সেলফির জয় জয় কার। ফেসবুক খুললেই শুধু সেলফি। আজ এর সেলফি তো কাল ওর। সেলফি নিয়ে মানুষ এত টাই ক্রেজি যে সেলফি নিয়ে প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। একারণে আমিও সেলফি নিয়ে পোস্ট দিয়ে দিলাম। আসুন দেখি অদ্ভুত সময়ে, অদ্ভুত পরিস্থিতিতে তোলা কিছু সেলফি। আশা করি মজা পাবেন। 😀
একটা গুতানি খেলে বুঝত ঠেলা।
বিমান বিধ্বস্ত হয়ে গেছে, জনাবের জীবন যায় যায় অবস্থা, সে সময়ও উনি আছেন সেলফি নিয়ে।
উনি প্লেন চালাতে চালাতে সুপার স্পিডে সেলফি তুলে ফেলসেন।
সেলফি তোলার আর যায়গা পেলেননা।
সেলফি তোলার নেশায় উনি নিজের গায়ে আগুন লাগাই ফেলসেন।
সেলফি ক্রেজ শুধু পৃথিবীতে না, পৃথিবীর বাইরেও কম না :p
কাম না থাকলে যা হয় আরকি।
হাঙ্গর মামাও দেখি পোজ দিতেসে।
উনি ঝুলতে ঝুলতে সেলফি তুলতেছেন।
সেলফি বার বার তুলতে কষ্ট হয় তাই উনি সেলফি ট্যাটু বানাই ফেলেছেন।
এনার কথা আর নাই বললাম। আপনারাই বলেন।
এবার আসি অন্য কথায়। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটা সাহায্য দরকার যদি কেও পারেন। এমন কোন বাংলাদেশি সাইট কি আছে যেখানে সবাই সবাইকে সাহায্য করে অ্যাড ক্লিক করে, মানে ক্লিক এক্সচেঞ্জ সাইট টাইপ। একসাথে অনেক ক্লিক হলে সমস্যা আবার এক্কেবারে না হলেও সমস্যা। এর কি কোন উপাই আছে?
যদি সময় থাকে এই সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি Zubi14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল নাগল