আসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?যারা ফটোগ্রাফিতে পাগল তারা হয়ত অনেকেই জানেনা , মানুষের ছবি সম্বলিত প্রথম ফটো কোনটা বা ছবিটি কে তুলেছিল! নিচের ছবিটাই মানুষের ছবি সম্বলিত প্রথম ছবি। এইটা তুলেছেন বিখ্যাত ফটোগ্রাফার Louis Daguerre ১৮৩৮ সালে। এটা প্যারিসের Boulevard du Temple এর ছবি। এই ছবিতে দুজন মানুষকে দেখা যাচ্ছে , একজন মুচি এক ভদ্রলোকের জুতো শাইন করতেছে।
সুত্রঃ http://en.wikipedia.org/wiki/History_of_photography
সবাইকে ধন্যবাদ।
আমি blackwarrior। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hmm.. Amazing!!