আশা করি নতুন বছরের প্রথম দিনটি ভাল কেটেছে সবার। আমার ধারাবাহিক টিউনের ৭ম পর্বে স্বাগতম সবাই'কে। ধারাবাহিক টিউনের গত ৬টি পর্বে আপনাদের বেশকিছু বিভিন্ন সফটয়্যার দিয়েছি। আশা করি সেগুলো কাজে লাগেছে আপনাদের... এবারের পর্ব'টি সাজিয়েছি ফটোএডিটিং সফটয়্যার দিয়ে। আমাদের মাঝে অনেকেই আছে যারা ফটোশপে দূবর্ল, রেডিমেট কিছু চায়... তাই আপনি কম কষ্টে আপনার ছবি গুলো কে সাজিয়ে নিতে পারেন ফটো এডিটিং সফটয়্যারের সাহায্যে। ১০ টি ফটো এডিটিং সফটয়্যার দিয়ে আজকের টিউন'টি করা হয়েছে। এবার চলুন মূল পর্বে ....
এই সফটয়্যার'টি দিয়ে আপনি আপনার ছবি'তে পানি, বরফ, বৃষ্টি ইত্যাদি এফেক্ট দিয়ে এনিমেটেড ছবি বানাতে পারবেন। এছাড়া ছবিতে সাউন্ড এফেক্ট দিতে পারবেন। বানাতে পারবেন স্ক্রিনসেভার।
আপনার ছবিগুলো দিয়ে মাত্র কয়েক ক্লিকেই আপনি বানিয়ে নিতে পারেন ফটো কলেজ। এছাড়া বানিয়ে নিতে পারেন আপনার ছবি দিয়ে ডেস্কটপ ওয়ালপেপার, সিডি/ডিভিডি কভার। ছবির সাথে ব্যবহার করতে পারবেন দারুন সব এফেক্ট।
সফটয়্যার'টি দ্বারা ছবিতে আপনার হেয়ার স্টাইল বদলাতে পারবেন, চুল কালার করতে পারবেন এছাড়া বিউটি পারর্লারের মত ছবিকে সাজিয়ে নিতে পারেন। সফটয়্যার'টি মূলত মেয়েদের জন্য... তবে ছেলেদের জন্য সুবিধা আছে।
নাম শুনেই হয়তো বুঝতে পারছেন সফটয়্যার'টির কাজ কি। সফটয়্যার'টি ব্যবহার করে আপনি নিজেই বানাতে পারবেন আকর্ষনীয় সব গ্রেটিংস্ কার্ড এবং প্রিয়জনদের গিফট করতে পারেন।
মজার একটি সফটয়্যার " MyFantasyMaker "। আমাদের আইডল বা জনপ্রয় তারকা অনেকই থাকে তাদের সাথে আপনিও দাড়িয়ে যেতে পারবেন সফটয়্যার'টি দিয়ে অর্থাৎ যে কোন তারকার ছবির পাশে আপনার ছবি জুড়ে দিতে পারবেন সফটয়্যার'টি দিয়ে।
আপনার ছবিতে আকষর্নীয় সব ফ্রেম যোগ করতে পারবেন সফটয়্যার'টি দিয়ে। এছাড়া ছবিতে আরো দারুন সব গ্রাফিক্স সিম্বল যোগ করতে পারবেন। ফুল, কাটুর্ন আইকন ইত্যাদি।
খুব সহজেই ফ্ল্যাস ডিজিটাল ফটো এলব্যাম বানাতে পারবেন সফটয়্যার'টি দিয়ে। ছবি'তে প্রয়োগ করার জন্য দারুন সব এ্যাফেক্ট পাবেন সফটয়্যার'টি তে।
সফটয়্যার'টি দ্বারা আপনার ফটোর ফেস'এ নিখুত ভাবে কাজ করতে পারবেন। পাল্টে দিতে পারেন আপনার ছবির স্টাইল....
এই সফটয়্যার'টি আগের ধারাবাহিক টিউনে দিয়েছিলাম। দারুন এই সফটয়্যার'টি দ্বারা আপনি ছবি'তে ১৫০ বেশি এ্যাফেক্ট এপ্লাই করে ছবিকে আরো আকর্ষনীয় করে তুলতে পারেন। ফটো'তে কাজ করার জন্য দারুন সব টুলস পাবেন।
ভাল লাগার ছবিগুলোকে আরো সাজিয়ে তুলতে পারেন সফটয়্যার'টি দিয়ে। নিজেই ডিজাইন করতে পারবেন আপনার ছবি দিয়ে। বসাতে পারবেন স্টাইলিস ফন্ট।
টিউন'টি তে উপরের লিঙ্কগুলো রেপিডশেয়ারে। তাই সফটয়্যারগুলো ডাউনলোড করার ক্ষেত্রে অনেকেই হয়তো সমস্যায় পরতে পারেন তাই বিকল্প পন্থা হিসেবে নিচের লিঙ্কগুলো দেখতে পারেন।
- – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
আশা করি সফটয়্যারগুলো কাজে আসবে আপনাদের। আবার সময় পেলে ধারাবাহিক টিউনের পরবর্তী পার্ট'টি করার চেষ্টা করবো। সাথে আরো কিছু দারুন সফটয়্যার নিয়ে।
সবাই ভালো থাকবেন সেই শুভ কামনা সবসময়ের।
শুভ কামনায় -
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ নাবিল ভাই।আমার অনেক কাজে আসবে