স্বাগতম আমার আজকের টিউনে। ছবি এডিটিং করতে প্রায় সবাই ভালোবাসে। কিন্তু প্রায় সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনার ছবিকে সুন্দর করার চেষ্টা থেমে থাকেনা। যারা নিজের ছবিকে এনিমেটেড করতে চান তাদের জন্য সহজ এবং আদর্শ একটি সফটয়্যার Make Picture With Water Reflection। ছোট্ট এই সফটয়্যার দ্বারা আপনার পছন্দের যে কোন ছবিতে ওয়াটার রিফেক্সলেশন ব্যবহার করে gif এনিমেটেড ছবি বানাতে পারবেন। এছাড়া অন্যান ফরমেটেও আপনার এডিটিং করার পর কম্পিউটারে সংরক্ষন করতে পারবেন।
সফটয়্যারটি ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং তারপর ছবি এডিটিং করার জন্য Reflet.exe এপ্লিকেশন'টি চালু করুন।
আশা করি সফটয়্যার'টি আপনাদের ভাল লাগবে এবং কাজে আসবে....
.................... ধন্যবাদ।।।
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এনিমেশনের জন্য খুব সুন্দর একটি সফটয়্যার । টিউনটির জন্য ধন্যবাদ।