DSLR দিয়ে সেলফি হবে ফাটাফাটি কুয়ালিটির- কিভাবে?

DSLR এখন আমরা সবাই চিনি। ভালো মানের ছবি তোলা মানেই DSLR দিয়ে ছবি তোলা। আজকাল অনেকেই DSLR দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুক এ দিচ্ছেন আবার অনেকে আফসোস করছে ইসস আমারও যদি একটি DSLR থাকতো!

DSLR সাইজে বেশ বড় হয় তাই DSLR দিয়ে ভালো ছবি তোলা গেলেও নিজের ছবি তুলতে গেলে অন্য কারও সাহায্য নিতে হয়। নিজে নিজের ছবি তোলা খুব কষ্টসাধ্য আবার অনেক সময় তা হয়েও ওঠেনা তাই সচরাচর দেখা যায় যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের নিজেরই সুন্দর ছবি খুব কম। সে হয়ত অনেক ভালো ছবি তুলে দিচ্ছে অন্যদের কিন্তু নিজের ছবি তোলার লোক নেই। কেউ কেউ আয়ানার সামনে গিয়ে নিজেই নিজের ছবি তলে DSLR কামেরা দিয়ে। অন্য কাউকে দিয়ে জে তলাবেন সেখানেও সমস্যা,  অনেকেই DSLR ক্যামেরা কিভাবে চালাতে হয় সেটিও হয়ত জানেননা। আগের আর্টিকেল এ বলেছিলাম যেখানে প্রবলেম এর সৃষ্টি সেখান থেকেই তার সমাধান এর পথ বের হয়।

এ জন্যই Phottix  এর মত কোম্পানি নিয়ে এসেছে DSLR এর জন্য ওয়ারলেস রিমোট যা দিয়ে আপনি খুব সহজেই কামেরাকে ট্রাইপড কিংবা টেবিল এর উপরে রেখেও ছবি তুলতে পারবেন খুব সহজে। পরিবারের সবার সাথে এখন থেকে আপনি আর বাদ পরবেন না। আসা করি যাদের DSLR আছে বা যারা কিনব কিনব ভাবছেন তাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি zhosen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ১.২২ অনুযায়ী – আপনার পণ্যের ও সেবার সহজ ও সুষ্ঠু প্রচারের জন্য টেকটিউনস এডভার্টাইজিং এর সহয়তা নিন। এই টিউনটি আপনি টেকটিউনস স্পন্সরড টিউন হিসেবে প্রকাশ করতে পারেন। টিউনটি টেকটিউনস স্প্ন্সরড টিউন হিসেবে প্রকাশ করার জন্য [email protected] এর সহয়তা নিন।

ধন্যবাদ।