আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিশ্ব ধরিত্রী দিবসের শুভেচ্ছা। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ন্যাশনাল জিওগ্রাফি মহাশূন্য এবং উপগ্রহ থেকে কিছু ছবি প্রকাশ করে। তার মধ্যে থেকে চমৎকার এবং আকর্ষনীয় কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখি নিচে-
উপর থেকে বিশ্ব ধরিত্রী দিবস
উপগ্রহ থেকে নেওয়া মাদাগাস্কার বম্বেটোকা সাগরের পশ্চিম উপকূলে ছবি ।
আগ্নেয়গিরি বুদবুদ
মাচুয়া দ্বীপের উত্তরপশ্চিমে অবস্থিত Sarychev আগ্নেয়গিরির ছবি। মাচুয়া দ্বীপটি কুরিল দ্বীপের অংশ। রাশিয়ার দ্বীপমালার অংশ।
মরুভূমির আলপনা
মধ্য অস্ট্রেলিয়ার সিম্পসন মরুভূমির ছবি। ছবিটি ২০০২ সালে তোলা।
জীবন চক্রসমূহ
ব্রাজিলের মাইনাস জেরাইস এর সিটি অব প্যারাডাইস এর ছবি। ২০১১ সালে নভোচারী ফটোগ্রাফারের তোলা।
মডেল সিটি
oblique-angle স্যাটেলাইট ফটোগ্রাফির ২০০৪ সাথে তোলা সেন ফ্রান্সিস্কোর ছবি যেখানে কোথাও কোন কুয়াশা নাই।
নীল গ্রহ
বাহামাসের এলুথেরা দ্বীপের ছবি যা ২০০২ সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে নভচারী ফটোগ্রাফারের তোলা।
আলোর অন্তর্জাল
ব্রাজিলের সাও পাওলো থেকে তোলা ছবি।
Circulation System
বাহামার দ্বীপ থেকে তোলা ছবি যা ২০১ও সালে নভোচারী ফটোগ্রাফার ধারণ করেন।
বজ্রঝড়
১৯৯৯ সালে এশিয়ার মধ্যে যে বজ্রঝড় হয় তার ছবি। কলম্বিয়ান স্পেস শাটল মায়ানমার অতিক্রম করার সময় ছবিটি ধারণ করেন।
নাটকীয় পথসমূহ
২০১০ সালে International Space Station ধারণকৃত ছবি, যেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনার রাজ্য পাতাগনিয়ার পথসমুহ ।
রাসায়নিক পদার্থ মিশ্রিত জল
South Georgia দ্বীপের Neumayer Glacier তুষারস্রোত।
২০০৪ সালের উপগ্রহ থেকে সংগৃহীত ছবি।
সমুদ্রের সাপ
নেদারল্যান্ডের কাছে অবস্থিত অয়াডেন সাগরের ছবি যা ২০০৬ সালে উপগ্রহ থেকে নেওয়া হয়।
এন্ট্রাক্টিক চ্যানেলের নতুন আইসবার্গ । ২০১০ সালে ধারণকৃত ছবি।
মরুভূমির শেষ যেখানে-
সাহারা মরূভুমির ছবি। ২০০৮ সালে নভোচারী ফটোগ্রাফির তোলা ছবি।
Cloud Vortices
সতেজ প্রবাহ
হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি Kilauea।
ছবিসংগ্রহ নাসা
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
অয়াডিন সাগরের ছবিটা চরম লাগছে! ভালো ইনফরমেটিভ পোস্ট