যে সকল জায়গা একসময় শিশু, বয়স্কদের হাসি খুশিতে ভরে থাকতো কিন্তু এখন তা পরিত্যক্ত হয়ে গেছে। দেখলে গা চমচম করবে! গায়ে কাটা দিয়ে উঠবে এরকম অনেক জায়গা রয়েছে। জাপান থেকে লুইসিয়ানায় অবস্থিত এমন কিছু জায়গার ছবি ও সংক্ষিপ্ত ইতিহাস শুনি চলুন-
ডিজনি ডিসকভারি আইল্যান্ড
ডিজনি ডিসকভারি আইল্যান্ড বন্ধ হয়েছে ১৯৯৯ এ। দর্শনার্থীদের বেড়ানোর জন্য কোন উন্মুক্ত জায়গা রাখা হয়নি। এখন সেটা আনিমেল কিংডম হিসেবে পরিগনত হবে।
প্রিপিয়েট থীম পার্ক
প্রিপিয়েট থীম পার্কে অবস্থিত এই কেরসেলটি । চারনবিল নিক্লিয়ার দুর্যোগ এর কারণে বন্ধ হয়ে গেছে।
কমেট রোলার কোস্টার
ম্যাসাচুসেটস শহরের লিঙ্কন পার্কের কমেট রোলার কোস্টার যা ১৯৮৭ সালে নির্মিত হয় এবং ২০১২ সালে ভেঙে যায়।
স্প্রিড পার্ক
এককালে বার্লিন ছিল স্প্রিড পার্কের সহর। যা পরিপুর্ণ ছিল মজার স্থানে। আর্থিক অবস্থার সংকটে পড়ে ২০০২ সালে এসব বন্ধ করে দেয়া হয় তবে তত টুকুতে এখনো পড়ে আছে।
চিপুয়া লেক এমিউজমেন্ট পার্ক
অহিউর চিপুয়া লেক এমিউজমেন্ট পার্ক ১৯৭৮ সালে নির্মিত হয় যা ২০০৯ সালে ভেঙে যায় কিন্তু এখনো এটি অনেক আকর্ষনীয় জায়গা হিসেবে বিবেচিত হয়।
সিক্স ফ্লাগ পার্ক
নিউ অর্লিনে অবস্থিত সিক্স ফ্লাগ পার্কটি হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে বন্ধ হয়ে যায় কিন্তু এটার প্রতি দর্শনার্থীদের আগ্রহের কারণে আবার খুলে দিতে হল।
গালিভার কিংডম
জাপানের গালিভার কিংডম যা ২০০১ সালে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ৬ বছর যেতে না যেতে তা পুনরায় খুলে দিতে হয়েছে।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।