প্রথমেই টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছু দিন আগে টেকটিউনসের সমস্যা নিয়ে টিউন করেছিলাম। তারপরে দেখছি গতি অনেক বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ পদক্ষেপ নেয়ার জন্য।
বর্তমানে অনেকেরই দেখছি টেকটিউনসের প্রফাইলে ছবি নেই। হয়তো ছবি দেয়ার সিস্টেম জানেন না। হিমায়িত দিহান ভাই খুব সুন্দরভাবে প্রফাইলে ছবি দেয়ার পদ্ধতি নিয়ে টিউন করেছেন। টিউনটি এখানে।
আরেকটা কথা কিছু দিন ধরে দেখছি সবাই মন্তব্য খুব কম করছে। এত কষ্ট করে সবাই টিউন করে আপনার একটা ধন্যবাদ পাওয়ার জন্য। তাহলে সেই ধন্যবাদ দিতে এত কার্পন্য কিসের? এবার কাজের কথায় আসি।
আমার আজকের টিউনের বিষয় হলো ফটোকে ASCII কোডে রুপান্তর। খুব সহজেই আপনার ছবিকে আসকি কোডে দেখতে পারবেন। সোজা ভাষায় আসকি কোড বলতে আপনার ছবি বর্ণ দিয়ে তৈরি হবে। অর্থাৎ অসংখ্য বর্ণ দিয়ে আপনার ছবি তৈরি হবে। নিচের ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে।
আপনি ইচ্ছা করলে কোন বর্ণ দিয়ে ছবি তৈরি হবে তা সিলেক্ট করে দিতে পারবেন। এমনকি আপনার নামের অক্ষর দিয়েও ছবি বানাতে পারেন। এছাড়া ছবির কালার,সাইজ ইত্যাদি পরিবর্তন করতে পারেন।
ছবিকে HTML, TXT, BMP, JPG, GIF, PNG ফরম্যাটে সেভ করতে পারেন। ব্যবহার করা খুব সহজ। ছবির সাইজ 120x120 পিক্সেলের চেয়ে কম হলে ভাল হয়। এখান থেকে ছবি রিসাইজ করতে পারেন।
আরও বিস্তারিত দেখুন এখানে
Ascii Art Maker 1.71 সাইজ মাত্র ১মেগাবাইট।
আশা করছি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে
আল্লাহ হাফেয।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
হুম, মজার জিনিস।
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.