আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ছবি ব্লগে আপনাদের স্বাগতম। আজকেও শেয়ার করব মহাশূন্য থেকে তোলা পৃথিবীর ছবি। আজকের ছবিগুলো তুলেছেন নভচারী ফটোগ্রাফার ক্রিস হেডফিল্ড।
তো চলুন দেখি-
Antipodes দ্বীপসমূহ -
ছবিটি এপ্রিলের ৭ তারিখে তোলা। Antipodes দ্বীপসমূহকে দূর থেকে মনে হচ্ছে দ্বীপ নয় যেন একটা দ্বীপের পতাকা !
ইস্তাম্বুল, তুর্কি
তুর্কির শহর ইস্তাম্বুলের রাতের দৃশ্য। এপ্রিলের ৭ তারিখে তোলা।
নিউ ইয়র্ক শহর
নিউ ইয়র্ক শহরের সকাল বেলার দৃশ্য। ম্যানহাটনকে ছায়ার মত দেখাচ্ছে। এপ্রিলের ৬ তারিখে তোলা।
নিউ জিল্যান্ড
নিউ জিল্যান্ড এর ছবি এপ্রিলের ৩ তারিখে তোলা।
ফোগো,কেপ ভারডি
ফোগো,কেপ ভারডি আটলান্টিকের সবচেয়ে উচু পিক। এপ্রিলের ২ তারিখে তোলা।
প্যাসিফিক এর নামহীন দ্বীপ
প্যাসিফিক এর নামহীন এক দ্বীপ । এপ্রিলের ২ তারিখে তোলা।
চাঁদের উদয়ন
ভোরে চাঁদের উদয়ন এর দৃশ্য। মার্চের ২৯ তারিখে তোলা।
ঝড়
মহাশূন্য থেকে ঝড়ের ঘুর্নায়ন। মার্চের ২৫ তারিখে তোলা।
নিউফন্ডল্যান্ড, কানাডা
কানাডার নিউফন্ডল্যান্ডে বরফ জমার দৃশ্য। মার্চের ২২ তারিখে তোলা।
দুবাই
কালকান, তুর্কি
কম্যান্ডার হেদফিল্ড ছবিটি সম্পর্কে শুধু একটি মন্তব্য করেন এবং তা হল : "!" । ছবিটি মার্চের ৯ তারিখে তোলা।
কলকাতা, ভারত
ছবিটিতে ভারতের কলকাতার হোগলি নদী দেখা যাচ্ছে। ছবিটি মার্চের ৫ তারিখে তোলা।
স্পেস ড্রাগনের জন্য অপেক্ষা
Pyongyang, নর্থ কুরিয়া
"Pyongyang, নর্থ কুরিয়ার ছবি। ছবিটি ফেব্রুয়ারীর ২৮ তারিখে তোলা।
ইসরায়েল এবং মিশরের মাঝের বর্ডার
মহাশুন্য থেকে ইসরায়েল এবং মিশরের মাঝের বর্ডার দেখা যাচ্ছে , ছবিটি জানুয়ারীর ১৮ তারিখে তোলা ।
শুন্য অভিকর্ষ বাবল
ফেব্রুয়ারীর ১৩ তারিখে তোলা ছবি।
Ouadane, Mauritania
ছবিটি জানুয়ারীর ১৮ তারিখে তোলা ।
দক্ষিণ আফ্রিকা
Soyuz নির্গমন
হোমস, সিরিয়া
কেমন লাগলো ছবিগুলো? কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেয।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
সুন্দর সুন্দর !