আজ আমি ফটোশপ নতুন ইউজারদের জন্য একটি টিউন করব।
দেখনুতো নিচের ছবি গুলো
কি মজা না? এটা করা হয়েছে adobe photoshope দিয়ে
দেখুন file>open>বাছাই করা যেকোন ছবি (আমি এখানে প্রিয়াংকার ছবি সিলেক্ট করে করেছি)> Filter>Liquify
এখানে বামে কতগুলো টুলস দেখতে পাবেন। টুলসগুলোর মধ্যে ১ম টুলসটা দিয়ে কোন কিছু টেনে লম্বা করতে পারবেন। ৩য় টুলসটা দিয়ে ইমেজের কোন অংশকে ক্লক ওয়াইজ করতে পারবেন। ৪র্থ টুলসটা দিয়ে ইমেজের কোন অংশকে ছোট করতে পারবেন। ৫ম টুলসটা দিয়ে বড় করতে পারবেন। তারপর আরও কয়েকটা টুলস আছে আপনারা নিজে নিজে করেন। আর ফটোশপের পুরাতন ভার্সন ৭.০ তে টুলস কয়েকটা বেশী আছে।
লেন্স ছোট বড় করতে চাইলে কি বোর্ডের এই বাটনগুলো চেপে ছোট বড় করতে পারবেন। আশা করি নতুনদের জন্য ভাল লাগবে।
আমি khaled_virus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম…ভালই…..
পোলাপাইনেরে দুষ্টামি করার ভাল একটা রাস্তা দেখাইলেন…. 😀