প্রিয় টেক কমিউনিটি, প্রথমেই সবাইকে আমার সালাম জানাই। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ৯ম টিউন নিয়ে। আমার আজকের টিউনটি প্রযুক্তি নির্ভর নয়।
টেকটিউনসের নীতিমালায় বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করতে বলা হয়েছে । কিন্তু হঠ্যা? আমার সবচেয়ে ভালোবাসার মানুষ ফাহাদ ভাইয়ের মেসেজ পেলাম । তিনি আমাকে অনেক ভালো এই ফটোগ্রাফি গুলোর লিংক দিলেন । তারপর ফটোগ্রাফি বিভাগটি যখন চোখে পড়লো , ভাবলাম টিউনটি করেই ফেলি । টিউনের পুরো ক্রেডিটটা ফাহাদ ভাইয়ের ।
গতকাল আমাদের মাঝে ছিলো বিশ্ব ভালোবাসা দিবস । আমরা হয়তো সবাই এই দিনের ইতিহাস সম্পর্কে ভালোভাবেই জানি ।
এদিনের পেছনের ইতিহাস নিয়ে নানা রকম ব্যাখা আছে। তবে সেসবের একটির সঙ্গে অপরটির বেশ পার্থক্য দেখা যায়। সেসব বিতর্কে না গিয়ে দেখা যাক উইকিপিডিয়াতে কি আছে। উইকিপিডিয়া বলছে, ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইনস নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার- অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনসের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইনসের স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন। ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন উৎসব পিউরিটানরাও এক সময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন করা থেকে বিরত থাকার জন্যে নিষিদ্ধ ঘোষণা করে। এ ছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়।
তবে বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে ব্যায় হয়। এ দিবসে আনুমানিক প্রায় আড়াই কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি বিভিন্ন ভাবে পালিত হবে। মূলত প্রিয়জনকে ভালোবাসা নিবেদনের বিশেষ একটি দিন হিসেবে ১৪ ফেব্রুয়ারিকে চিহ্নিত করা হয়েছে। বিশেষ এ দিনে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ভালোবাসা নিবেদন করা হয়। যদিও ভালোবাসার নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। বিশ্বজগতেভালোবাসাভিন্নরূপেনিবেদন করা হয়ে থাকে। যেমন মালয় ভাষায় ‘সায়া চিন্তা আওয়া’, হিন্দিতে ‘মেঁ তুমকো পেয়ার করতা হুঁ’, কোরিয়ায় ‘সায়া সিন টামো’, ইংরেজিতে ‘আই লাভ ইউ’, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি’ বলার ধরণও নানা বৈচিত্র্যে ভরপুর। কিন্তু সবার উদ্দেশ্য একটাই, মনের মানুষের কাছে মনের ভাব প্রকাশ করা। আমরা বাঙ্গালিরা আমাদের নিজেদের মতো করে দিনটিকে সাজিয়ে নেই। কেউ বা ঘুরতে বের হন, কেউ দুরে কোথাও ঘুরতে যান, কেউ আবার বাসায় থাকতেই পছন্দ করেন।
ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য । আমাকে পাবেন ফেসবুকে ।
আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...
ওয়াউ! চোখ ধাঁধানো ছবির কালেকশন 😀
ভালোবাসতে ইচ্ছে করুক বা না করুক, ছবিগুলো দেখে মনটা আনচান করে উঠলো 😛
টিউনটি অনেক সুন্দর এবং গোছানো হয়েছে, ধন্যবাদ আতিক এতো সুন্দর টিউন করার জন্য 🙂