সবাইকে সালাম জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।
আমরা প্রয়োজনে বা আপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে আমার আজকের টিউন।
Ashampoo Photo Optimizer নামের এই ছোট সফটওয়্যার দিয়ে খুব সহজেই ঘোলা ছবি পরিস্কার করা যায়। অন্ধকারে তোলা ছবিও পরিস্কার করতে পারে। এটা ব্যবহার করা খুব সহজ। তাই আর বিস্তারিত বললাম না।
Ashampoo Photo Optimizer
সাথে সিরিয়াল কী আছে। এটি মাত্র 3.5MB।
আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আপনার ছবিটা ডাউনলোড করে তা পরিষ্কার করেছি দারুন কাজ করেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যযোগ