প্রিয়জনের ছবিকে করুন আরও প্রিয়…….কাছে থাকুন !!!!

টাইটেল ট্রেকটা কেমন হইছে তা জানাতে ভুলবেন না কিন্তু! 😉 । আজকে আপনাদের জন্য একটা জটিল সফটওয়্যারের কথা জানাবো। এমন সফটওয়্যারের কথা হয়ত আপনারা আগে জানতেন বা ব্যবহার করেছেন কিন্তু তারপরও এটা আমার কাছে অন্য রকম মনে হইছে। ব্যবহার করলে আপনারাও বুঝতে পারবেন।

আপনি এর সাহায্যে খুব সহজেই সাধারন ছবিকে করে দিতে পারবেন অসাধারন। ছবিতে ফ্রেম যোগ করতে পারবেন। সাথে বিভিন্ন রকমের ফুল,কার্টুন,টেক্সট সহ ছবিকে রিসাইজ করতে পারবেন। এছাড়াও বেকগ্রাউন্ড ছবিও আছে সাথে।

আর ভাবছেন কিভাবে করবেন? খুব সহজ। আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। আর যদি কোন সমস্যা হয় তাহলে simply আপনার pcটা হাতে নিন। তারপর আপনার ইমেইল অপশোনে গিয়ে টাইপ করুন TT স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশোন স্পেস আপনার মনের কথা, প্রানের কথা এবং আপনার যত সমস্যা লিখে পাঠিয়ে দিন [email protected] এই নাম্বারে দুঃখিত এই ইমেইল আইডিতে। যত খুশী ততো। আমি টিউন বন্ধু হাসান আছি আপনারই পাশে।

চলুন দেখে আসি এই সফটওয়্যারের একটি আনরিলিজ কাজ শুধু মাত্র টেকটিউন্সে 😉

আমার তেমন কোন প্রিয় মানুষ খুজে না পাওয়ায় আমার ছবিটাই দিতে হলো। 🙁 তাই কেউ কিছু মনে কইরেন না।

ডাউনলোড লিঙ্কঃ
Frame Photo Editor v5.0.1
আর হ্যা এটি মাত্র 10MB। সাথে সিরিয়াল কী আছে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগের মতই ফাডাফাডি টিউন। :p

vaia apni jodi eta mediafire e upload koren tahole valo hoi.hot file khub jontrona

    যান আপনাদের কথায় মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম।

ভাই ডাউনলোড করতে পারলাম না। মিডিয়াফায়ারের লিংক দেন।

    এখন আশা করি পারবেন মিডিয়াফায়ারের লিংক দিয়েছি।

pls give medeafire link

ভালো টিউন 😉

Hasan Jubair(Al-fatah says: আমার তেমন কোন প্রিয় মানুষ খুজে নাপাওয়ায় আমার ছবিটাই দিতে হলো। 🙁 তাই কেউ কিছু মনে কইরেন না।
হ্যা এই প্রসঙ্গে আমার একটা মতামত আছে পৃথিবীতে নিজের চেয়ে প্রিয় আর কেউ হতে পারে না। সুতরাং সেই দিক থেকে আপনি ঠিক আছেন, তবে বারবার নয়। 🙂 🙂
টিউনসটা মন্দ না।
ভালো টিউনস।
ধন্যবাদ।

    ধন্যবাদ ইয়াকুব ভাই আপনি ঠিকই বলছেন 😛

ভাল টিউন হয়েছে।
আর আমি এটা আগে থেকে জানতাম।
তারপর ও ধন্যবাদ।

Hasan Jubair ভাই অসাধারন টিউন করচ্ছেন মিয়া । 😉

টাইটেল কেমন হইচে জানতে চাইছেন, ” কাছে থাকুন ” কথা শুনে মনে হইল গ্রামীনফোন এর ধোকাবাজি!
কিন্তু টিউন পড়ে এরকম মনে হল না ।

    গ্রামীন হলে বলবো “দূরে থাকুন” 😛
    ধন্যবাদ।

জটিল টিউন।
ধন্যবাদ।

Level 2

জট্টিল টিউন।

jotil………………………..

    জেগে বলছেনতো? নাকি ঘুমিয়ে ঘুমিয়ে?
    ধন্যবাদ।

গুড টিউন। চালিয়ে যান।

    আপনার মনতো দেখছি আকাশের মতো বড়।
    ধন্যবাদ। 😛

ভাই, সালাম, ফটো ফ্রেম আমার খুব ভাল লাগে। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাল লাগল

MANY MANY THANKS TO HASAN JUBAER VI ESPECIALLY FOR ALL PHOTO EDITING SOFTWARE

Level 0

ভাই শুধু সিরিয়ালটা দেন Please.