আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ্র রহমতে। আপনাদের জন্য আবার ও নিয়ে আসলাম ছবির কালেকশন। এবারের কালেকশন শুধুই মেঘ! তো চলুন দেখি-
নিচের ছবিটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটের সুইফট ক্রিক থেকে তোলা ছবি ।
ছবিটা দেখে মনে হচ্ছে অধিক খারাপ আবহাওয়া।
নিচে থেকে দেখলে আইসবার্গের স্তুপের চূড়া মনে হবে। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় মেঘ তৈরি করে। সাধারণত ঝড়বৃষ্টির পূর্বাভাস।
এটি ঝড়ের আগে তোলা অস্ট্রেলিয়ার ওয়াগা ওয়াগা স্টেটের ছবি।
লাল এবং আসমানী রঙের কম্বিনেশন - ছবিটি মস্কো থেকে তোলা।
আকাশে মেঘের বিভক্তি- Enschede, Netherlands
মেঘ এবং রোদ একসাথে
ছবিটি Øland এর নিকটের বাল্টিক সাগর, Sweden
এই ছবিটির সাপের মত মেঘ প্রকৃতিতে অদ্ভুত সৌন্দর্য্য সৃষ্টি করেছে।
মেঘমালা নায় যেন ঈগলের মুখ! ছবিটি পোল্যান্ডের Warsaw থেকে তোলা।
দেখে মনে হচ্ছে টেক্সট বুকের মত রোল ওভার দেয়া হয়েছে মেঘমালার মধ্যে!
ছবিটি মেল্ডোনাডোর লাস অলাস বীচ , উরুগুয়ে থেকে তোলা।
চিত্তাকর্ষক রোল মেঘমালা যা Missouri এর রাজধানী Albany থেলে তোলা।
Yucatan, Mexico বীচের উপরে রোল ওভার মেঘমালা দেখে ম্ননে হচ্ছে মেঘমালা সাগরের ঢেউইয়ের মত ঢেউ তুলছে- জার্মানি থেকে তোলা ছবি।
মেঘের বাঁধ
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
সুন্দর…