আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ্র রহমতে ভালোই আছি। আমি একটা অসাধারণ ওয়েবসাইট এর সন্ধান পেলাম।এরকম ছবি এডিট বা ড্রয়িং জাতীয় ওয়েবসাইট প্রথম পাইলাম।এর মাধ্যমে খুব সহজেই জটিল জটিল সব আর্ট করতে পারবেন।এমনকি ফটোশপ এক্সপার্ট ছাড়া এই রকম আর্ট করা বলতে গেলে অসম্ভব।তাহলে দিখুন কিভাবে আপনি জটিল ধরনের আর্ট তৈরি করতে পারবেন।
>>>তাহলে দেখুন কিভাবে করবেন<<<
প্রথমে এই ওয়েবসাইট এ যান ► http://weavesilk.com/
সেখানে গেলে খুব অপরূপ একটা সাইট দেখতে পারবেন।সেখানে নিচেই দেখবেন Draw Something লিখা আছে। সেইখানে ক্লিক করুন।
ক্লিক করলে আপনাকে ছবি আঁকার এক প্লাটফর্ম এ নিয়ে যাওয়া হবে।আপনাদের সুবিধারতে একটু বর্ণনা করলা।ডানদিকে কিছু টুল দেখতে পারবেন।সেখানে গল একটা বাটন আছে যেটার নাম Controls।সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পর এরকম একটা জিনিস আসবে ।
এখান থেকে স্টাইল আর কালার সিলেক্ট করুন।আবার আপনি আঁকার চেষ্টা করুন।দেখুন কত সুন্দর সুন্দর ছবির সৃষ্টি হচ্ছে।আমার মত ছবি আঁকায় অনভিজ্ঞ মানুষও খুব সহজেই খুব সুন্দর চমৎকার আর্ট তৈরি করতে পাররেন।আমি নিচে কিছু উদাহরণ দিলাম। এগুলো ছবি আমি করেছি ।
>>> আমার তৈরি কিছু উদাহরণ <<<
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরকম ভাবে আপনিও খুব সহজেই এসব আর্ট তৈরি করতে পারবেন। তবে এটা ডাউনলোড করার জন্য ডান দিকে ছোট্ট ক্যামেরা এর বাটন আছে। সেটাতে ক্লিক করুন।
তারপর নিচে একটা ছোট্ট ছবি বা থামবলেইন দেখতে পারবেন। সেটাতে রাইট ক্লিক করে Save image As এর মাধ্যমে সেভ করুন আর ডাউনলোড করুন। ব্যাস হয়ে গেল আপনার চমৎকার আর্ট।
==================================================================
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । পোস্টটি কেমন হল তা জানবেন । কোন প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন , সমাধান দেওয়ার চেষ্টা করবো।পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।ইনশাল্লাহ আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হব।আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য সুভকামনা রইল ।
☯╔══════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗☯
◐════════════════════════════════════════════◑
ভাল থাকুন,সুস্থ থাকুন
সাথেই থাকুন।
আমি মুহম্মদ নাফিজ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"নিজে জানুন, অন্যকে জানান"
ভালো মানের পোষ্ট http://www.bdfaysal.blogspot.com