ছবি তুলতে কে না ভালবাসে? ছবি তোলা কারো নেশা আবার কারো পেশা। এখানে খানে বিভিন্ন কারণে মানুষ ছবি তুলে চলেছে। বর্তমান সময়টা ফটোগ্রাফির দৃষ্টিকোণ থেকে একটু পরিবর্তিত হয়েছে। এইতো কিছু আগের সময়ের কথাই ধরা যাক- ছবি তোলার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রথম আকর্ষণ ছিল ছোট্ট/কমপ্যাক্ট টাইপের বিভিন্নরকম ডিজিটাল ক্যামেরা। যেগুলো দিয়ে খুব সহজেই সুন্দর ঝকঝকে ছবি তোলা যায়।
কিন্তু হঠাৎ করেই সময়টা যেন পাল্টে গেল। এখন ব্যক্তিগত ব্যবহারের জন্য অনেক সাধারণ মানুষ যেমন- বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা, স্বচ্ছল পরিবারের গৃহকর্তা, সৌখিন ব্যবহারকারীরা ক্যামেরা কেনার সময় DSLR ক্যামেরার প্রাধান্য দিচ্ছেন। DSLR ক্যামেরার একটু হিড়িক পড়ে গেছে। অথচ এর সঠিক ব্যবহার বেশ জটিল এবং সাধারণ ক্যামেরা যত দ্রুত আয়ত্বে আনা যায় DSLR ক্যামেরা ঠিক তার বিপরীত। ব্যপার না। চেষ্টা হচ্ছে এটা ভালো কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে- যারা একটি DSLR ক্যামেরার মালিক তাদের অনেকের থেকে ভালো কিছু বের হচ্ছে না কারণ তারা আফসোস করেন কিন্তু চেষ্টা করেন না ব্যস্ততার অজুহাতে আর ক্যামেরাটা সাজিয়ে রাখতে খুব পছন্দ করেন। তবে আমার মনে হয় যারা সত্যিকারের ফটোগ্রাফিতে উৎসাহী তাদের থেকে আজ নয়তো কাল কিছু অন্যে পাবে। অনেক কথা হয়ে গেল- আরো অনেক আছে। বাদ দেই আর আসি মূল প্রসঙ্গে।
HDR ফটোগ্রাফি হচ্ছে আধুনিক ফটোগ্রাফির একটি কৌশলের নাম। যাকে বলা হচ্ছে- High Dynamic Range ফটোগ্রাফি। যেখানে একাধিকবার বিভিন্ন এক্সপোজার ভ্যালুতে গৃহীত কতগুলো ছবিকে Merge করে একটি ছবিতে রূপান্তর করা হয়।
HDR ফটোগ্রাফি ব্যবহার করা হয় ক্ষেত্র বিশেষে। খুব সাধারণ একটি উদাহরণ হলো- ধরুন আমি আপনাকে বললাম ভোরের সূর্য উদিত অবস্থায় এমন একটি ছবি তুলে দিবেন যেখানে সুর্যের আকৃতি থাকবে সুস্পষ্ট এবং সেই সাথে নিচের এলাকার দৃশ্য হবে পরিষ্কারভাবে দর্শনযোগ্য। আপনি কি পারবেন?
অবশ্যই আপনি পারবেন না, শুধুমাত্র HDR ফটোগ্রাফি ব্যতীত। কারণ খুব সাধারণ- আপনি যখন সুর্যের ছবি তোলার জন্য ক্যামেরা এডজাস্ট করবেন তখন আপনার ল্যান্ডস্ক্যাপ কালো হয়ে যাবে। আবার যখন ল্যান্ডস্ক্যাপ সঠিক আলোতে আনেন অবশ্যই সূর্যটি Over Exposed/Burn হয়ে যাবে। এখন বলুন ছবিটি তুলবেন কিভাবে? বোঝাতে পারলাম কি?
কম আলোতে ফটোগ্রাফি করার ক্ষেত্রে HDR ফটোগ্রাফির প্রয়োজন হতে পারে যেখানে কিছু বস্তু দেখা যায় আর কিছু দেখাই যায় না। সূর্যের আলোতে ছবি তুলতে গেলে অনেক সময় দেখবেন উজ্জল স্থানগুলো প্রায় জ্বলে যাচ্ছে কিন্তু ছায়ায় কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আলো ছায়ার মাঝে কনস্ট্রাস্টের আধিক্যের কারণে।এই ধরণের ফটোগ্রাফি করার ক্ষেত্রে HDR ফটোগ্রাফির প্রয়োজন হবে।
বড় ধরণের এলাকা নিয়ে ফটোগ্রাফি করার ক্ষেত্র্রে HDR ফটোগ্রাফির প্রয়োজন হবে কারণ এ ধরণের ছবিতে প্রচুর বিষয়বস্তু থাকে যার সবকিছু সমান আলো পায় না। বিশেষ করে যদি সেটা হয় খোলা আকাশের নিচে। আপনি আপনার ভূমির এলাকা পরিষ্কার আনতে পারলে আকাশ সঠিকভাবে আনতে পারবেন না। ছবিতে অন্যধরণের মাত্রা আনার জন্য HDR ফটোগ্রাফির প্রয়োজন হবে কারণ HDR ফটোগ্রাফিগুলো একটু ভিন্ন ধাচেঁর হয় এবং অনেকে বিশেষ আকর্ষণ নিয়ে দেখে।
HDR ফটোগ্রাফির জন্য দুটি ভিন্ন পদ্ধতির একটি হলো অনেক DSLR/Digital ক্যামেরার মধ্যে HDR এর সরাসরি অপশন থাকে যা আপনি ব্যবহার করতে পারেন। আর না থাকলে তা ম্যানুয়ালি আপনাকে করতে হবে।
আমরা ম্যানুয়াল পদ্ধতি দেখব। আপনি HDR ফটোগ্রাফি করার জন্য আপনার নির্বাচিত এলাকায় ক্যামেরা স্থাপন করুন। অবশ্যই চেষ্টা করবেন ট্রাইপড ব্যবহার করার জন্য। কারণে এতে ছবি নিখুঁত হয়। বাধ্য হয়ে হাতে তুলতে চাইলে হাত কাঁপাবেন না এবং অবশ্যই আপনার ছবির ফ্রেম/ভিউফাইন্ডারের এলাকা মনে রাখুন। কোন ক্রমেই যেন কোন প্রকার জুম না হয়।এখন আপনি ৩ টি শট নিবেন- ১ম শট- লো এক্সপোজার (যেখানে শুধুমাত্র উজ্জ্বল বিষয়বন্তু পরিষ্কার দেখা যাবে। ২য় শট- মিডিয়াম এক্সপোজার (যতদূর সম্ভব চেষ্টা করুন সবকিছুকে যত পরিষ্কার আনা যায়)। ৩য় শট- ওভার এক্সপোজার (সমস্ত অন্ধকার ও অনুজ্জল বস্তুকে উপযুক্ত দর্শনযোগ্য উজ্জলতায় আনুন এতে উজ্জল বন্তুসমূহ বার্ণ হয়ে যাবে কিন্তু চিন্তার কোন কারণ নেই।
মূল কাজ শেষ এবার আসুন পোস্ট প্রসেসিং-এ। এক্ষেত্রে আপনাকে ফটোশপ, লাইটরুম, ফটোমেট্রিক্স জাতীয় ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে HDR ফটোগ্রাফ তৈরীর জন্য। ফটোমেট্রিক্স প্রো সফট্ওয়্যারটির পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করে শুধুমাত্র ৫ মিনিট টিউটোরিয়ালটি পড়ুন সব পরিষ্কার হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার পছন্দমতো এপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
চলমান বিষয়ের HDR ফটোগ্রাফি না করাই ভালো কারণ এতে খারাপ ফল পাবেন। নিরিবিলি মনোরম স্থানের HDR ফটোগ্রাফির চেষ্টা করবেন। ভালো ফল পেতে ছবি তোলার সময় হাত কাপাবেন না। পোষ্ট প্রসেসিং এর সময় খেয়ার রাখবেন কোন চলমান বন্তুর কারণে আপনার HDR ফটোগ্রাফটিতে কোন Ghost বা কোন অর্ধদৃশ্যমান বন্তু আছে কিনা। যদি থাকে তাহলে ফটো এডিটিং এপ্লিকেশন দিয়ে Deghost করে নিন। আর যদি কোন মানুষের ছবি সহ HDR ফটোগ্রাফ করতে চান তাহলে মানুষ সহ একটি ছবি শুধু মাত্র মিডিয়ার এক্সপোজারে অর্থাৎ মাঝখানের ফ্রেমে ব্যবহার করুন। যেখানে আলোছায়ার আবহ প্রয়োজন সেখানে HDR ফটোগ্রাফি না করাই ভালো। যে ছবিতে রং এর এক্যুরেসির ব্যপার আছে সেখানে HDR ফটোগ্রাফি না করাই ভালো এতে রংয়ের এক্যুরেসি নষ্ট হতে পারে। সব কাজ শেষে আউটপুট দেয়ার আগে Contrast, Brightness, Saturation, Hue, Sharpness, Color Balance ঠিক করে নিবেন (যদি প্রয়োজন থাকে)। ধন্যবাদ সবাইকে।
লেখাটি সর্বপ্রথম আমার সাইট expertbd24.com এ প্রকাশিত
আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ki boro vai rat jage jage tune ?????? soril kharap korbe to