? আর আগের টিউনের লিঙ্কটা দিলে ভাল হয়।

সুন্দর টিউন করেছেন ধন্যবাদ।
সোলাইমান লিপি বা এ জাতীয় ইউনিকোর্ড ভিত্তিক ফন্টকে কিভাবে এমজে ফন্টে কনভার্ট করা যায় দয়া করে জানাবেন কি?

ভাল তো, এইটা দিয়ে কি মোবাইলের মেসেজ বা ফেসবুক বা এসবে পেস্ট করলে কাজ করবে ?

দারুন!!! অনেক মজা পেলাম!!! ধন্যবাদ!!!

মজার জিনিস ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ, মজা পেলাম ।

অনেক মজা লাগল ধন্যবাদ

এই ধরনের সফট নিয়ে হাসান যোবায়ের (আল-ফাতাহ্) হলেন মাষ্টার টিউনার।
অনেক সুন্দর হইছে ধন্যবাদ।

উবন্তুতে কি ভাবে ব্যবহার করবো?

Level 0

jotil tune

gr8 job bro!!

Techtunes-এর Problem-এর কারণে এই Tune-টি এইমাত্র পড়ার সুযোগ পেলাম…
অনেক সুন্দর একটা Soft…
অসংখ্য ধন্যবাদ…

~ !

আপনাকেও ধন্যবাদ।

thanks a lot…………………………………….

দারুন মজা!! এবার থেকে মোবাইলে ASCII মেসেজ পাঠাতে পারবো!!

অনেক ধন্যবাদ।
প্রিয়তে নিলাম।

লিংকটা চেক করেন। মনে হয় ঝামেলা আছে।

Level 0

খুব সুন্দর একটা টিউন ভাই।তবে,আমি আপনার প্রসংশা করব না।আমি জানি আপনি আরো ভালো টিউনার হতে পারবেন।ধন্যবাদ।

Level 0

কিয়া বাত হে ভাই।

Level 0

লিঙ্ক ডেড, ঠিক করে দিন প্লিজ।