কি অবাক হচ্ছেন? বিউটি পার্লার আবার কম্পিউটারে হয় কি করে? হ্যা এটাই সত্যি। আপনি ইচ্ছা করলে খুব সহজেই একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবিতে পার্লারের বিভিন্ন style যোগ করতে পারবেন। এই সফটওয়্যারটি বিশেষ করে মেয়েদের কাজে লাগবে। 😉 কারন বিউটি পার্লারে যা হয় তা মেয়েদের জন্যই বেশি। আর এই সফটওয়্যারেও মেয়েদের অগ্রাধিকার দেয়া হয়েছে। শত হলেও ল্যাডি'স ফার্ষ্টতো 😛 । যাই হোক ছেলেদেরও নিরাশ হওয়ার কিছু নাই। এই সুযোগে আপনারাও না হয় কিছু মেকাপ করে নিতে পারবেন।
আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনার ফটো এর ঠোট,ভ্রু,আই লেনার সহ ইত্যাদি সুন্দর করতে পারবেন। সব চেয়ে মজার বিষয় হলো আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন style এর চুল,চশমা,কানের দুল,গয়না,মাথার ক্যাপ,পোষাক এমনকি জুতা সহ সব কিছু যোগ করতে পারবেন। এটি ব্যবহার করা খুব সোজা। চিত্রে দেখানো স্থানে click করে আপনি মেকাপ করতে পারবেন। সব মেকাপ করার পর ক্যামেরা ছবিটিতে click করে save করতে পারবেন।
এটি মাত্র 19MB।
এটি Free version না। তবে সাথে সিরিয়াল কি দেয়া আছে।
Virtual Hairstyle Fab 2.0
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
Many many Thanks..dekhi ki ki kaje lage eta ?