জনমানবহীন একটি শহর ভাবতেই অনেক আতঙ্কের মনে হয়, কেননা যে শহর মানুষ থাকেনা নিশ্চিতভাবে ধরে নিই সেটি একটি ভৌতিক শহর হবে। একটি সর্বনাশা ঝড় বা রহস্যজনিত কোন নিয়তি এসবের চিহ্ন হিসেবে শহর জনমানবহীন হয় । জাপানের সবচেয়ে জনঘনত্বপূর্ণ শহর টোকিও,এর একটি বিশেষ মূহুর্ত যখন কোন জনমানব বা কার চলাচল করে না, এই মুহুর্তটা আসলেই অনেক মনোমুগ্ধকর। তবে সেটা তো সম্ভব নয় কারণ কোন শহরেরই ঐ অবস্থার কোন মুহুর্ত পাওয়া যাবে না। আর টোকিও? এই শহরটা তো খুবই গুরুত্বপূর্ণ শহর এবং সবসময় কোলাহলপূর্ণ থাকে।
আলোকচিত্রী Gabriel de la Chapelle তাদের সাইটে Tokyo End নামক সিরিজে টোকিও শহরের জনমানবহীন অবস্থার ছবি প্রকাশ করেন। ছবিতে দেখে মনেই হচ্ছে না এটা একটা ব্যস্ত নগরী। মনে হচ্ছে এটা একটা কল্পনার শহর! তো দেখুন ছবিগুলো-
এরকম জনমানবহীন একটি শহর-সত্যিই অসম্ভব!
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
ইসস কি অবশ্তা!!! আমি যদি থাকতে পারতাম এই রকম একটা সহরে একাই 😀