ক্যামেরায় বেশি Megapixel মানেই ভালো ক্যামেরা নয় !!!

বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি ব্লগ এবং অনলাইন কমিউনিটি বাংলা ফটোগ্রাফি স্কুল এর পক্ষ থেকে সবার জন্য ঈদের স্পেশাল এক ফটোগ্রাফি টিউন। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমরা প্রায় সবাই মনে করি, যত বেশি  Megapixel  তত বেশি ভালো ক্যামেরা। আসুন দেখি তাহলে কোনটা বেশি ভালো নিচের ছবির দুটির দিকে তাকান।
 1.3Megapixel


            5.0 Megapixel

এক নম্বর ছবিটা 1.3 Megapixel
দুই নাম্বার ছবিটা 5.0 Megapixel

প্রথম ছবিটা আকৃতিতে ছোট কিন্তু পরিষ্কার।
দ্বিতীয় ছবিটা আকৃতিতে বড় কিন্তু ঘোলাটে।

প্রথম ছবির ক্যামেরার হার্ডওয়্যার ভালো অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর ভালো মানের।
দ্বিতীয় ছবির ক্যামেরার হার্ডওয়্যারের মান নিচু অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর খারাপ মানের।

এ থেকে এটা মনে করা যাবেনা বেশি Megapixel খারাপ, আর কম Megapixel মানে ভালো।
আসুন একটা অংক করি।
1.3 Megapixel =(1280x960) pixel =12,28,800 pixel
5.0 Megapixel =(2560x1920) pixel =49,15,200 pixel
প্রথম ক্যামেরার উপর দায়িত্ব ছিল বারো লক্ষ আটাশ হাজার আটশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। এবং প্রথম ক্যামেরা কাজটি ভালো ভাবেই করেছে।
দ্বিতীয় ক্যামেরার উপর দায়িত্ব ছিল উনপঞ্চাশ লক্ষ পনের হাজার দুইশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। কিন্তু দ্বিতীয় ক্যামেরায় এত বিশাল অংকের পিক্সেল ক্যাপচার করার মত পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকায় কাজটি ভালোভাবে করতে পারেনি।
আমি বলতে চাচ্ছি Megapixel দিয়ে ক্যামেরার মান বিচার করতে পারবেন না। Megapixel অবশ্যই গুরুত্বপূর্ন। কিন্ত Megapixel পেছনে শক্ত খুটি (লেন্স, ইমেজ সেন্সর) গুলো আরো বেশি গুরুত্বপূর্ন।
ক্যামেরার মান বিচার করতে হবে লেন্স, ইমেজ সেন্সর দেখে। লেন্স, ইমেজ সেন্সর পরিক্ষা করার জন্য হার্ডওয়্যার বিশেষজ্ঞ হতে হবেনা।
নিজে ছবি তুলুন এবং ছবি গুলো দেখুন। দেখার মত চোখ থাকলে অবশ্যই ভালো ক্যামেরা কিনতে পারবেন।
আর একটা কথা, ভালো ক্যামেরার 2 Megapixel এর একটি ছবি আট ইঞ্চি বাই দশ ইঞ্চি পেপারে খুব চমৎকার প্রিন্ট হয়।

ফটোগ্রাফি শিখতে এবং আপনার ফটোগ্রাফির জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে ঘুরে আসুন বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি ব্লগ  http://www.banglaphotographyschool.com । নিজে ফটোগ্রাফি শিখুন। অন্যদেরও শিখতে সাহায্য করুন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি arghyabanik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পোস্ট।শিখে নিলাম।

৫ মেগাপিক্সেল গিয়ে ছবি তোলার সময় যে হাত কাপাইছেন সেট দেখেই বুঝা যায়।আর শুনেন মেগাপিক্সেল যদি ও বেশি কার্যকর না,তবে প্রতিনিয়ত ক্যামেরা কোম্পানি গুলো বেশি মেগাপিক্সেল এর ক্যামেরা বের করতেছে।ছবি নিখুত হওয়ার জন্য মেগাপিক্সেল বেশি জরুরি।যত বেশি মেগাপিক্সেল থাকবে ততই বেশি ছবিটা নিখুত হবে।খালি এই ২ টা উদাহরন দিয়ে নিজের সাইট এর বিজ্ঞাপন দেন সেটা আমরা ভালোই বুঝি।।তবে একটা ব্যাপার ছবি তোলার জন্য নিজের তোলার দক্ষতা মারাত্মক বেশি দরকার।আশা করি আপনার ভাগ্যে কোনো একদিন nikon d4s or canon 5d mark 3 আসবে।তখন দেখায়েন মেগাপিক্সেল কেন বেশি লাগেনা।

    @dip mazumder: আপনি গুগোলে গিয়ে নকিয়ার ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন nokia 1020 এর সাথে ক্যাননের ২৩ মেগাপিক্সেলের প্রফেশনাল ক্যামেরা 5D makk iii কমপেয়ার করে দেখুন। নিজেই বুঝবেন সেন্সর নাকি মেগাপিক্সের কোনটা বেশী গুরুত্তপুর্ন। ধন্যবাদ।

thanks for share,

ভাইয়া DSLR নিব ভাবতাছি ৩০০০০ মধ্যে কনটা নিলে ভালো হবে……

    @হেল্প মি: বাজেট একটু বাড়িয়ে ৩৫০০০ করলে canon 600D পাবেন। বিগিনার ডিএসএলআর এর মধ্য একটা চমৎকার ক্যামেরা।

পোষ্ট এবং কমেন্ট পড়ে পুড়াই কনফিউসড হয়ে গেলাম। আরো জানতে চাই। কত মেগা পিক্সেল? কত এম. এম. লেন্স? কোনটা ভাল কোনটা খারাপ? ইত্যাদি

    @shofiqsohel48: ভাইয়া, আপনি sensor size vs megapixels গুগোলে সার্স দিয়ে দেখুন। তাহলেই বুঝতে পারবেন 🙂

ভাই Canon 1100 D টা কেমন হবে কিনলে ? এটার পিকচার কুয়ালিটি কেমন ? একটু জানান দয়া করে ।

    @সামি ইসলাম: EOS 1100D ভালো ক্যামেরা। তবে আমার মনে হয় বাজেট একটু বাড়িয়ে 600D নেয়াটাই বেটার।

Site er ad dilen naki ?

কত বেশি লাগতে পারে ? #arghyabanik

Level 0

সুন্দর পোস্ট। নতুন কিছু জানলাম। ভবিষ্যতে ক্যামেরা কিনতে গেলে তথ্যটি অবশ্যই কাজে দেবে।

Level 0

Canon 600 D কোথায় পাওয়া যাবে? আর Cheap এ কোন লেন্স কিনলে মোটামুটি ভালমানের Telephoto shooting করা যাবে + Regular picture টোলা যাবে,বলবেন প্লিজ।

    600D ঢাকায় বসুন্ধরা সিটির ক্যামেরা জোনে কিনতে পারবেন। অন্যান্য জেলায় রায়ানস কম্পিউটারে পাবেন। তবে দাম একটু বেশি হবে।

Level 0

Canon 600D Valo Na Nikon D3200 Valo?

    দুটো প্রায় একই ক্যামেরা

ভাই আমি canon powershot sx500 ls এই ক্যামেরা টা কামন হবে ।আমার বাজেট বিষ এর মধ্যে।