বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি ব্লগ এবং অনলাইন কমিউনিটি বাংলা ফটোগ্রাফি স্কুল এর পক্ষ থেকে সবার জন্য ঈদের স্পেশাল এক ফটোগ্রাফি টিউন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমরা প্রায় সবাই মনে করি, যত বেশি Megapixel তত বেশি ভালো ক্যামেরা। আসুন দেখি তাহলে কোনটা বেশি ভালো নিচের ছবির দুটির দিকে তাকান।
1.3Megapixel
5.0 Megapixel
এক নম্বর ছবিটা 1.3 Megapixel
দুই নাম্বার ছবিটা 5.0 Megapixel
প্রথম ছবিটা আকৃতিতে ছোট কিন্তু পরিষ্কার।
দ্বিতীয় ছবিটা আকৃতিতে বড় কিন্তু ঘোলাটে।
প্রথম ছবির ক্যামেরার হার্ডওয়্যার ভালো অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর ভালো মানের।
দ্বিতীয় ছবির ক্যামেরার হার্ডওয়্যারের মান নিচু অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর খারাপ মানের।
এ থেকে এটা মনে করা যাবেনা বেশি Megapixel খারাপ, আর কম Megapixel মানে ভালো।
আসুন একটা অংক করি।
1.3 Megapixel =(1280x960) pixel =12,28,800 pixel
5.0 Megapixel =(2560x1920) pixel =49,15,200 pixel
প্রথম ক্যামেরার উপর দায়িত্ব ছিল বারো লক্ষ আটাশ হাজার আটশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। এবং প্রথম ক্যামেরা কাজটি ভালো ভাবেই করেছে।
দ্বিতীয় ক্যামেরার উপর দায়িত্ব ছিল উনপঞ্চাশ লক্ষ পনের হাজার দুইশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। কিন্তু দ্বিতীয় ক্যামেরায় এত বিশাল অংকের পিক্সেল ক্যাপচার করার মত পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকায় কাজটি ভালোভাবে করতে পারেনি।
আমি বলতে চাচ্ছি Megapixel দিয়ে ক্যামেরার মান বিচার করতে পারবেন না। Megapixel অবশ্যই গুরুত্বপূর্ন। কিন্ত Megapixel পেছনে শক্ত খুটি (লেন্স, ইমেজ সেন্সর) গুলো আরো বেশি গুরুত্বপূর্ন।
ক্যামেরার মান বিচার করতে হবে লেন্স, ইমেজ সেন্সর দেখে। লেন্স, ইমেজ সেন্সর পরিক্ষা করার জন্য হার্ডওয়্যার বিশেষজ্ঞ হতে হবেনা।
নিজে ছবি তুলুন এবং ছবি গুলো দেখুন। দেখার মত চোখ থাকলে অবশ্যই ভালো ক্যামেরা কিনতে পারবেন।
আর একটা কথা, ভালো ক্যামেরার 2 Megapixel এর একটি ছবি আট ইঞ্চি বাই দশ ইঞ্চি পেপারে খুব চমৎকার প্রিন্ট হয়।
ফটোগ্রাফি শিখতে এবং আপনার ফটোগ্রাফির জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে ঘুরে আসুন বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি ব্লগ http://www.banglaphotographyschool.com । নিজে ফটোগ্রাফি শিখুন। অন্যদেরও শিখতে সাহায্য করুন।
সবাইকে ধন্যবাদ।
ভালো পোস্ট।শিখে নিলাম।