টাইটেল ট্রেকটা কেমন হইছে তা জানাতে ভুলবেন না কিন্তু! 😉 । আজকে আপনাদের জন্য একটা জটিল সফটওয়্যারের কথা জানাবো। এমন সফটওয়্যারের কথা হয়ত আপনারা আগে জানতেন বা ব্যবহার করেছেন কিন্তু তারপরও এটা আমার কাছে অন্য রকম মনে হইছে। ব্যবহার করলে আপনারাও বুঝতে পারবেন।
আপনি এর সাহায্যে খুব সহজেই সাধারন ছবিকে করে দিতে পারবেন অসাধারন। ছবিতে ফ্রেম যোগ করতে পারবেন। সাথে বিভিন্ন রকমের ফুল,কার্টুন,টেক্সট সহ ছবিকে রিসাইজ করতে পারবেন। এছাড়াও বেকগ্রাউন্ড ছবিও আছে সাথে।
আর ভাবছেন কিভাবে করবেন? খুব সহজ। আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। আর যদি কোন সমস্যা হয় তাহলে simply আপনার pcটা হাতে নিন। তারপর আপনার ইমেইল অপশোনে গিয়ে টাইপ করুন TT স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশোন স্পেস আপনার মনের কথা, প্রানের কথা এবং আপনার যত সমস্যা লিখে পাঠিয়ে দিন [email protected] এই নাম্বারে দুঃখিত এই ইমেইল আইডিতে। যত খুশী ততো। আমি টিউন বন্ধু হাসান আছি আপনারই পাশে।
চলুন দেখে আসি এই সফটওয়্যারের একটি আনরিলিজ কাজ শুধু মাত্র টেকটিউন্সে 😉
আমার তেমন কোন প্রিয় মানুষ খুজে না পাওয়ায় আমার ছবিটাই দিতে হলো। 🙁 তাই কেউ কিছু মনে কইরেন না।
ডাউনলোড লিঙ্কঃ
Frame Photo Editor v5.0.1
আর হ্যা এটি মাত্র 10MB। সাথে সিরিয়াল কী আছে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
আগের মতই ফাডাফাডি টিউন। :p