জেনে নিন ফটোগ্রাফির কিছু প্রফেশনাল টিপস এবং রুলস আর এই ঈদে চমৎকার সব ছবি তুলে চমকে দিন বন্ধুদের!!!

সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সকলের ঈদ কাটুক খুশিতে এবং সকলের জীবনে বয়ে আনুক সুখ সম্মৃদ্ধি এবং অনাবিল আনন্দ। ঈদ মোবারক।

বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি ব্লগ এবং অনলাইন কমিউনিটি বাংলা ফটোগ্রাফি স্কুল এর পক্ষ থেকে সবার জন্য ঈদের স্পেশাল এক ফটোগ্রাফি টিউন। আশা করি আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি মূলত পুরোটাই নিজের সৃষ্টিশীলতার উপর। সবকিছুর উপর এখানে নিজের ভালোলাগাটা। তবুও কিছু রুলস জানা উচিত। কারন রুলস জানলেই আপনি রুলস ভাঙতে পারবেন। বুঝতে পারবেন কেন কোন রুল কাজে লাগে। রুলস ফটোগ্রাফারের সুবিধার জন্যই।
নিচে ফটোগ্রাফির কিছু বেসিক রুল দেয়া হলো।
আপনার সাবজেক্টকে যতটা সম্ভব সহজ ও সাবলিল রাখুনঃ
আপনার সাবজেক্টকে বা যার ছবি তুলবেন, তাকে যতটা সম্ভব সহজ ও স্বাভাবিক থাকতে বলুন। তাকে স্বাভাবিকভাবেই হাসতে, খেলতে বা চলাফেরা করতে বলুন। তাকে বলুন আমি লাইট টেস্ট করার জন্য কিছু টেস্ট শট নিচ্ছি। তিনি তখন স্বাভাবিকভাবে পোজ দিবেন। তখনি আপনি  বিভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলে নিবেন।
সরাসরি সূর্যের আলোতে ছবি তুলবেন নাঃ 
সরাসরি সুর্যের আলোতে ছবি তুললে ছবিতে আলোছায়ার পার্থক্য অনেক বেশী হয়। একারনে অনেক সময় ছবি জ্বলে যায়। ছবি তোলার জন্য সূর্য ওঠার পরের সময় এবং বিকালবেলা উপযুক্ত। আকাশ মেঘলা থাকলেও সুন্দর ছবি তুলতে পারবেন। কারন ওই সময় ব্যালান্সড লাইট পাওয়া যায়।
চোখে ফোকাস করুনঃ
পোর্ট্রের্ট ফটোগ্রাফিতে সাবজেক্টের চোখ হলো একটি প্রধান বিন্দু। পোর্ট্রের্ট ফটোগ্রাফির ফোকাস পয়েন্ট হলো চোখ। তাই চোখে ফোকাস করলেই সবচেয়ে সুন্দর ছবি পাওয়া যায়।
Less is Best:
সাধারন ফটোগ্রাফির জন্য বেশী জাকজমকপূর্ন জায়গা বা ড্রেসের প্রয়োজন নেই। প্রয়োজন নেই স্টুডিও লাইটিং এর মত দামী সরঞ্জামেরও। সাধারন জীবনের ফটোগ্রাফির জন্য সিমপ্লিসিটিই বেষ্ট। সাধারণ প্লেস, ড্রেস বা সাধারন পোজও একটা ছবিকে অসাধারন করে তুলতে পারে।

ফটোগ্রাফি শিখতে এবং আপনার ফটোগ্রাফির জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে ঘুরে আসুন বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি ব্লগ  http://www.banglaphotographyschool.com । নিজে ফটোগ্রাফি শিখুন। অন্যদেরও শিখতে সাহায্য করুন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি arghyabanik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanx nice tune

Level 0

valo, aro likhben

Level 0

amar khali Parkinson Disease ace bole, noile sobi tule fatiye ditam. Sobi tolar somy hat kape…