(⊙▂⊙) ছবিতে ওয়াটার রিফ্লেক্সশন ব্যবহার করে এনিমেটেড ছবি বানানোর সহজ একটি সফটয়্যার… মাত্র ৩ মেগাবাইটে !!!

স্বাগতম আমার আজকের টিউনে। ছবি এডিটিং করতে প্রায় সবাই ভালোবাসে। কিন্তু প্রায় সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনার ছবিকে সুন্দর করার চেষ্টা থেমে থাকেনা। যারা নিজের ছবিকে এনিমেটেড করতে চান তাদের জন্য সহজ এবং আদর্শ একটি সফটয়্যার Make Picture With Water Reflection। ছোট্ট এই সফটয়্যার দ্বারা আপনার পছন্দের যে কোন ছবিতে ওয়াটার রিফেক্সলেশন ব্যবহার করে gif এনিমেটেড  ছবি বানাতে পারবেন। এছাড়া অন্যান ফরমেটেও আপনার এডিটিং করার পর কম্পিউটারে সংরক্ষন করতে পারবেন।

Make Picture With Water Reflection

3.14mb (Mediafire)

সফটয়্যারটি ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং তারপর ছবি এডিটিং করার জন্য Reflet.exe এপ্লিকেশন'টি চালু করুন।

১. সফটয়্যার'টি চালু হবার পর open এ ক্লিক করে ইচ্ছেমত একটি ছবি আপলোড করুন।

২. তারপর Animation এ ক্লিক করার পর আপনার ছবিটির প্রিভিউ দেখতে পাবেন। ইচ্ছে করলে সাইজ রেজুলেশন ইত্যাদি এডিট করতে পারবেন।

৩.সর্বশেষে Export এ ক্লিক করে ফরমেট নিবার্চন করে ছবিটি আপনার কম্পিউটারে সেভ করুন

আশা করি সফটয়্যার'টি আপনাদের ভাল লাগবে এবং কাজে আসবে....

.................... ধন্যবাদ।।।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এনিমেশনের জন্য খুব সুন্দর একটি সফটয়্যার । টিউনটির জন্য ধন্যবাদ।

সফটওয়ারটি ছোট হলেও ভালো কাজের নাবিল ভাইকে ধন্যবাদ

ভাল একটি সফটওয়ার শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

File টা Extract করা যাছেনা একটু দেখুন Please ……………..

আপনার ডাউনলোড’টি সম্ভবত সম্পূন হয়নি তাই এ অবস্থা 🙁 ❗ আবার ডাউনলোড করে চেষ্টা করুন।
লিঙ্কে কোন প্রকার সমস্যা নেই… 😆

গিম্প দিয়ে সহজেই এ ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। শুধুমাত্র বিভিন্ন স্ক্রীপ্ট দিয়ে। যেমন এই টিউটোরিয়ালটা পড়ে দেখুন http://tutobd.cz.cc/index.php/photo-editing/gimp/gimp-animation/180—rain— ওখানে আরও কয়েকটি ছবিতে অ্যানিমেশন করার টিউটোরিয়াল পাবেন।

এখানে গিম্পের কথা বললাম কারন এটা একটি ফ্রি সফটওয়ার। এতে পাইরেসি হবে না।

আপনার টিউনের জন্যও ধন্যবাদ।

ধন্যবাদ কাজের সপ্টওয়ার

Level 2

ভাল সফট, তবে ফাইল ড্যামেজ। আবার দেখি…………………………

Level 2

না ভাই, অবস্থা একই। একটু চেক করেন প্লিজ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

ধন্যবাদ ভাই।
আমার কাছে ফটোশপ প্লাগ ইন সফট Imagenomic Noiseware Professional v.4.1.1.0 (PHOTOSHOP PLUG-IN) + (patch) আছে পিচ সহ
এতদিন এটা দিয়ে কাজ করেছি । Windows দেওয়ার পরে আর পিচ দিয়ে কাজ করতে পারছি না। এখন কি করব ? যদি দয়া করে একটু সাহায্য করতেন ? যে কেও ।

জটিল জিনিস 😉

Level 0

এক কথায় ভালো হয়েছে

ধন্যবাদ সফটওয়্যারটির জন্য।