আসসালামুআলাই কুম, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো । অনেক দিন হল কোন টিউন করিনা , পরিক্ষার চাপে আর সময়
পাইনা, আজ একটু সময় পেলাম তাই আজ ফটোগ্রাফি নিয়ে টিউন করলাম ।
১ম টিউন এখানে। আমাদের দেশে ফটোগ্রাফি খুব একটা
পরিচিত বিষয় নয় । অনেক মেধাবী ফটোগ্রাফার থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমরা শখ অনুযায়ী এগুতে পারছিনা । তবে
আমাদের ২০০০০-৩০০০০ টাকা দিয়ে ক্যামেরা কেনার সামর্থ না থাকলেও সবার হাতেই কিন্তু মোবাইল আছে । তো চলুন মোবাইল
দিয়েই শুরু করি ফটোগ্রাফি অনেকেই বলতে পারেন মোবাইল দিয়ে আবার ফটোগ্রাফি কিসের ? আমি তাদের বলি দাদাভাই বর্তমানে
মোবাইল হল রুপকথার সেই আলাদিনের চেরাগ ! সঠিক দিক নির্দেশনা আর সুন্দর দৃষ্টি ভঙ্গি থাকলে আপনিও তুলতে পারেন অসাধারণ
সব ছবি! মনে রাখবেন বেশী মেগাপিক্সেল আর দামি ক্যামেরা হলেই ভালো ছবি উঠবে এমন কিন্তু নয়।আপনি আমাদের পেজে আসুন
দেখুন সেখানে সবাই মোবাইল দিয়ে কত সুন্দর সুন্দর ছবি তুলছে যা আপনি কল্পনা করতে পারেন নি। নিচে মোবাইল ফটোগ্রাফার দের
জন্য কিছু চরম টিপস - টিপস গুলো দিয়েছেন "নীল শালুক"
টিপস১---ছবি তোলার সময় Digital Zoom করা থেকে বিরত থাকুন...
টিপস ২---আগে ছবি তুলুন তারপর Crop করে zoom এর কাজ টা সেরে নিন.
টিপস ৩---মাঝে মাঝে মোবাইলের পিছনের ব্যাক কাভার টি খুলে নরম টিস্যু তে একটু পারফিউম লাগিয়ে আলতু করে মুছে ফেলুন..
ক্যামারা চার পাশে যেনো কোন ছোট ছোট ময়লা না থাকে সেটার দেকি খেয়াল রাখবেন।
টিপস৪---কিসের ছবি তুলছেন তার দিকে খেয়াল রাখুন, ছবিতে আলো খুঁজোন.... Photography মানেই তো আলোকচিত্র তাই না!
টিপস৫---ভাববেন না মোবাইলে ছবি তুলার জন্য তেমন কোন ভালো অপশনে নেই, Mobile Photography Awards নামে
google করে দেখে নিবেন। এর মানে এই যে মোবাইল এর ক্যামারাতে অনেক কিছুই আছে যা আমি আপনি ব্যবহার করতে পারছি
না...
টিপস৬--- Blur & Bokeh , Blur মানেই কিন্তু Photography না, এটা নিয়ে মাথা না ঘামিয়ে অনেক কিছু আছে যা না মাথা ঘামালে
এর চেয়ে ভালো ছবি তুলতে পারবেন...
টিপস৭---এক রকম Subject এর ছবি না তুলে নতুন নতুন থিমস, সাবজেক্ট, আলো নিয়ে খেলা করুন, খেলা করতে থাকলেই
দেখবেন আলো ঠিক আপনার সাথে খেলা শুরু করছেন।
টিপস৮---Photoshop Lightroom (pc) ব্যবহার কারীরা ছবিতে 60+ sharpen, 40+ Noise Reduction, Clearity 20,
Vibrance 15, Satuation 20 দিয়ে সহজে ছবিটাকে সুন্দর রুপ দিতে পারেন, Same Thing u do in Mobile Lightroom
apps
টিপস৯---Mobile Flash ব্যবহার করা ভুলে যান.... অন্য কোন আলোর Source খুঁজে বের করুন... (যদি ফ্লাস ব্যবহার করতেই
চান Iso 400, Expouser Value -3EV)
টিপ্স ১০--- খুব সহজে Filters ব্যবহার করে ছবিতে নতুন রুপ দিতে পারেন...
.Photography apps...
1. Photoshop Touch
2.Photoshop Express
3.Adobe Lightroom
4.PiXlr
5.picsArt
6.Snapspeed (My Fav App)
7.After Focus Pro/Real Bokeh Pro( For Blur)
উপরের সবগুলাই ফটো Edit, PP এপ্স...
Stock Camerar উপর আমার মনে হয় না ভালো ক্যামারা হয়!!! Just for Jokes! আমার এটাই মনে হয়...
1. Camera FV-5 Pathed
2. Snap Camera HDR
3. Lenovo Camera
4. Google Camera
5. Camera 2
6. DSLR camera Pro(I used it for Street Photo capture, Shutter Speed ভালো স্পিড দেয়)
কিছু অসাধারন ছবি যা মোবাইল দিয়ে তোলা-
ফটো ক্রেডিট - নীল শালুক
লাস্ট এ একটা মজার টিপ্স দেই,
ভ্যাসলিন এর সাথে হালকা লাল নীল বেগুনী রং লাগিয়ে ক্যামারা দুই পাশে হালকা লাগিয়ে ম্যাজিক দেখতে পারেন, পানিতে ছোট কোন
ভাসমান বস্তু রেখে মোবাইল টা বড় কাচের মগে ঢোকিয়ে কিছু দারুন ছবি তুলে রাখতে পারেন... আমরা মাঝে মাঝে বিভিন্ন রকম রংগীন
পলেথিন দেখি সেগুলো Camera সামনে লাগিয়ে মজার কিছু effect তৈরি করতে পারেন...
আলোটা যেনো যেটার ছবি তুলছেন তার সামনে থেকে আসে পিছন থেকে নয়... Subject এর পাশা পাশি Background ঠিক আছে
কিনা বাকা বা বেনান কিনা দেখে নিন....
আর Blur মানেই Photography না!!
আবারো বলি...... Happy Clicking...
আমাকে ফেসবুকে পাবেন । আমাদের গ্রুপ। আমাদের পেজ ।
আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো জিনিস অনেক কিছু শিখলাম