হ্যালো টেকটিউনস। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। উপরের বিষয় দেখেন তো বুঝতে পারছেন যে আজকের বিষয় কি। আজ আমি আলোচনা করবো কি করে ডিজিটাল ক্যামেরা দিয়ে DSLR এর মতো ছবি তুলবেন। আসলে DSLR হলেই যে ভালো ছবি তোলা যায় সেটা কিন্তু না । ভালো ছবি তোলার জন্য যে DSLR ই লাগবে সেটা নয় । ভালো ছবি আপনার ডিজিটাল ক্যামেরাই তোলা যায়। শুধু কিছু বিষয় সম্পর্কে জানা থাকলেই হবে। আর সেই বিষয়গুলোই আমরা আলোচনা করবো।
আর হ্যা। আমি নতুন টিউনার আগে কয়টা টিউনস করছি। যদি আমার টিউন এ কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাপ করবেন। কারণ ভুল থেকে মানুষ শেখে আর কোনো প্রকার খারাপ টিউনমেন্ট করবে না দয়া করে।
যাইহোক মুরু করা যাক, প্রথমে আপনার ক্যামেরা জুম কলিটিটা একটু ভালো হকে হবে। তারপর আপনার প্রথমে একটা ফুলর ছবি তুলবেন ধরুন ।তখন আপনার ক্যামেরায় দেখবেন ৬ টা মুড আছে। মুড গুলোর নাম হচ্ছে। Close Up Mode, Night Mode, Color Mode, Flower Mode,Finish Mode, Light Mode/BeautyMode ... আপনি যখন কোনো ছোট ফুল এর ছবি তুলবেন যেমন।।
তখন Close Up Mode তুলবেন। আপনি যখন ছবি তুলবেন যত সম্ভব ফুলটা বড় করে ডিটেক করবেন। Close Up Mode আপনি যদি বড় করে ডিটেক না করেন তাহলে আপনার ছবিটি সম্পূর্ন ফুলটা আসবে না। উপরের ছবিটাতে আমি ৩টা ফুল ডিটেক করছি দেখুন ৩টাই আসছে। আর যখন আপনি মানুষ এর ছবি তুলবেন তখন Light Mode/BeautyMode .. নামে একটা যে কোনো মুড আছে ওটাতে যান এবার আপনার ক্যামেরার জুমটা একটু বাড়ান। তার পর প্রথমে আপনার ক্যামেরার যে বাটান দিয়ে ছবি তোলেন সেই বাটানে হালকা টিপ দেন যাতে ছবি না ওঠে তার পর আবার জোরে টিপ দেন এবার ছবি ওঠে দেখবেন DSLR এর মতোই ছবি উঠেছে। আর ্আপনাকে কিন্তু প্রথমেই ভালো করে যার পর ছবিটি তুলবেন সেই জিনিস বা ব্যক্তিকে ডিটেক করবেন। তাহলে আপনার ছবিটি দেখতে সুন্দর হবে।
আজ তো আমরা ডিজিটাল ক্যামেরার দুইটা মুড নিয়ে আলোচনা করলাম । পরবতী পর্বে আমরা Night Mode, Color Mode, Flower Mode,Finish Mode সসম্পর্কে আলোচনা করবো।
আমার ফটোগ্রাফী এর পেজ যদি আমার টিউনটা আপনার কাজে লাগে তাহলে আমার পেজে একটা লাইক দিয়েন :
সাদাকালো Photography
আজকের মতো বিদায় নিলাম।
আমি টেক পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কোন সিস্টেমএর কথা বলেছেন তা আমার জানা নেই। তবে আমার ডিজিটাল ক্যামেরায় “Background Defocus” নামের একটা অপশন সিলেক্ট করলে DSLR এর মত ছবি আসে।