গত কয়েক বছর ধরে,ডিজিটালগ্লোব তাদের পাঁচটি উপগ্রহের তোলা, পৃথিবীর দর্শনীয় কিছু ছবির মাঝ থেকে সেরা ছবি বাছাইয়ের জন্য দর্শকদের জন্য ভোটের আয়োজন করছে । আসুন ২০১৩ সালের প্রতিযোগী সেই ২০টি ছবি দেখি
১. The Citadel of Aleppo- আলেপ্প, সিরিয়া,২৬শে মে ২০১৩। একটি মধ্যযুগীয় সুরক্ষিত প্রাসাদ।
২. কলোরাডো নদী- Utah, USA ,২২শে এপ্রিল ২০১৩ ।
৩. Palace of Versailles-Versailles, France,২০ আগস্ট ২০১৩।
৪. Great Barrier Reef- অস্ট্রেলিয়া ,২২শে এপ্রিল ২০১৩ ।
৫. সবুজের জোয়ার -সূর শহরের কাছাকাছি,ওমান,১৩ই ফেব্রুয়ারী ২০১৩।
৬. ভালবাসার দ্বীপ- ক্রোয়েশিয়া,১৬ই,ফেব্রুয়ারী২০১৩।
৭. হংকং, চীন,৯ই মে ২০১৩।
৮. মান্দাং প্রদেশের মানাম আগ্নেয়গিরি,পাপুয়া নিউ গিনি,২২শে মার্চ ২০১৩।
৯. ভিসুভিয়াস পর্বত -নেপলস, ইতালি,১৯ই,ফেব্রুয়ারী২০১৩।
১০. নামিব মরুভূমি, নামিবিয়া-১৩ই মে,২০১৩।
১১. Arlit ইউরেনিয়াম খনি,নাইজার-১৩ই ফেব্রুয়ারী ২০১৩।
১২. পাকিস্তানে ভূমিকম্প দ্বারা তৈরি নতুন দ্বীপ Gwadar coast,পাকিস্তান-২৯শে সেপ্টেম্বর,২০১৩।
১৩. প্রায় চার মিলিয়ন বর্গ মিটার জুড়ে তৈরি কৃত্রিম দ্বীপ,দোহা, কাতার-৪ই মার্চ ২০১৩।
১৪. ২০১৪ শীতকালীন অলিম্পিক্স এর স্থান, সোচি, রাশিয়া-১৭ই মার্চ ২০১৩।
১৫. Schooner Cays,বাহামা-২৬শে মে ২০১৩।
১৬. ভ্যালেন্সিয়া, স্পেন-১৯শে জুলাই ২০১৩।
১৭. বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড-৩ নভেম্বর ২০১৩।
১৮. Shiyuan পার্ক, Xian,চীন-২৪শে সেপ্টেম্বর,২০১৩।
১৯. Cambambe বাঁধ,Cuanza নদী, অ্যাঙ্গোলা-২৮শে এপ্রিল ২০১৩।
২০. দাবানল,Dunalley, অস্ট্রেলিয়া-৬ই জানুয়ারী ২০১৩।
অনেক স্থান ও ছবির নাম বাংলায় রুপান্তর না করতে পারায় ইংলিশ ব্যবহার করেছি ।আশা করি ছবি গুলো সবারই ভাল লাগবে।
আমি নীড়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর।দেখে ভালো লাগলো।