আজকে আমি আপনাদেরকে ভিজুয়্যাল বেসিক ৬.০ দ্বারা কিভাবে মাত্র কয়েকটি পোগ্রামিং সংকেত দ্বারা ডলার কে টাকায় রুপান্তর করা যায় সে রকম একটি পোগ্রাম তৈরী করা শেখাব। ভিজুয়্যাল বেসিক ৬.০ চালু করুন, এবং একটি ফর্ম নিন। ফর্মের বাম পাশের টুল বক্স থেকে A চিহ্নত আইকনে ক্লিক করে একটি Label1 টানুন, নাম দিন Currency Conversion Program। এভাবে ফর্মে আরো Label যুক্ত করে নাম দিন যথা-Label2=Dollar Rate in Taka, Label3= Taka, Label4= Dollar, Label5= =.এবার ফর্মের পাশের টুল বক্স থেকে ab চিহ্নত আইকনে ক্লিক করে তিনটি Textbox নিন। Textbox থেকে নাম গুলো মুছে দিন অর্থ্যাৎ ব্লাক্ন করে দিন। সর্ব শেষে ফর্মের নিচে একটি কমান্ড বাটন যুক্ত করুন।
এবার পোগ্রামিং সংকেত লিখার পালা:
১. Text2 তে ডবল ক্লিক করে প্রপার্টিজ এ Change ইভেন্টে Private Sub TextBox2_Change ()End Sub এর মধ্যের ফাঁকা লাইনে নিচের সুত্র টি লিখুন:
Text3.Text=Val (Text2.Text)/Val (Text. Text)
২. প্রপার্টিজ বন্ধ করুন।
৩. এভাবে Dollar এর নিচের Text3 তে ডবল কিক্ল আগের মত করে নিচের সুত্রটি লিখুন:
Text2.Text=Val (Text3.Text)*Val (text1.Text)
৪. এবার Exit বাটনে ডবল কিক্ল করে প্রপার্টিজ এ End লিখুন।
৫. প্রোগ্রামটি চালু করে (F5 বাটন চেপে) দেখুন এটির মত হয়েছে কিনা।
৬. এবার File এ গিয়ে EXE হিসাবে সেভ করুন।
এই প্রোগ্রামের মাধ্যমে অন্য যে কোন দেশের মুদ্রাকে ও কনভার্ট করা যাবে।
N.B- আমার প্রিয় ভাইরা আমি নতুন Google Adsense করছি । দয়া করে আমাকে earn এ সাহায্য করুন । আমার site ta visit করুন ।
http://www.bgdzone.com/phonefnder
আমি রাতের স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রোগ্রামটি তৈরী করে আমাদের জন্য আপলোড করুন, এই প্রোগ্রামটি আমার খুব দরকার। সুন্দর টিউনের জন্য ধন্যবাদ ।