এডভান্স ফটোগ্রাফির জন্য ক্যামেরায় লেন্স ব্যবহার অপরিহার্য। সাধারণত আমাদের দেশে লেন্সের দাম অনেক বেশী যার কারনে
আমাদের মত শখের ফটোগ্রাফার দের লেন্স ব্যবহার করার সৌভাগ্য হয়না তাই কিছু উপায়-
নিজে নিজে ক্যামেরার লেন্স বানানোর জন্য। দেখুন কাজে লাগতে পারে।
কি করে ৫ টি মেথড এ ম্যাক্রো লেন্স বানাবেন মোবাইলের জন-
১.Door Viewer Lens : আধুনিক কালের দরজার চিপায় চাপায় একটা ছোট ছিদ্র থাকে যেখান থেকে বাহিরের মানুষকে দেখা যায়,
রিং বাজলেই তাকাইয়া দেখে। এটা অনেক যায়গায় ব্যবহার করা হয়, যেখানে দরজা বা ঘর বাড়ির মেরামতের জিনিস পাওয়া যায়
সেখান থেকে এটা সহজে ১০০/১৫০ টাকা দিয়ে কিনে নিতে পারেন।
২।DVD Drive & Disposable Camera lens : পুরানো ক্যামার অথবা DVD থেকে অথবা সিডি থেকে সহজে লেন্স টা সংগ্রহ
করে মোবাইলের ক্যামারার পিছনে ক্লিপ দিয়ে লাগিয়ে লেন্স তৈরি করতে পারেন.।
৩।Water Drop : যাদের কিছুই নাই, তাদের বাড়ির আনাচে কানাচে খুজলেই এক ফোট পানি পেয়ে জাবেন, লল! আসলে পানি
আপনি সিরিঞ্জ থেকে এক ফোটা মোবাইলের ক্যামারার উপরে দিয়ে ট্রাই করতে পারেন(আমি ট্রাই করছিলাম, বাট না বোঝে করার
ফলে ক্যমারা টাই লাস্টে ঝাপসা হয়ে গেলো, পরে খুলে পরিষ্কার করেছি আবার)
৪: Reading Glasses Lens: দাদা-দাদী, নান-নানীর পাওয়ারের চশমা টা খুঁজে বের করে লাগিয়ে দিন ক্যামারা সামনে রেজাল্ট
ভালো পাবেন আমি ট্রাই করে দেখেছি এটা
৫: Magnifying Lens: এটা ও সেই ৪ নাম্বারের মতই, চশমার দোকানে দৌড়ায়া গিয়ে এই গ্লাস কিনে আনতে হবে, তবে বেশি
পাওয়ারের হলে বেশি ভালো রেজাল্ট পাবেন !
৬: লেজার লাইট: পোলাপানের খেলনার দোকান থিকা ৪০/৫০ টাকা দিয়ে কিনে লাইট টা ভেংগে ফেলুন সুন্দর ভাবে, ভিতরে একটা
ছোট লেন্স পাবেন সেটাও ২ নাম্বারের মতন করে লাগিয়ে কাজ করুন...
[নোট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক ছোট সাবজেক্ট এর ছবি তুলার সময় ঐ টার অনেক কাছে যেতে হবে, সে ক্ষত্রে অনেক কাছা
কাছি ক্যামারা টা নিয়ে জান সাবজেক্ট এর, আর এ ক্ষেত্রে ফ্লাস কে Torch মোড দিয়ে রাখুন, তা না হলে কিছুই দেখা যাবে না, 'অনেকে
বলবে Torch /flash ব্যবহার না করতে, কিন্তু এক্ষেত্রে করে দেখুন কাজে না লাগলে বকা আমাকে দিয়েন]
ভালো থাকুন, বেশি বেশি ছবি তুলুন
[তথ্য আর ছবি গুলো গুগল থেকে নেওয়া, কারো কোন ভুলের জন্য ক্যামারর সমস্যা হলে আমি দায়ী হবো না]
এই ছবি গুলা কিন্তু মোবাইল দিয়ে তোলা-
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আছি ফেসবুকে।
আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাটাফাটি।